Breaking

Wednesday, September 26, 2018

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ২০১৮


➢ মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন – কবর নাটক✿

➢ জহির রায়হান রচনা করেন – আরেক ফাল্গুন উপন্যাস✿

➢ বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে✿

➢ বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্ররণা দিয়েছিল– উত্তর: ১৯৫২ সালের ভাষা আন্দোলন✿

➢ শহীদ দিবস পালন শুরু হয় – উত্তর: ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে✿

➢ শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – উত্তর: UNESCO✿

➢ ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – উত্তর: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর✿

➢ পৃথিবীতে ভাষা রয়েছে – উত্তর: ৬০০০ এর বেশি✿

➢ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় – উত্তর: ১৯৪৯ সালের ২৩ জুন✿

➢ গঠনের স্থান – উত্তর: ঢাকার রোজ গার্ডেন✿

➢ সভাপতি ছিলেন – উত্তর: মওলানা আব্দুল হামিদ খান ভাসানী✿

➢ সাধারণ সম্পাদক ছিলেন – উত্তর: শামসুল হক ( টাঙ্গাইল)✿

➢ যুগ্ন সম্পাদক ছিলেন – উত্তর: শেখ মুজিবুর রহমান✿

➢ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল – উত্তর: আওয়ামী লীগের✿

➢ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় – উত্তর: ১৯৫৫ সালে✿

➢ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় – উত্তর: ১৯৫৩ সালের ১৪ নভেম্বর✿

➢ যুক্তফ্রন্ট গঠিত হয় – উত্তর: ৪ টি দল নিয়ে✿

➢ যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – উত্তর: ২১ টা✿

➢ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – উত্তর: ১৯৫৪ সালের মার্চে✿

➢ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসনছিল – উত্তর: ২৩৭ টি✿

➢ যুক্তফ্রন্ট আসন লাভ করে – উত্তর: ২২৩ টি✿

➢ ২১ দফার প্রথম দফা ছিল – উত্তর: বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা✿

➢ যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন – উত্তর: এ.কে ফজলুল হক ( ১৯৫৪ সালের ৩ এপ্রিল)✿

➢ যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল – উত্তর: ৫৬ দিন✿

➢ যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে – উত্তর: ১৯৫৪ সালের ৩০ মে✿

➢ বরখাস্ত করেন – উত্তর: গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ✿

➢ বরখাস্তের ইস্যু ছিল – উত্তর: আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালিঅবাঙ্গা লি দাঙ্গা।✿

➢ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় – উত্তর: ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে✿

➢ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন – উত্তর: ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান✿

➢ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন – উত্তর: ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে✿


➢ বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল- উত্তর: ২৪ বছর✿

➢ মেহেরপুর জেলার অন্তর্গত – উত্তর: বৈদ্যনাথ তলাএবং আম্রকানন✿

➢ বৈদ্যনাথ তলার বর্তমান নাম – উত্তর: মুজিবনগর✿

➢ মুজিবনগর সরকার গঠিত হয় – উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল✿

➢ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল✿

➢ মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল✿

➢ মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✿

➢ উপরাষ্ট্রপতি – উত্তর: সৈয়দ নজরুল ইসলাম✿

➢ প্রধান মন্ত্রী – উত্তর: তাজউদ্দীন আহমেদ✿

➢ অর্থমন্ত্রী – উত্তর: এম. মনসুর আহমদ


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close