Breaking

Monday, October 8, 2018

চাকরির পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর" প্রতিদিন ৫০টি (পর্ব ২১)


#বাংলা_সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর" প্রতিদিন ৫০টি করে রিভাইস দিতে সাথে থাকুন(অপশনসহ) আজ
#পর্ব_২১(১০০১-১০৫০=৫০টি)

১০০১) মালা„ধর বসু অনূদিত ভাগবতের নাম কী?
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. মঙ্গলকাব্য
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. শ্রীকৃষ্ণবিজয়
উত্তরঃ ঘ

১০০২) মধ্যযুগে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ কোনটি?
ক. ভাগবত
খ. শ্রীমদ্ভাগবত
গ. রামায়ণ
ঘ. শ্রীকৃষ্ণবিজয়
উত্তরঃ ঘ

১০০৩) শায়েররা যে সাহিত্য রচনা করেছেন তাকে কি বলে?
ক. পুঁথি
খ. উপকথা
গ. দোভাষী সাহিত্য
ঘ. নাথ সাহিত্য
উত্তরঃ গ

১০০৪) দ্রোপদী কে?(৩৬বিসিএস)
ক. রামায়ণে সীতার সহচরী
খ. মহাভারতে দুর্যোধনের স্ত্রী
গ. মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
ঘ. রামায়ণে লক্ষণের প্রণয়প্রার্থীনারী
উত্তরঃ গ

১০০৫) আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল?
ক. ষোড়শ শতাব্দী
খ. সপ্তদশ শতক
গ. পঞ্চদশ শতক
ঘ. অষ্টাদশ শতক
উত্তরঃ খ

১০০৬) শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
ক. ভাবরস
খ. মধুর রস
গ. প্রেমরস
ঘ. লীলারস
উত্তরঃ গ

১০০৭) ‘ইউসুফ জুলেখা’ কি জাতীয় রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. রোমান্টিক প্রণয়কাব্য
ঘ. রম্যরচনা
উত্তরঃ গ

১০০৮) 'মধুমালতী' কাব্যের রচয়িতা-
ক. আলাওল
খ. ফকির গরীবুল্লাহ
গ. বাহরাম খান
ঘ. মুহম্মদ কবীর
উত্তরঃ ঘ।

১০০৯) মঙ্গলকাব্য কোন যুগের রচনা?
ক. আদিযুগের
খ. মধ্যযুগের
গ. অন্তমধ্যযুগের
ঘ. আধুনিক যুগের
উত্তরঃ খ

১০১০) কোন উক্তিটি ঠিক?
ক. বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলার এক প্রকারকাহিনী কাব্য
খ. বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মের যৌক্তিক ব্যাখ্যা
গ. বৈষ্ণব পদাবলী পদ্যে রচিত চৈতন্যদেবের জীবনী বিশেষ
ঘ. বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান
উত্তরঃ ঘ

১০১১) চন্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ঘনারাম
গ. মানিক দত্ত
ঘ. হরিদত্ত
উত্তরঃ গ

১০১২) কবীন্দ্র পরমেশ্বর অনূদিত মহাভারতের নাম কি?
ক. মহাভারত
খ. কবীন্দ্র মহাভারত
গ. পরাগলী মহাভারত
ঘ. পরমেশ্বরী মহাভারত
উত্তরঃ গ

১০১৩) মালাধর বসুকে 'গুণরাজ খান' উপাধি প্রদান করেন কে?
ক. নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
খ. শামসুদ্দীন ইউসুফ শাহ
গ. চন্দ্রসুধর্ম
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ খ

১০১৪) নিচের কোনটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চরিত্র নয়?
ক. রাধা
খ. কৃষ্ণ
গ. বড়াই
ঘ. ঈশ্বরী পাটনী
উত্তরঃ ঘ

১০১৫) ছুটিখানী মহাভারতের রচয়িতা কে?
ক. শ্রীকর নন্দী
খ. সঞ্জয়
গ. কাশীরাম দাস
ঘ. কৃত্তিবাস
উত্তরঃ ক

১০১৬) ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরি’- এর রচয়িতা কে?
ক. Firdausi
খ. Ghalib
গ. Abul Fazal
ঘ. None of the above
উত্তরঃ গ

১০১৭) চৈতন্যদেব আদর করে কার নাম দেন'কবিকর্ণপুর'?
ক. কবি লোচন দাসের
খ. গোবিন্দ দাসের
গ. দামোদরের
ঘ. মুরারিগুপ্তের
উত্তরঃ ঘ

