Breaking

Saturday, January 26, 2019

বিগত সালে আসা প্রাইমারিতে প্রশ্নের বাছায়কৃত.শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর : (পর্ব-০৫)

০১) আকাশ নীল দেখায় কেন?
®__নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।

০২) কোন বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে।ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে?
®__২৫ দিন।
২ জন মেহমান আসায় লোক(১০+২=১২)
১০ জনে খায় ৩০ দিনে
১২ জনে খায় (৩০*১০/১২=২৫ দিনে)

০৩)"Joy" এর adjective কী?
®__Joyous.

০৪)"Natural"এর Antonym কী?
®__Abnormal.

০৫)"অমৃত"এর বিপরীত শব্দ কী?
®__ গরল।

০৬)তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে এখানে'তাস'কোন কারকে কোন বিভক্তি?
®__করণে শূন্য

০৭) শুদ্ধ বানান কোনগুলো?
®__ষাণ্মাসিক,কৃষিজীবী, অমাবস্যা।

০৮)"গৃহ" শব্দের সমার্থক কী?
®__নিবাস,ভবন,ঘর,আলয়।

০৯)"অর্ধচন্দ্র"অর্থ কী?
®__গলাধাক্কা

১০) যে সমাসে ব্যাসবাক্য হয় না বা করতে গেলে অন্যপদের সাহায্য নিতে হয় তাকে কোন সমাস বলে?
®__নিত্য সমাস(কেবল দর্শন=দর্শন মাত্র)

১১) মহানন্দা নদীর উপনদীর নাম কী?
®__পদ্মা।


১২) জাপান পার্লহারবার আক্রমণ করেন কত সালে?
®__৭ ডিসেম্বর ১৯৪১

১৩) ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম?
®__সোডিয়াম।

১৪)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
®__৪ ডিগ্রি সে.গ্রে.

১৫) কোন রঙের আলোতে বিচ্যুতি সবচেয়ে কম?
®__লাল।
®__নোটঃ রমজান

১৬) বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করেন?
®__১৯৭২ সালে।

১৭) মঙ্গলগ্রহে প্রেরিত নবযান কোনটি?
®__ভাইকিং।

১৮) টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
®__অনকোলজি।

১৯) প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
®__নয়াদিল্লীতে।

২০) ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
®__অ্যালুমিনিয়াম।

২১) ভূ-কম্প পরিমাপের যন্ত্রের নাম কী?
®__সিসমোগ্রাফ

২২) আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম কী?
®__সাঙ্গু নদী।

২৩) ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ?
®__ছত্রাক।

২৪) সিরডাব এর সদরদপ্ত কোথায়?
®__ঢাকায়।

২৫)নিচের কোনগুলো একবীজপত্রী উদ্ভিদ?
®__ভুট্টা,নারিকেল,গম।

২৬) যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
®__পদ্মায়।

২৭) ব্যাঙের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
®__৩টি।

২৮)"Incredible"synonym?
®__Unbelievable.

২৯) নজরুলের সঞ্চিতা(১৯২৮) কাব্যে কতটি কবিতা ও গান রয়েছে?
®__৭৮টি।

৩০)"সবিতা"শব্দের অর্থ কী?
®__সূর্য
বিগত সালে আসা প্রাইমারিতে প্রশ্নের বাছায়কৃত.শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর : (পর্ব-০৫)
 Download PDF File Here

বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।

মনে রাখবেন সঠিক ভাবে লাইক কমেন্ট না করলে পেইজের পোষ্ট হোম পেইজে পৌছায় না।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close