Breaking

Wednesday, January 23, 2019

বিগত সালে আসা বাছায়কৃত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর (পর্ব-০২)

০১) সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
__বৃহস্পতি ও বুধ।

০২)পৃথিবীর পরিধি কত এবং পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব কত?
__৩৬০ডিগ্রি এবং ১৫ কোটি কি.মি.

০৩)বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
__২২/৭

০৪)কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটির নাম কী?
__সমকোণী ত্রিভুজ।

০৫) "Bitter"শব্দটির Verb কী?
__Embitter.

০৬)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
__৪ডিগ্রি সেন্টিগ্রেডে।

০৭) রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
__অক্সিজেন পরিবহন করা।

০৮)পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
__মধ্যাকর্ষণ বলের জন্য।

০৯) ১.২.৩.৫.৮.১৩.২১.৩৪,......ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__৫৫

১০) সিএফসি(CFC) কী ক্ষতি করে?
__ওজন স্তর ধ্বংস করে।

১১) "কলের ছাঁটা" কোন সমাস?

__অলুক তৎপুরুষ।

১২) "Encounter"শব্দটির Synonym কী?
__Battle(যুদ্ধ)
"Encounter" অর্থ সশস্ত্র প্রতিরোধ।

১৩) যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কী বলে?
__অলুক সমাস।

১৪)"ক্ষমার যোগ্য"বাক্য সংকোচন কী হবে?
__ক্ষমার্হ।

১৫)"Viva voce"শব্দটির অর্থ কী?
__Orally.
__Note Ramjan

১৬)"বিচ্ছিন্ন প্রতিলিপি" কাব্যগ্রন্থটি কার?
__মযহারুল ইসলামের।

১৭)"মায়াবী প্রহর"নাটকটি কার রচনা?
__আলাউদ্দিন আল আজাদ।

১৮)ন্যায়দণ্ড"উপন্যাসটি কে রচনা করেন?
__জরাসন্ধ

১৯)ঔদ্ধত্য"এর বিপরীত শব্দ কী?
__বিনয়।

২০)পর্বত"শব্দের সমার্থক শব্দ কী?
__শিলা।

২১)"আমার প্রেম আমার প্রতিনিধি"কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
__আবুল হাসান।

২২)"ওরে বিহঙ্গ"নাটকটি কার?
__জোবায়দা খানম(১৯২০-১৯৮৯)

২৩)"বৈতালিক"উপন্যাসটি কে রচনা করেন?
__নারায়ণ গঙ্গোপাধ্যায়।

২৪)"পরাজয়ে ডরে না বীর, "পরাজয়ে"--কোন কারকে কোন বিভক্তি?
__অপাদানে ৭মী

২৫) কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
__অলুক সমাসে।

২৬)বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
__কর্মধারয় সমাস।

২৭)"গোঁফ খেজুরে"এই বাগধারাটির অর্থ কী?
__নিতান্ত অলস।

২৮)"Do you know them?"passive form হচ্ছে?
__Are they known to you?

২৯) <A=৫০ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?
__৪০ডিগ্রি(৯০-৫০=৪০)

৩০)"Temporal" শব্দটির সমার্থক কী?
__Worldly(পার্থিব)
বিগত সালে আসা বাছায়কৃত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর (পর্ব-০২)


★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।

মনে রাখবেন সঠিক ভাবে লাইক কমেন্ট না করলে পেইজের পোষ্ট হোম পেইজে পৌছায় না।
PDF File ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close