১০১৮) 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের ১৩টি খন্ডের মধ্যে একমাত্র কোন খন্ডের শেষে 'খণ্ড' শব্দ যোগ করা হয়নি?
ক. প্রথম
খ. সপ্তম
গ. একাদশ
ঘ. ত্রয়োদশ
উত্তরঃ ঘ

১০১৯) বরিশালের কবি বিজয়গুপ্ত সুলতান হোসেন শাহের আমলে কোন গ্রন্থ রচনা করে খ্যাতি লাভ করেন?
ক. জঙ্গনামা
খ. বিদ্যাসুন্দর
গ. পদ্মপুরাণ
ঘ. শ্রীরামপাঞ্চালী
উত্তরঃ গ

১০২০) অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা-
ক. ভারতচন্দ্র
খ. মুকুন্দরাম
গ. রামপ্রসাদ সেন
ঘ. ময়ূর ভট্ট
উত্তরঃ ক

১০২১) বাংলা টপ্পা গানের জনক কে?
ক. নিতাই বৈরাগী
খ. রামনিধি গুপ্ত
গ. এন্টনি ফিরিঙ্গি
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ খ

১০২২) ‘ময়মনসিংহ গীতিকা’ সংগ্রহ করেন-
ক. দক্ষিণারঞ্জন মিত্র
খ. অচিন্ত্যকুমার সেন গুপ্ত
গ. চন্দ্রকুমার দে
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

১০২৩) কোন দুটি ধর্মের মিশ্রণে নাথ ধর্মের উৎপত্তি?
ক. হিন্দুধর্ম ও শৈবধর্ম
খ. বৌদ্ধধর্ম ও শৈবধর্ম
গ. হিন্দুধর্ম ও বৌদ্ধধর্ম
ঘ. ব্রাক্ষধর্ম ও বৌদ্ধধর্ম
উত্তরঃ খ

১০২৪) বাংলা সাহিত্যে 'রোসাং' বা 'রোসাঙ্গ' বলা হয়েছে কাকে?
ক. মধ্যযুগের মুসলিম কবিদের
খ. আরাকানকে
গ. বৈষ্ণব কবিদের
ঘ. আরাকান রাজাকে
উত্তরঃ খ

১০২৫) ‘বটতলার পুঁথি’ বলতে কি বুঝায়?
ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিপিতে পাণ্ডুলিপি

খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য
গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
উত্তরঃ গ
®®®রমজান®®®

১০২৬) মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
ক. শ্রীচৈতন্যদেব
খ. শ্রীকৃষ্ণ
গ. আদিনাথ
ঘ. মনোহর দাশ
উত্তরঃ ক

১০২৭) দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে 'সতীময়না ও লোরচন্দ্রানী'
(প্রথম অংশ) রচনা করেন?
ক. ফারসি কবি জামীর 'লাইলী মজনু'
খ. হিন্দি কবি পচ্চিসীর 'বৈতাল পঞ্চবিংশতি'
গ. হিন্দি কবি সাধনের 'মৈনাসত'
ঘ. উর্দু কবি আল্লামা ইকবালের 'শিকওয়াহ'
উত্তরঃ গ

১০২৮) লোকসাহিত্য কাকে বলে?
ক. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
খ. লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
ঘ. গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
উত্তরঃ গ

১০২৯) 'পূর্ববঙ্গ গীতিকা'র' লোকপালাসমূহের সংগ্রাহক কে?
ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. চন্দ্রকুমার দে
ঘ. দীনেশচন্দ্র সেন
উত্তরঃ গ

১০৩০) মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন?
ক. কাজী দৌলত
খ. সৈয়দ সুলতান
গ. আবুদল হাকিম
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ গ

১০৩১) বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?
ক. আদিযুগের
খ. মধ্যযুগের
গ. অন্তমধ্যযুগের
ঘ. আধুনিক যুগের
উত্তরঃ খ

১০৩২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদিত হয়-
ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
খ. শ্রীরামপুর মিশন থেকে
গ. রামকৃষ্ণ মিশন থেকে
ঘ. জানা সম্ভব হয়নি
উত্তরঃ ক

১০৩৩) মর্সিয়া শব্দের অর্থ কি?
ক. শোক বা আহাজারি
খ. দুঃখ
গ. শোক কাব্য
ঘ. বেদনামিশ্রিত কাব্য
উত্তরঃ ক

১০৩৪) ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
ক. শাহ মুহম্মদ সগীর
খ. আলাওল
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. বাহরাম খান
উত্তরঃ খ

