Breaking

Sunday, December 9, 2018

বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর" প্রতিদিন ৫০টি করে রিভাইস দিতে সাথে থাকুন. পর্ব_৫২(৫০টি)

আধুনিক যুগ থেকে পর্ব_৫২(৫০টি)

২৫৫২) ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এটি কী ধরনের রচনা?

ক. উপন্যাস
খ. নাটক
গ. গল্পগ্রন্থ
ঘ. কাব্যগ্রন্থ
উত্তরঃ ঘ

২৫৫৩) "খোলাচিঠি" কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জাহানারা আরজু
খ. রজনীকান্ত সেন
গ. সমর সেন
ঘ. মোহাম্মদ মাহফুজ উল্লাহ
উত্তরঃ গ

২৫৫৪) 'ক্রন্দসী' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ

২৫৫৫) ‘এষা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. অক্ষয়কুমার বড়াল
খ. দেবেন্দ্রনাথ সেন
গ. গোবিন্দচন্দ্র সেন
ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
উত্তরঃ ক

২৫৫৬) ‘সনেট সঞ্চায়ন’, ‘সনেট শতক’, ‘সনেট মালা’- কাব্যত্রয়ের রচয়িতা কে?
ক. প্রেমেন্দ্র মিত্র
খ. সুফী মোতাহার হোসেন
গ. গোলাম মোস্তফা
ঘ. আব্দুল কাদির
উত্তরঃ খ

২৫৫৭) "ফেরারী ফৌজ" কাব্যগ্রন্থটির লেখক কে?
ক. জাহানারা ইমাম
খ. আহমদ রফিক
গ. আ. ন. ম. বজলুর রশিদ
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ ঘ

২৫৫৮) ‘প্রেম ও ফুল, কস্তুরী, ফুলরেণু’ প্রভৃতি কাব্য কে রচনা করেন?
ক. মোজাম্মেল হক
খ. কামিনী রায়
গ. গোবিন্দচন্দ্র দাস
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ

২৫৫৯) 'পুষ্পিত ইমেজ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ গ

২৫৬০) সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী?
ক. আকাল
খ. ছাড়পত্র
গ. হরতাল
ঘ. অভিযান
উত্তরঃ ক

২৫৬১) বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি?
ক. বন্ধবিয়োগ
খ. বঙ্গ সুন্দরী
গ. সারদা মঙ্গল
ঘ. সাধের আসন
উত্তরঃ গ

২৫৬২) ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ কাব্যটি কে লিখেছেন?
ক. বিষ্ণু দে
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. অমিয় চক্রবর্তী
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক

২৫৬৩) 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্য গ্রন্থের রচয়িতা---
ক. ভারতচন্দ্র রায়
খ. আলাওল
গ. মাযহারুল ইসমাল
ঘ. আলাউদ্দীন আল আযাদ
উত্তরঃ গ

২৫৬৪) 'বন্দির বন্দনা' গ্রন্থটির প্রকৃতি কি?
ক. উপন্যাস
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. কাব্য
উত্তরঃ ঘ

২৫৬৫) বাংলা সাহিত্যে আধুনিক কবিদের আদর্শ--
ক. শেক্সপিয়ার
খ. টি. এস. এলিয়ট

গ. রামরাম বসু
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ

২৫৬৬) কোনটি বন্দে আলী মিয়ার কাব্য?
ক. অনলপ্রবাহ
খ. অরণ্য গোধূলি
গ. জন্মই আমার আজন্ম পাপ
ঘ. সূর্য করোজ্জ্বল বনভূমি
উত্তরঃ খ

২৫৬৭) ‘দশমী’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. সমর সেন
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ খ

২৫৬৮) রবীন্দ্রনাথ যে কাব্যের নামকরণ করে যেতে পারেননি--
ক. শেষের কবিতা
খ. শেষ লেখা
গ. ঘরে বাইরে
ঘ. ডাকঘর
উত্তরঃ খ

২৫৬৯) ‘ময়নামতীর চর’ কাব্যটির রচয়িতা কে?
ক. যতীন্দ্রমোহন বাগচী
খ. হুমায়ুন কবীর
গ. রওশন ইজদানী
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ ঘ

২৫৭০) বাংলা কাব্যে সর্ব প্রথম কে প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহিতলাল মজুমদার
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
উত্তরঃ ক

২৫৭১) ‘আমি ভালো আছি তুমি’- কাব্যটি কে রচনা করেছেন?
ক. শামসুর রহমান
খ. শহীদ কাদরী
গ. আল-মাহমুদ
ঘ. দাউদ হায়দার
উত্তরঃ ঘ

২৫৭২) ‘চিন্তা তরঙ্গিনী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিহারীলাল
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ গ

২৫৭৩) ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
ক. আহসান হাবীব
খ. শামসুর রহমান
গ. অমিয় চক্রবর্তী
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ গ

২৫৭৪) ‘জন্মই আমার আজন্ম পাপ’ ও ‘নারকীয় ভুবনের কবিতা’ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. হুমায়ুন আজাদ
খ. মহাদেব সাহা
গ. আহমদ রফিক
ঘ. দাউদ হায়দার
উত্তরঃ ঘ

২৫৭৫) কোন দুজন বাংলা কাব্য প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন?
ক. কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম
গ. আব্দুল করিম সাহিত্য বিশারদ ও ঈশ্বরগুপ্ত
ঘ. মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ
উত্তরঃ খ
®রমজান®

২৫৭৬) 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কার লেখা?
ক. শামসুর রাহমান
খ. আল মাহমুদ
গ. আবুল ফজল
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ ঘ

