Breaking

Sunday, February 24, 2019

প্রাইমারী নিয়োগে পদ্মা সেতু থেকে একটা প্রশ্ন আসতে পারে এবার: তাই পড়ে রাখুন পদ্মা সেতু সম্পর্কে যত প্রশ্ন

স্বপ্নের পদ্মাসেতু
দক্ষিণের ২১ জেলার মানুষ এ সেতুর মাধ্যমে আসা-যাওয়া করবে।
পদ্মা সেতুর সংযুক্ত করবে মাওয়া(মুন্সীগঞ্জ) এবং জাজিরা (শরীয়তপুর)
দ্বিতলবিশিষ্ট এই সেতু নির্মিত হচ্ছে : কংক্রিট আর স্টিল দিয়ে।
এর শেপ হবে "S" আকৃতির।
পদ্মা সেতু থেকে একটা প্রশ্ন আসতে পারে এবার: তাই পড়ে রাখুন পদ্মা সেতু সম্পর্কে যত প্রশ্ন

এর ওপর দিয়ে যানবাহন আর নিচ দিয়ে চলবে ট্রেন।
সেতু নির্মাণ করছে - চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লি.
নদী শাসনের কাজ করছে : চীনের সিনো হাইড্র
কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
=৭ ডিসেম্বর ২০১৪।

মোট স্প্যান ৪১টি
🔺মোট পিলার ৪২টি
🔺প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার!
মোট দৈর্ঘ ৬.১৫ কি.মি.
পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মি
৭২ ফুটের চার লেনের সড়ক।

পদ্মা সেতুর ২ প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য কত ?
-১৪ কি মি।
পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
-: ৮১টি।
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
মোট ব্যয় ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে ।
২০ ফেব্রুয়ারি,২০১৯ পর্যন্ত স্প্যান বসানো হয়েছে ৮টি
🔺বর্তমানে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে ১২০০ মিটার

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close