১০৩৫) কার পৃষ্ঠপোষকতায় কবি আলাওল 'পদ্মাবতী' কাব্য রচনা করেন?
ক. চন্দ্র সুধর্মা
খ. সমর সচিব আশরাফ খান
গ. শ্রী সুধর্মা
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ ঘ

১০৩৬)‘'পদ্মাবতী' কাব্য কোন কাহিনী অবলম্বনে লেখা?
ক. লঙ্কার
খ. চিতোরের রানীর
গ. চন্দ্রাবতীর
ঘ. রাধাকৃষ্ণের
উত্তরঃ খ

১০৩৭) ধর্মামঙ্গল কাব্যধারা অষ্টদাশ শতকের শ্রেষ্ঠ কার কে?
ক. ঘনরাম চক্রবর্তী
খ. নিরঞ্জন মন্ডল
গ. শ্যামপন্ডিত
ঘ. রাজা রামদাস
উত্তরঃ ক


১০৩৮) 'বৃন্দাবনের ষড় গোস্বামী' কি?
ক. হিন্দু তীর্থক্ষেত্র
খ. তীর্থ ঠাকুর
গ. শ্রী চৈতন্যের বৃন্দাবিনী নাম
ঘ. বৃন্দাবনে চৈতন্যের ছয় শিষ্য
উত্তরঃ ঘ

১০৩৯) নিমাই কার বাল্যকালের নাম?
ক. জয়দেব
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. দীনবন্ধু
ঘ. শ্রী চৈতন্যদেব
উত্তরঃ ঘ

১০৪০) আলাওলের তৃতীয় রচনা কোনটি?
ক. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
খ. সপ্তপয়কর
গ. সতীময়নার শেষ অংশ
ঘ. তোহফা
উত্তরঃ গ।

১০৪১) কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান?
ক. পদ্মাবতী
খ. বিদ্যাসুন্দর
গ. জয়চন্দ্র চন্দ্রাবতী
ঘ. পদ্মিনী উপাখ্যান
উত্তরঃ গ

১০৪২) হিন্দি কবি মনঝন রচিত ‘মধুমারত’ অবলম্বনে মধুমালতী কাব্য রচনা করেন কে?
ক. আলাওল
খ. মুহম্মদ কবীর
গ. মাগন ঠাকুর
ঘ. কাজী দৌলত
উত্তরঃ খ

১০৪৩) মৈমনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনূদিত হয়েছে?
ক. ১৩টি
খ. ১৮টি
গ. ২৩টি
ঘ. ২৬টি
উত্তরঃ গ

১০৪৪) কৃষ্ণদাস কবিরাজের লেখা গ্রন্থের নাম কি?
ক. চৈতন্যমঙ্গল
খ. শ্রীচৈতন্য কড়চা
গ. শ্রী চৈতন্য চরিতামৃত
ঘ. গৌরক্ষ বিজয়
উত্তরঃ গ

১০৪৫) মনসামঙ্গলের কাহিনী নেয়া-
ক. রামায়ণ থেকে
খ. মহাভারত থেকে
গ. অন্য কোনো পুরাণ থেকে
ঘ. এটি একটি স্বতন্ত্র লৌকিক কাহিনী
উত্তরঃ ঘ

১০৪৬) পুঁথি সাহিত্যের বিকাশ সাধিত হয় কোন শতকে?
ক. অষ্টাদশ শতকে
খ. সপ্তদশ শতকে
গ. নবম শতকে
ঘ. উনিশ শতকে
উত্তরঃ ক

১০৪৭) লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক. আলাওল
খ. কোরেশী মাগন
গ. দৌলত কাজী
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ গ

১০৪৮) ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান?
ক. ভাওয়াইয়া
খ. জারি
গ. ঝুমুর গান
ঘ. জাগ গান।
উত্তরঃ খ।

১০৪৯) কোন কবি অদ্ভুতাচার্য হিসেবে পরিচিত?
ক. কৃত্তিবাস
খ. নিত্যানন্দ আচার্য
গ. চন্দ্রাবতী
ঘ. কাশীরাম দাস
উত্তরঃ খ

১০৫০) আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন-
ক. আলাওল
খ. কোরেশী মাগন ঠাকুর
গ. শেখ মর্দন
ঘ. দৌলত কাজী
উত্তরঃ ক





(কোন ভুল লক্ষ্য করলে কমেন্টে বলবেন)
share
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্ততি ও সাজেশন
Facebook Group · 48,836 members
Join Group
বাংলাদেশের চাকুরির সকল আপডেট সবার আগে পেতে আমাদের গ্রুপে জয়েন করুন। .

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close