Breaking

Saturday, January 5, 2019

বাংলা ব্যাকরণের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রতিদিন পড়তে সাথে থাকুন (পর্ব-১৩)

৪০তম বিসিএস প্রস্তুতি


০১|| ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে বলে----
®=>ধাতু
®=>ক্রিয়া পদের মূল্য অংশ
®=>ধাতুর গণ ২০টি
®=>গণ অর্থ শ্রেণি
®=>৩ প্রকার

০২|| যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে?
®=>মৌলিক ধাতু
®=>একে স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
®=>মৌলিক ধাতু ৩ প্রকার।

০৩|| ৩ প্রকার মৌলিক ধাতুর পরিচয়---?
®=>কাট্,কাঁদ,জান্,নাচ(বাংলা ধাতু)
®=>কৃ,গম্,ধৃ,গঠ্,স্থা(সংস্কৃত ধাতু)
®=>মাগ্,হের(বিদেশাগত অজ্ঞাতমূল)

০৪|| মৌলিক ধাতু বা কোন কোন নাম শব্দের সাথে "আ"প্রত্যয় যোগে যে ধাতু গঠিত তাকে কী বলে?
®=>সাধিত ধাতু
®=>দেখ্+আ---দেখা
®=>পড়্+আ---পড়া
®=>দেখ্+আ+য়---দেখায়

০৫|| "প্রকৃতি" বলতে কী বুঝায়?
®=>শব্দ ও ধাতুর মূল।

০৬|| বিশেষ্য,বিশেষণ,এবং অনুকার অব্যয়ের পরে 'আ'প্রত্যয় যুক্ত হলে তাকে কী বলে?
®=>নামধাতু
®=>ঘুম>ঘুমা,ধমক>ধমকা নামধাতু।

০৭|| মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে 'আ' প্রত্যয় যুক্ত হলে তাকে কী বলে?

®=>প্রযোজক বা ণিজন্ত ধাতু।
®=>পড়্+আ(তিনি ছেলেকে পড়াচ্ছেন)

০৮|| "যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর।"এখানে "হারায়"কোন প্রকারের ধাতু?(২৬তম বিসিএস)
®=>কর্মবাচ্যের ধাতু।
®=>কাজটি ভালো "দেখায়" না।

০৯||"হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?" এখানে হের কোন ধাতু?
®=>অজ্ঞাতমূল ধাতু।

১০|| প্রত্যয় শব্দের কোথায় বসে?
®=>পরে।
®=>প্রত্যয় ২ প্রকার।

১১|| বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?(১৮তম বিসিএস)
®=>প্রাতিপদিক
®=>কলম একটি প্রাতিপদিক।

১২|| ধাতু বা শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
®=>নতুন শব্দ গঠন।
®=>ক্রিয়ার মূল অংশ প্রকৃতি বা ধাতু।

১৩|| "শ্রবণ, স্মরণ,মুক্ত,উক্তি এর প্রকৃতি- প্রত্যয় কী হবে?
®=>✔️শ্রু+অনট বা ✔️শ্রু+অন=শ্রবণ
®=>✔️স্মৃ+অন=স্মরণ
®=>✔️মুচ্+ক্ত=মুক্ত
®=>✔️বচ্+ক্তি=উক্তি

১৪|| নিচের কোনগুলো নিপাতনে সিদ্ধ প্রকৃতি-প্রত্যয়?
®=>✔️গৈ+ক্তি=গীতি
®=>✔️সিধ্+ক্তি=সিদ্ধি
®=>✔️শক্+ক্তি=শক্তি
®=>✔️বুধ্+ক্তি=বুদ্ধি

১৫|| নাম বা শব্দের সাথে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে কী বলে?
®=>নাম প্রত্যয়।পাগল+আমি=পাগলামি
®=>নোট রমজান

