Breaking

Friday, January 25, 2019

বিগত সালে প্রাইমারিতে আসা বাছায়কৃত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর : (পর্ব -০৪)

০১)মালদ্বীপের মুদ্রার নাম কী?
®__রুপিয়া। ভাষা দিভেহী।

০২) মালদ্বীপ কত সালে স্বাধীনতা অর্জন করে?
®__১৯৬৫ সালে।

০৩) কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?
®__রাষ্ট্রপতির।

০৪)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
®__কালো।

০৫) হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?
®__ফসফরাস।

০৬) তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
®__ভিটামিন "সি"।

০৭) সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কী?
®__তামা ও টিন।

০৮) বাংলাদেশের একটিমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
®__সেন্টমার্টিন।

০৯) ব্যাবিলনের শূন্য উদ্যান কত মিটার উঁচুতে নির্মিত হয়?
®__৩০০মিটার।

১০)"আব্দুল্লাহ" উপন্যাসের লেখক কে ও কত সালে প্রকাশিত হয়?
®__কাজী ইমদাদুল হক। প্রকাশিত ১৯২৮।

নোট___রমজান_____

১১) বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
®__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

১২)'গ্রামবার্ত্তা প্রকাশিকা'পত্রিকার সম্পাদক কে ছিলেন?
®__হরিনাথ মজুমদার।


১৩) 'পদ্মাবতী'কাব্যগ্রন্থের অনুবাদক কে?
®__আলাওল।

১৪) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'এর প্রথম উপন্যাস "পথের পাঁচালী" কত সালে প্রকাশিত হয়?
®__১৯২৯ সালে।

১৫) "আনোয়ারা" গ্রন্থটির রচয়িতা কে?
®__মোহাম্মদ নজিবর রহমান।

১৬) 'রসগোল্লা'কোন জাতীয় রচনা?
®__রম্য রচনা।

১৭) 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' ভাষা গবেষণা বিষয়ক গ্রন্থটি কার?
®__মুহম্মদ শহীদুল্লাহর।

১৮) 'ছন্দের জাদুকর' বলা হয় কাকে?
®__সত্যেন্দ্রনাথ দত্তকে।
®__উপাধিটি রবীন্দ্রনাথের দেওয়া

১৯) 'শ্রীকান্ত'উপন্যাসটির লেখক কে?
®__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২০) 'পূর্ব-পশ্চিম'উপন্যাসের উপজীব্য কী?
®__বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের বর্ণনা।

২১) 'দেশে-বিদেশে'ভ্রমণ কাহিনিটির রচয়িতা কে?
®__সৈয়দ মুজতবা আলী।

২২) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কী?
®__মধুসূদনের কৃষ্ণকুমারী(১৮৬১)

২৩) 'সংশপ্ত' উপন্যাসের লেখক কে?
®__শহীদুল্লাহ কায়সার।

২৪) মেঘনাদবধ'কাব্যের লেখক কে?
_®_মাইকেল মধুসূদন দত্ত(১৮২৪-৭৩)

২৫) রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করন ও মারা যান?
®__১৮৬১-১৯৪১ সালে।
®__রমজান__

২৬) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কতটি?
®__৮টি।

২৭) 'যে প্রবীন নয়'এর বাক্য সংকোচন কী?
®__নবীন

২৮) 'বিজিত'শব্দের অর্থ কী?
®__পরাজিত

২৯) গঠন অনুসারে বাক্য কত প্রকার?
®__৩ প্রকার।

৩০) "সমীরণ"শব্দের অর্থ কী?
®__বায়ু
বিগত সালে প্রাইমারিতে আসা বাছায়কৃত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর : (পর্ব -০৪)
 PDF File Download করতে এখানে ক্লিক করুন

বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।

মনে রাখবেন সঠিক ভাবে লাইক কমেন্ট না করলে পেইজের পোষ্ট হোম পেইজে পৌছায় না।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close