Breaking

Saturday, October 13, 2018

National University 2nd merit result and Migration update information 2018

২য় মেরিটের ও মাইগ্রেশনের

রেজাল্টের জন্য অপেক্ষারত
শিক্ষার্থীরা...
আপনাদের রেজাল্ট অতি সন্নিকটে। তাই ফেসবুকের বিভিন্ন
গ্রুপে অযথা পোস্ট না করে ধৈর্য ধরুন,
রেজাল্ট দেওয়া মাত্র গ্রুপে জানানো
হবে।

©অনেকে প্রশ্ন করেন, ১ম মেরিটে কি
১০০% সিট এর রেজাল্ট দেয়?
আপনি যে কলেজে আবেদন করছেন
সেসব কলেজে যদি তুমুল প্রতিযোগিতা
হয়।
অথ্যাৎ ৩০০০ সিটের বিপরতে যদি ১৫০০০
জনের আবেদন পড়ে তাহলে অবশ্যই ১০০%
সিট ১ম মেরিটে পূরন হয়ে যায় কোটার
সিট বাদে।
অনেক কলেজ আছে যেগুলোর সিট
সংখ্যা পর্যাপ্ত আছে কিন্তু আবেদন
প্রাথী কম।
সেসব কলেজে আবেদনকৃত সমস্ত
শিক্ষার্থী চান্স পাবে তার যত কম পয়েন্ট
থাকুক না কেন।
আর এসব কলেজে যত সিট ফাকা আছে তা
পরবর্তীতে রিলিজ স্লিপে এ এপ্লাই এর
মাধ্যমে ফিলাপ হয়ে যায়।
অতএব বলা যায়, সিট ফাকা আছে কিনা
এটা নির্ভর করে আপনি কোন কলেজ
চয়েস দিছেন তার উপর।
যদি কলেজ কে গুরুত্ব না দিয়ে
সাব্জেক্টের উপর গুরুত্ব দিতেন তাহলে
অবশ্যই আপনার ১ম মেরিটে স্থান হতো।
©২য় মেরিটে চান্স পাওয়ার সম্ভাবনা কত?
এটা নির্ভর করবে আসন খালি থাকে
সাপেক্ষে।
যারা চান্স পাননি সেসব কলেজ অবশ্যই
১০০% পরিপূর্ণ।
আসন খালি থাকা সাপেক্ষে চান্স হবে।
©আসন খালি থাকবে কিভাবে?
অনেক শিক্ষার্থীরা ১ম মেরিটে চান্স
পাইলেও ভর্তি হবে না তাদের সিট দখল
করবেন ২য় মেরিটের শিক্ষার্থীরা।
আপনারদের জন্য তারা সুবর্ণ সুযোগ করে
দেবে।

©এই আশায় বসে থাকলে আমার তো ২য়
মেরিটেও চান্স হবে না?
জি হুম খুব সল্প সংখ্যক শিক্ষার্থী ২য়
মেরিটে চান্স পাবেন। যারা পাবেন
তারা ১ম মেধাতালিকায় চান্সপ্রাপ্ত
শিক্ষার্থীর ফলে পাবেন। সেই পারে
আপনাকে সুযোগ টা দিতে।
© তাহলে আমি এখন কি করব?
আপনি আবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে
যেকোন কলেজে চান্স পাবেন। ভাগ্য
ভাল হইলে উক্ত কলেজেই চান্স পাইতে
পারেন এই সুযোগ তৈরী করবে ২য়
মেধাতালিকায় চান্সপ্রাপ্ত
ছাত্রছাত্রীরা।
এখনো ১ লাখ এর অধিক সিট ফাকা আছে
আপনি যদি কলেজকে বিবেচনায় না এনে
সাব্জেক্টের উপর গুরুত্ব দেন অবশ্যই
আপনার চান্স হবে যেকোন কলেজে।
অতএব সিধান্ত আপনার, অন্যের বুদ্ধি না
নিয়ে নিজের মন যেটা বলে সেটা করুন।
পরিশেষে শুভ কামনা সবাইকে।
 National University 2nd merit result and Migration update information 2018

nu admissiion 2nd merit list
National University 2nd merit result and Migration update information 2018


এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোন তথ্য জানতে কমেন্ট করুন
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close