২৫৭৭) উনিশ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে?
ক. সুরেন্দ্রনাথ মজুমদার
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. সত্যেন্দ্রনাথ
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক

২৫৭৮) ‘ময়নামতীর চর’ কোন ধরনের রচনা?
ক. নৃত্য কাব্য
খ. কথা সাহিত্য
গ. কাব্য
ঘ. আঞ্চলিক উপন্যাস
উত্তরঃ গ

২৫৭৯) ‘আবোল-তাবোল’ কার লেখা?
ক. উপন্দ্রকিশোর রায় চৌধুরী
খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ. সুকুমার রায়
ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ গ

২৫৮০) কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য নয়?
ক. কাসেম বধ
খ. প্রভাস
গ. পৃথ্বিরাজ
ঘ. তুর্কী বিজয়
উত্তরঃ ঘ

২৫৮১) কোনটি মহাকাব্য নয়-?
ক. ইলিয়াড
খ. গিলগামেশ
গ. ইনিড
ঘ. জুলিয়াস সিজার
উত্তরঃ ঘ

২৫৮২) মহাকাব্য কোনটি?
ক. মহাশ্মাশান
খ. বিষাদ সিন্ধু
গ. অনল প্রবাহ
ঘ. রিক্তের বেদন
উত্তরঃ ক

২৫৮৩) ইনিড কে লিখেছেন?
ক. হোমার
খ. ট্যাসো
গ. মিল্টন
ঘ. ভার্জিল
উত্তরঃ ঘ

২৫৮৪) শাহানামা কোন ভাষায় রচিত?
ক. উর্দু
খ. ফারসি
গ. ফরাসি
ঘ. আরবি
উত্তরঃ খ

২৫৮৫) মহাশ্মাশান মহাকাব্যের কবি কে?
ক. কায়কোবাদ
খ. ফররুখ
গ. মাইকেল মধুসূদন
ঘ. কবি কালিদাস
উত্তরঃ ক

২৫৮৬) অমিত্রাক্ষর ছন্দে রচিত বীররসের কাব্য--
ক. রৈবতক
খ. কুরুক্ষেত্র
গ. মেঘনাদবধ
ঘ. প্রভাস
উত্তরঃ গ
(প্রকৃতপক্ষে করুণ রসই প্রাধান্য)

২৫৮৭) ‘রামায়ণ’ রচয়িতার নাম কি?

ক. বাল্মিকী
খ. ভিয়াস
গ. চণ্ডীদাস
ঘ. এদের কেউ নন
উত্তরঃ ক

২৫৮৮) কায়কোবাদের ‘মহাশ্মাশান’ গ্রন্থটি কোন ধরনের রচনা?
ক. ইতিহাস
খ. গীতিকাব্য
গ. মহাকাব্য
ঘ. উপন্যাস
উত্তরঃ গ

২৫৮৯) মহাকাব্য রচয়িতা হিসাবে বিশেষ উল্লেখযোগ্য-
ক. মোজাম্মেল হক
খ. হামিদ আলী
গ. কায়কোবাদ
ঘ. যোগীন্দ্রনাথ বসু
উত্তরঃ গ

২৫৯০) কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল--
ক. পলাশীর যুদ্ধ
খ. তৃতীয় পানিপথের যুদ্ধ
গ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ. ছিয়াত্তরের মন্বন্তর
উত্তরঃ খ

২৫৯১) ‘বৈরতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’ এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবিনচন্দ্র সেন
গ. মধুসূদন দত্ত
ঘ. মোঃ কাজেম আল কোরেশী
উত্তরঃ খ

২৫৯২) কবি ফেরদৌসীর জন্মাস্থান কোথায়?
ক. ইরাক
খ. মিশর
গ. ইরান
ঘ. তুরস্ক
উত্তরঃ গ

২৫৯৩) ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
ক. মালিক জয়সী
খ. ফেরদৌসী
গ. সৈয়দ হামজা
ঘ. কাজী দৌলত উজির বাহরাম খাঁ
উত্তরঃ খ

২৫৯৪) বাংলা মহাকাব্যের রচনাপ্রাচুর্যের মূল কারণ--
ক. উনিশ শতকের জাতীয়তাবোধ
খ. ধর্মচর্চা
গ. ধর্মীয় গোঁড়ামী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

২৫৯৫) কে মহাকাব্য রচয়িতা নন?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. নবীনচন্দ্র সেন
ঘ. কায়কোবাদ
উত্তরঃ খ

২৫৯৬) কোন গ্রন্থটি মহাকাব্য?
ক. অবকাশ রঞ্জিনী
খ. বৃত্র সংহার
গ. বিরহ বিলাপ
ঘ. বীরাঙ্গনা কাব্য
উত্তরঃ খ

২৫৯৭) ‘শাহনামা’ বাংলায় অনুবাদ করেন-
ক. এয়াকুব আলী চৗধুরী
খ. মোজাম্মেল হক
গ. সৈয়দ এমদাদ আলী
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ

২৫৯৮) ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্রোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. আবু জাফর শামসুদ্দিন
ঘ. শওকত ওসমান
উত্তরঃ ক

২৫৯৯) 'বরযাত্রী' ছোটগল্পটির স্রষ্টা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিভূতিভূষণ মুখোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
উত্তরঃ খ

২৬০০) 'মেঘেদের ঘরবাড়ি' গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. রশীদ হায়দার
খ. হুমায়ুন আহমেদ
গ. মঈনুল আহসান সাবের
ঘ. ইমদাদুল হক মিলন
উত্তরঃ ক
শেয়ার করে রাখুন এখানে ক্লিক করে



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close