Breaking

Sunday, November 4, 2018

বিগত BCS এ আসা 230টি সাধারণ জ্ঞানের প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলি

বাংলাদেশ বিষয়াবলি
প্রতিদিন ২০ টা করে প্রশ্ন ও উত্তর সহ দেওয়া হলো।
পর্ব:: ২

21.বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি
প্রধানভাবে আছে?
ⓐ বাংলার প্রকৃতির কথা★★★
ⓑ বাংলার মানুষের কথা
ⓒ বাংলা ইতিহাসের কথা
ⓓ বাংলা সংস্কৃতির কথা
22.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ⓐ কামরুল হাসান★★★
ⓑ জয়নুল আবেদীন
ⓒ হাশেম খান
ⓓ হামিদুর রহমান
23.কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা
সরকারীভাবে গৃহীত হয়?
ⓐ ১৭ই জানুয়ারি, ১৯৭২★★★
ⓑ ১৬ডিসেম্বর, ১৯৭১
ⓒ ২৬শে মার্চ, ১৯৭১
ⓓ ১৭ই এপ্রিল, ১৯৭১
24.শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ⓐ বিয়াম
ⓑ নায়েম★★★
ⓒ টিটিসি
ⓓ ইউজিসি
25.উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম
ভাইস চ্যান্সেলর-
ⓐ ড. রমেশচন্দ্র মজুমদার
ⓑ ড.মাহমুদ হাসান
ⓒ সৈয়দ মোয়াজ্জেম হাসান
ⓓ স্যার এ এফ রহমান★★★
26.রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
ⓐ ১৯৫২সালে
ⓑ ১৯৫৩সালে★★★
ⓒ ১৯৬৭সালে
ⓓ ১৯৬৮সালে
27.কৃষি বিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
ⓐ ড. এস ডি চৌধুরী
ⓑ ড. কাজী ফজলুর রহিম
ⓒ ড.ওসমান গণি★★★
ⓓ অধ্যাপক মোসলেহ উদ্দিন
28. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা-
ⓐ রাজশাহী
ⓑ দিনাজপুর
ⓒ খুলনা
ⓓ চট্টগ্রাম★★★
29.বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
ⓐ ময়নামতি
ⓑ পাহাড়পুর
ⓒ মহাস্থানগড়★★★
ⓓ সোনারগাঁ
30.বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল গোষ্ঠীর
অন্তর্ভূক্ত?
ⓐ দ্রাবিড়
ⓑ নেগ্রিট
ⓒ ভোটচীন
ⓓ অস্ট্রিক★★★
31.প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত?
ⓐ ময়নামতি
ⓑ বিক্রমপুর
ⓒ মহাস্থানগড়★★★
ⓓ পাহাড়পুর
32.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
ⓐ পুন্ড্র★★★
ⓑ তাম্রলিপ্ত
ⓒ গৌড়
ⓓ হরিকেল
33.বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন
জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ⓐ সমতট
ⓑ পুন্ড্র
ⓒ বঙ্গ★★★
ⓓ হরিকেল
34.পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
ⓐ রামপাল
ⓑ ধর্মপাল★★★
ⓒ চন্দ্রপাল
ⓓ আদিশূর
35.রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের
কিছু অংশ নিয়ে গঠিত-
ⓐ সমভূমি
ⓑ বরেন্দ্রভূমি★★★
ⓒ উত্তরবঙ্গ
ⓓ মহাস্থানগড়

36.প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন
জেলায় অবস্থিত?
ⓐ কুষ্টিয়া
ⓑ বগুড়া
ⓒ কুমিল্লা
ⓓ চাঁপাইনবাবগঞ্জ★★★
37.বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
ⓐ আলী মর্দান খিলজি
ⓑ তুঘরিল খান
ⓒ সামছুদ্দিন ফিরোজ
ⓓ বখতিয়ার খিলজি★★★
38.বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
ⓐ ১২১২
ⓑ ১২০০
ⓒ ১২০৪★★★
ⓓ ১২১১
39.নিচে মরক্কোর কোন পর্যটক সোনারগাঁও
এসেছিলেন?
ⓐ ফা-হিয়েন
ⓑ ইবনে বতুতা★★★
ⓒ মার্কো পোলো
ⓓ হিউয়েন সাং
40.সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী?
ⓐ সোনারগাঁও
ⓑ জাহাঙ্গীরনগর
ⓒ ঢাকা
ⓓ গৌড়★★★

বিগত BCS এ আসা 230টি সাধারণ জ্ঞানের প্রশ্ন  বাংলাদেশ বিষয়াবলি
বিগত BCS এ আসা 230টি সাধারণ জ্ঞানের প্রশ্ন  বাংলাদেশ বিষয়াবলি

পোস্টটি চোখের সামনে রাখতে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।
পরবতী পোস্ট পেতে কমেন্ট করুন 
অথবা আমাকে ফেসবুকে ফলো করুন
আমার আইডি লিংকঃ S.r Shohan
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close