১৬|| "ডিঙি+আ=ডিঙা(সপ্তডিঙা মধুকর) কোন অর্থে ব্যবহৃত?
®=>বৃহৎ অর্থে
®=>চোর+আ=চোরা(অবজ্ঞা অর্থে)
®=>কেষ্ট+আ=কেষ্টা(অবজ্ঞা অর্থে)
®=>বাইশ+আ=বাইশা(সমষ্টি অর্থে)

১৭|| "বাড়িওয়ালা,দুধওয়ালা"কোন ভাষা থেকে আগত প্রকৃতি-প্রত্যয়?
®=>হিন্দি(বাড়ি+ওয়ালা)


১৮|| "সার্বভৌম"এর প্রকৃতি-প্রত্যয় হবে?(৩৮তম বিসিএস)
®=>সর্বভূমি+ষ্ণ=সার্বভৌম
®=>পঞ্চভূত+ষ্ণিক/ইক=পাঞ্চভৌমিক।
®=>পরলোক+ষ্ণিক=পারলৌকিক।
®=>সুভগ+ষ্ণ্য=সৌভাগ্য

১৯|| শৈশব,মানব,মাধুর্য,গৌরব এর প্রকৃতি-প্রত্যয়?
®=>শিশু+অ/ষ্ণ
®=>মনু+অ/ষ্ণ
®=>মধুর+ষ্ণ=মাধুর্য
®=>গুরু+অ/ষ্ণ=গৌরব
(ষ্ণ প্রত্যয় যুক্ত হলে মূলস্বর বৃদ্ধি পাবে)

২০|| ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয়যুক্ত হয় তাকে কি বলে?
®=>কৃৎ প্রত্যয়
®=>ধাতু সাথে কৃৎ হলে বলে কৃদন্ত শব্দ।

২১|| "গমন"শব্দের মূল ধাতু____?
®=>গম্
®=>উক্তির বচ্

২২|| "দর্শনীয়,বক্তব্য,দোলনা,গায়ক,
পাঠক এর প্রকৃতি-প্রত্যয়?
®=>✔️দৃশ্+অনীয়=দর্শনীয়
®=>✔️বচ্+তব্য=বক্তব্য
®=>✔️দোল্+না=দোলনা
®=>✔️গৈ+অক=গায়ক
®=>✔️পঠ্+অক=পাঠক

২৩|| মাধ্যমিক,সৃষ্টি,শ্রদ্ধা,মেধাবী ইত্যাদি শব্দের প্রকৃতি-প্রত্যয়?
®=>মধ্যম+ইক/ষ্ণিক= মাধ্যমিক
®=>✔️সৃজ্+তি=সৃষ্টি
®=>শ্রৎ+✔️ধা+অ+আ=শ্রদ্ধা
®=>মেধা+বিন=মেধাবী

২৪|| "প্রেম"এর প্রকৃতি-প্রত্যয় হবে?
®=>প্রিয়+ইমন
®=>নীল+ইমন=নীলিমা

২৫|| বর্ধিষ্ণু, সাহিত্যিক,সাহচর্য এর প্রকৃতি-প্রত্যয়?
®=>বৃধ্+ইষ্ণু=বর্ধিষ্ণু
®=>সাহিত্য+ইক=সাহিত্যিক
®=>সহরচ+য=সাহচর্য


বাংলা ব্যাকরণের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রতিদিন পড়তে সাথে থাকুন  (পর্ব-১৩)
প্রতিদিন পড়াশোনা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের সাইটে ভিজিট করুন Edubdinfo24 লিখে সার্চ করুন। এবং এই পোস্ট টি শেয়ার করুন আপনার ফেসবুকে।
এছাড়া্ও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এখানে ক্লিক করে
 
 ছবির উপর চাপ দিন তারপর জয়েন করুন
NTRCA - ১৫ তম শিক্ষক নিবন্ধন প্রস্ততি
Public group · 2,084 members
Join Group
গ্রুপটি শিক্ষিত ও বিবেকবান ব্যক্তিদের মিলনমেলা

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close