Breaking

Thursday, December 13, 2018

আন্তর্জাতিক বিষয়াবলীতে ৩৯ , ৩৮, ৩৭, ৩৬ , ৩৫ এর প্রশ্নোত্তর সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ


৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি : চলুন দেখে রাখি।
৩৯তম বিসিএস প্রিলি :
১।ট্রাম্প কিম বৈঠক সিঙ্গাপুরের কোথায় হয়?
=সান্তোসা দ্বীপে
২।ন্যাটোর সর্বশেষ সদস্য- মন্টিনিগ্রো ( ন্যাটো এর বর্তমান সদস্য দেশ – ২৯ টি)
৩।রাজনীতিতে জিরোসাম গেম কোন ভাবের সাথে যুক্ত- গঠনবাদ
৪।মায়া সভ্যতা বিরাজমান ছিল- মধ্য আমেরিকার
৫।৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মাদের রাজনৈতিক জোটের নাম- পাকাতান হারাতান
৬।কোন বিখ্যাত বিদেশী ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন?- নিউজ উইক্স
৭।আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবকাল- প্রাচীন গ্রীস সময়কাল
৮।১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য ছিল- ৫১
৯।National League for Democracy- মিয়ানমার
১০।মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠে- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
১১।Cozy Bear কি- একটি হ্যাকার গ্রুপ
১২।সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়- বাগদাদ (বর্তমানে ভিয়েনা)
১৩।যুক্তরাষ্ট্রে রপ্তানী বাণিজ্যে বৃহত্তম বাজার-চীন
১৪।সম্প্রতি কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই- কুয়েত
১৫।বাইজেনটাইন সাম্রাজের রাজধানী কোথায় ছিল-কন্সটান্টিনোপল
১৭।২০১৮ সালে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণা স্বাক্ষর প্রদানে বিরত ছিল কোন দেশ?- যুক্তরাষ্ট্র
১৮।কোন সালে হিটলার জার্মানের চ্যান্সেলর নিযুক্ত হয়-১৯৩৩ সালে

১৯।বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস (Washington Consensus) কোন বিষয়ের সাথে জড়িত? -নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
২০।জাতিসংঘের ‘Champion of the Earth’ পদক প্রাপ্ত হলে- শেখ হাসিনা
২১।ফকেটিং (Folketing) কোন দেশের আইনসভা -ডেনমার্ক (Denmark)
।।।।
৩৮তম বিসিএস প্রিলি
১। ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তরঃ কাতার
২. ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা কতটি ?
উত্তরঃ ৩ টি
৩. নৈরাজ্য তত্ত্বের মূল উপাদান কোনটি?
উত্তরঃ মার্কসবাদ
৪. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস. ডি. আই) এর জনপ্রিয় নাম কি ছিল?
উত্তরঃ তারকা যুদ্ধ
৫. ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
উত্তরঃ ১৯৬ জাতি
১০৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? উত্তরঃ ১৯৮২ সালে
৭. গুয়ার্ম এর গভর্ণরের নাম কি?
উত্তরঃ এ্যডি ক্যালভো
৮. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছে কে?
উত্তরঃ ভি. আই. লেনিন
৯. দুই বা ততোধিক প্রতিদ্বন্দী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়?
উত্তরঃ বাফার রাষ্ট্র
১০. পিং পং এর অর্থ কি?
উত্তরঃ টেবিল টেনিস
১১. বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে কোন দেশ?
উত্তরঃ চীন
১২. কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
উত্তরঃ ASEAN
১৩. সার্কের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কাঠমান্ডু
১৪. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত করে?
উত্তরঃ UNO
১৫. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল যুক্ত ?
উত্তরঃ মানবাধিকার সংরক্ষণ
১৬. UNHCR এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ জেনেভা
১৭. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
উত্তরঃ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
১৮. “Imperialism, the Highest Stage of Capitalism” বইটি কার লেখা?
উত্তরঃ ভি আই লেনিন (Vladimir Lenin)
১৯. প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কবে?
উত্তরঃ গ্রীক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
২০. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
উত্তরঃ মন্ট্রিল প্রটোকল
//
৩৭তম বিসিএস প্রিলি আন্তর্জাতিক
১। IMF এর সদর দপ্তর অবস্থিত
- ওয়াশিংটন ডিসিতে।
২। জাতিসংঘের স্থায়ী সদস্য
- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,চীন, রাশিয়া ও ফ্রান্স।
-
৭ । সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত
- প্রশান্ত মহাসাগরে।
৯। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড
- ভারত ও নেপাল।
১০ । চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী
- উইঘুর।
-
১৩। BRICS এর সদর দপ্তর
– সদর দপ্তর নেই
১৪। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়
– ব্রাজিলের রিওডিজেনেরিওতে।
১৫। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
= আই এফসি
১৬। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
= NATO
১৭ । গ্রীন পিস যাত্রা শুরু করে-
= ১৯৭১
১৮ । সম্প্রতি ভারত গুগল কে নিচের যে গ্রোগ্রামের জন্য ছভি তোলা থেকে বিরত রাখে
= স্ট্রিট ভিউ
১৯ । World Developmen Report প্রকাশ করে কে ?
= World Bank
২০ । সামন্তবাদ ইউরোপীয় কোন মহাদেশে সূত্রপাত হয় ?
= ইতালি
২১। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে ?
= ২৫%
২২। ইরানের সঙ্গে পারমানবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় কবে ?
= ১৪ জুলাই , ২০১৫
২৩। Law of the Sea Convention অনুযায়ী উপকূল থেকে যত দুরত্ব পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে গণ্য
= ২০০ নটিক্যাল মাইল
২৪। Black Lives Matter
= বর্ণবাদ বিরোধী আন্দোলন
২৫ মাথাপিছু গ্রিন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে দায়ী দেশ কোনটি ?
= যুক্তরাষ্ট্র
২৬ ।SDR সুবিধা প্রবর্তনের জন্য যত সালে IMF এর গঠনতত্র সংশোধন করা হয়
= 1969
//
৩৬তম বিসিএস প্রিলি
১। সুয়েজ খাল কোন বছর চালু হয়?

