Breaking

Monday, November 12, 2018

প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ৪০টি বিভ্রান্তিকর প্রশ্ন ও উত্তর শেয়ার করে রাখুন

৪০ টি বিভ্রান্তিকর প্রশ্নোত্তর একসাথে দিলাম।

-ICJ-আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক কতজন? -১৫ জন(জাতিসংঘের প্রতিষ্ঠান)

-ICC-আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক-১৮ জন(স্বাধীন প্রতিষ্ঠান)
- জাতিসংঘের নামকরণ করেন- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট
-জাতিপুঞ্জের প্রস্তাবক- উড্রো উইলসন
-জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য ছিল না- যুক্তরাষ্ট্র
-জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ- লন্ডন ঘোষণা
- জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি- আটলান্টিক সনদ
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- জাপানের টোকিওতে
- জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়- কোস্টারিকাতে
- জাতিসংঘ মূল সনদের লেখক- আর্কিবেন্ড ম্যাকলিস
- বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে- একবার(১৯৮৬)
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা/ স্বস্তি পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে দুইবার(মার্চ-২০০০, জুন-২০০১)
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- দুইবার(১৯৭৯-৮০, ২০০০-২০০১)
- জাতিসংঘের প্রথম অধিবেশন হয়- লণ্ডনের ওয়েস্টমিনিস্টার হলে
- জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেষন হয়- নিউইয়র্কের ম্যানহাটনে, আটলান্টিক তীরবর্তী)
- স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান এবং কসোভো
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ- ভ্যাটিকান এবং ফিলিস্তিন
-বিগ থ্রি বলা হয়- উইনস্টন চার্চিল, রুজভেল্ট, স্ট্যালিন এই তিন নেতাকে
- land of lord বলা হয়- ফিলিস্তিনকে
- Father of Apple tree- বলা হয়- কাজাকিস্তানকে
- গ্যাস উত্তোলনের জন্য সমগ্র বাংলাদেশকে ২৩ টি ব্লকে এবং সমুদ্র এলাকাকে ২৬ টি ব্লকে ভাগ করা হয়েছে
- আদমশুমারী হয়- পরীকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিবিএস(বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) কর্তৃক

- বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা -২৭ টি
- জেনারেল নিয়াজি আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেন- মার্কিন দূতাবাসে
- কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজক দল- ফোবানা
- কনসার্ট ফর বাংলাদেশ এর ব্যান্ড দল- বিটলস
- মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন- আলেক্সাই কোসিগিন, আমেরিকার প্রেসিডেন্ট- রিচার্ড নিক্সন
- মুজিবনগর সরকারের সদস্য ছিলেন- ৬ জন
- মুজিবনরে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়-১০ এপ্রিল ১৯৭১
- মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয়-১০ এপ্রিল ১৯৭১
- বাংলাদেশকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়- ১৭ এপ্রিল, ১৯৭১
- অস্থায়ী সরকারের শপথবাক্য পাঠ করান- অধ্যাপক ইউসুফ আলী
- মুক্তি ফৌজ গঠন হয়-৪ এপ্রিল, ১৯৭১
- মুক্তিফৌজকে মুক্তিবাহিনী নামকরণ করা হয়-১৯৭১ সালের ১১ এপ্রিল
- ভাষা শহীদদের স্বরণে নির্মিত ভাষ্কর্য- মোদের গরব
- তমদ্দুম মজলিশ গঠিত হয়-২ সেপ্টেম্বর, ১৯৪৭ (ভাষা আন্দোলনের প্রথম সংগঠন)
- গনপরিষদের প্রথম স্পিকার- আব্দুল হামিদ
- গনপরিষদের প্রথম ডেপুটি স্পিকার- মোহাম্মদ উল্লাহ
-জাতীয় পরিষদের প্রথম স্পিকার- মো উল্লাহ
- বীরশ্রেষ্ঠদের প্রথম ও শেষ শহীদ যথাক্রমে মুন্সী আব্দুর রউফ এবং ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ৪০টি বিভ্রান্তিকর প্রশ্ন
প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ৪০টি বিভ্রান্তিকর প্রশ্ন
 শেয়ার করে রাখুন পরবর্তী সময়ে পড়তে পারবেন
নিচেই কমেন্ট অপশন আছে
কমেন্ট করতে ভুলবেন না

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close