Breaking

Thursday, January 17, 2019

বিভিন্ন চাকরি পরিক্ষায় বার বার এসেছে যে ২৬ টি গণিতের প্রশ্ন: দেখে নিন সমাধান সহ (part-02)

বিষয়: গনিত
বি সি এস এবং বিভিন্ন চাকরি পরিক্ষায় বার বার যে সকল প্রশ্ন গুলো এসেছে।

১৬। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয়
কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের
ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১,
’১২, ’১৩, ’১৩, ‘১৩]
উত্তরঃ সমকোণী।
১৭। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে
ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম
বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫,
‘১৫]
উত্তরঃ ৯ গুণ।
১৮। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের
ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর
অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম
বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০,
’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪]
উত্তরঃ ১৬ গুণ।
১৯। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের
ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর
অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম
বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১,
’১২, ’১২, ’১৩]

উত্তরঃ ৪ গুণ।
২০। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে?
[পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩,
’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪]
উত্তরঃ ২২/৭
২১। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
কী? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার
জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ভূমি ×উচ্চতা।
২২। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম
বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯,
‘১১]
উত্তরঃ ১০০ কেজি।
২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত
করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি
কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার
জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ৩৬০⁰
২৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের
যোগফল
কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার
জব-’০৬, ‘১২]
উত্তরঃ ৫০৫০।
২৫। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন
বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে
উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস ,
[পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩]
উত্তরঃ ৫ সেন্টিমিটার।
বিভিন্ন চাকরি পরিক্ষায় বার বার এসেছে যে ২৬ টি গণিতের প্রশ্ন: দেখে নিন সমাধান সহ

২৬। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়,
তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস,
পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪]
উত্তরঃ (√3)/4 a²


আমাদের পোস্টগুলো যদি ভাল লাগে অবশ্যই আপনার প্রয়োজনে শেয়ার করবেন.এবং কমেন্ট করতে ভুলবেন না।
Join

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close