উঃ ১৮৬৯ সালে।-
২। International Mother Earth day কবে?
উঃ ২২ এপ্রিল।-
৩। ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ৪টি।-
৪। লাওসের (Laos) সরকারি নাম কি?
উঃ Loas People's Democratic Republic.-
৫। কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত?
উঃ চীন।-
৬। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষপদটি কী?
উঃ প্রশাসক।
৭।IAEA– এর সদর দফতর কোথায়?
উত্তর : ভিয়েনা।
৮। সার্ক প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৮৫।
৯. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫।
১০. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
উত্তর : সিরিয়া।
১১. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর : আলবেনিয়া।
১২. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘Green Climate Fund’ বিশ্বের দরিদ্র দেশগুলোর
জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
উত্তর : ১০০ বিলিয়ন ডলার।
১৩.কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালের ‘শান্তি ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের
মাধ্যমে পেশ করা হয়?
উত্তর : কোরিয়া সংকট।
১৪। আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয় ?
= ১৯৪৫
১৫. প্রেসিডেন্ট উইন্ড উইলসনের ১৪ পয়েন্টের কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের
সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর : ১8 নম্বর।
১৬ . যুক্তরাষ্ট্র কবে একক ভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে
প্রত্যাহার করে?
উত্তর : জুন ২০০২
১৭ । রেড ক্রস এর সদর দপ্তর কোথায় ?
= জেনেভা
১৮ । ইয়ল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল
= জাতিসংঘ প্রতিষ্ঠা
১৯ । এমডিজির অন্যতম লক্ষ্য
= ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
২০ । ন্যাম এর সদস্য সংখ্যা কত ?
= ১২০
//
৩৫তম
১। নেপালের সর্বশেষ রাজা ছিলেন
- রাজা জ্ঞানেন্দ্র*
২. বেলফোর ঘোষণা
- ইহুদের জন্য একটি জাতি রাষ্ট্র ঘোষণা*
৩। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর
= ইউকোসুক
৪.ডমিনো তত্ত্বটি - দক্ষিণ- পূর্ব এশিয়া জন্য প্রযোজ্য*
ব্যাখ্যা : পঞ্চাশের দশকে ইন্দোচীনে যখন সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্রে ক্ষমতাসীন হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র এই 'ডমিনো তত্ত্ব'র কথা প্রচার করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপ। ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।ইন্দোচীনে দক্ষিণ- পূর্ব এশিয়ার অন্তর্গত।
৫। গ্লাসনস্ত নীতি কোথায় চালু ছিল
=সোভিয়েত।*
৬। মোদির শপথ অনুষ্ঠানে 1 জন উপস্থিত ছিল মারিসাসের সরকার প্রধান।*
৭। শান্তির সংবিধান জাপান।*
৮। গ্লোবাল টেরোরিজম ইনডেক্স২০১৬ অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ দেশ
- ইরাক
৯। জলবায়ু পরিবর্তনে হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশ সমুদ্রের গভীরে মন্ত্রিসভাার বৈঠক করেছে?
= মালদ্বীপ*
১০। দ্বিতীয় বিশ্বযুদ্বের পর পূর্ব- পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল
= কমেকন
১১. ব্রিকস এর সর্বশেষ শীর্ষ সম্মেলন - ব্রিকসের সর্বশেষ তথা ৯ম সম্মেলন হয় ২০১৭ সালে জিয়ামেন চীনে। ১০ম সম্মেলন হবে দক্ষিণ অাফ্রিকায়।*
১২. উইঘুর হলো (ঘ) চীনের একটি সম্প্রদায়... *
১৩। ১৯৮২ সালের সমুদ্র আইন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে
=350 নটিক্যাল মাইল
১৪. মংডু কোন কোন দেশের সীমান্ত এলাকা
-ক বাংলাদেশ ও মায়ানমরের সীমান্ত এলাকা*
১৫. কার্টাগেনা প্রোটোকল হচ্ছে
- জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি*
১৬. মন্ট্রিল প্রোটোকল সংশোধন হয়
- ৮ বার
১৭ the art of war বইটির লেখক কে?
- সন জু*
১৮ নিউ সিল্ক রোড এর প্রস্তাবক কে ?
- চীন *
বিশ্ব প্রাণি দিবস কবে ?
- 4 অক্টোবর *
২০. WIPO এর সদর দপ্তর - জেনেভা



বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close