Breaking

Wednesday, January 23, 2019

বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য যা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ: শেয়ার করে রাখুন

উপন্যাস-
> আরেক ফাল্গুন - জহির রায়হান
> আর্তনাদ - শওকত ওসমান
> নিরন্তর ঘন্টাধ্বনি - সেলিনা হোসেন

সম্পাদিতগ্রন্থ -
> একুশে ফেব্রুয়ারি - হাসান হাফিজুর রহমান

চলচ্চিত্র-
> জীবন থেকে নেওয়া (প্রথম), Let there be light- জহির
রায়হান।


কবিতা-
> কাঁদতে আসিনি ,ফাঁসির দাবী নিয়ে এসেছি কবিতা
(১৭ পৃষ্ঠা, প্রথম পাঠ করেন-হারুনুর রশিদ) - মাহবুব-উল
আলম চৌধুরী।

নাটক-
> কবর- মুনির চৌধুরী।

গান-
> ভুলব না,ভুলব না, একুশে ফেব্রুয়ারি ভুলব না- গাজীউল
হক।

গল্প-
> একুশের গল্প - জহির রায়হান
> কাঁথা সেলাই হয়েছে নিশ্চিত- রণেশ দাশগুপ্ত।
বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য যা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
PDF ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close