Breaking

Wednesday, February 6, 2019

৫৪৫টি প্রশ্ন-উত্তর সাম্প্রতিক তথ্য- ২০১৫- ২০১৭ বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

১। চীনা ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — চাই সি

২। জাপানী ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — কাজুহিরো ওয়াতানাবে
৩। ইংরেজি ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — ফকরুল আলম
আরবিতে অনুবাদ করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এম পি
৪ ।বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ >> ১৭.৯২%(আপডেট তথ্য)
৫। ‘চোখ যে মনে কথা বলে ‘ গানটির গায়ক কে?
— খোন্দকার নুরুল আলম
৬। বাংলাদেশ থেকে কোন দেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করা হয় ?
– ওমান । কাতার ( ২য়)
৬। সবজি চাষে বিশ্বে বাংলাদেশ কততম?
– ৩য়
৭। রেণু ও পোনা উত্পাদনে শীর্ষ জেলা কোনটি?
– যশোর
৮। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প কোনটি?
– রুপপুর পারমানবিক প্রকল্প
৯। সুরের রাজধানী ও সংস্কৃতির রাজধানী নামে পরিচিত বাংলাদেশের কোন জেলা ?
– ব্রাহ্মণবাড়িয়া
১০। বাংলা সঙ্গীতের পঞ্চপাণ্ডব /পঞ্চভাস্কর বলে খ্যাত কারা ?
– ১. রবী, ২.নজরুল ৩. রজনীকান্ত ৪. দ্বিজেন্দ্রলাল ৫.অতুল প্রসাদ
১১. বাংলাদেশের সংরক্ষিত এলাকা কয়টি?
– ৩৮টি
১২। বাংলাদেশে ধান উত্পাদনে শীর্ষ জেলা কোনটি?
– ময়মনসিংহ ( দেশের মোট ধান উত্পাদনের ১০.৫%)
১৩। বাংলাদেশে গম উত্পাদনে শীর্ষ জেলা কোনটি?
-ফরিদপুর (দেশের মোট গম উত্পাদনের ১৪.৩৭%)
১৪। ২০১৬সালে উইজডেন ইন্ডিয়ার অন্যতম বর্ষসেরা ক্রিকেটার হন কে?
– বাংলাদেশের মাশরাফি বিন মোর্তজা।
১৫। ময়ুরপঙ্খী , মেঘদূত কি?
– বিমান বাংলাদেশের নতুন উড়োজাহাজ
১৬।বাংলাদেশের প্রথম নারী বন্যবিদ কে?
– ড. নূরজাহান সরকার ।
১৭। স্বাধীনতা ও প্রত্যয় কি?
– নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধ জাহাজ
১৮। বাংলাদেশে মোট জমির পরিমাণ কত?
– ১,৪৫,৭৭, ৭৭১ হেক্টর
১৯। বাংলাদেশে কৃষির জমির পরিমাণ কত?
– ১,২১,৭৬,৯০৪হেক্টর(৮৩.৫৩%)
২০. বাংলাদেশে ফসলি বা আবাদযোগ্য জমির পরিমাণ কত?
– ৮৭,৫১, ৯৩৭ হেক্টর(৬৪.০৪%)
২১.বাংলাদেশ অকৃষি জমির পরিমাণ কত?
-২৪, ০০, ৮৬৭ হেক্টর (১৬.৪৭%)
২২.বাংলাদেশে বিমান বাহিনীর নতুন পদবি কি?
– এয়ার চিপ মার্শাল
২৩.বাংলাদেশে নৌ বাহিনীর নতুন পদবি কি?
-এডমিরাল
২৪.বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?
-অ্যালিসন ব্লেইক
২৫.বাংলাদেশে বর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
– ৮৯টি।
# সাম্প্রতিক (আপডেট ৩১শে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত):
.===========================
১। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম ?
উত্তর: ৭ম।
২। স্বাদু পানির মাছ উত্পাদনে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ৪র্থ।
৩। চাষকৃত মাছ উত্পাদনে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ৬ষ্ঠ।
৪। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ৪র্থ।
৫। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিশ্বের ১নং জনবহুল শহর কোনটি?
উত্তর: ঢাকা।
৬। জনসংখ্যার দিক থেকে বিশ্বে ঢাকা কততম শহর ?
উত্তর: ১৬তম। মেগাসিটির দিক থেকে ১১তম ।
৭। ভালো দেশের সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১১৭তম । শীর্ষ > সুইডেন।
৮। বাংলাদেশের মোট ভূ-খণ্ডের কত % বনভূমি রয়েছে ? (ফাউ-এর রিপোর্ট)
উত্তর: ১১% । ১৪, ২৯, ০০০ হেক্টর। হেক্টর প্রতি ২০০-৩০০টি গাছ রয়েছে।
৯। বিশ্বের কতটি দেশে বনভূমি নাই?
উত্তর: ৪৩টি ।
১০। টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১১৮। ( ১৪৯টি দেশের মধ্যে)।
১১। বৈশ্বিক মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১০৪তম ।
১২। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় কত ?
উত্তর: ৩৪২৪কোটি মার্কিন ডলার।
১৩। সমপ্রতি বাংলাদেশ কোন ভাইরাসের ঔষধ ও ভ্যাক্সিন আবিষ্কার করে?
উত্তর: রোটা।
১৪। বাংলাদেশের প্রতি হাজারে কতজন ৫ বছরের শিশু মারা যায়?
উত্তর: ৩৮জন ।
১৫। বাংলাদেশের দৈনিক পত্রিকার সংখ্যা কত?
উত্তর:১০৮৬টি (প্রায়)।
১৭। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কতটি ?
উত্তর: ১৬৪টি। সর্বশেষ আফগানিস্তান ও লাইবেরিয়া ।
১৮। বাংলাদেশে কতটি কমিউনিটি রেডিও চালু আছে ?
উত্তর: ১৭টি।
১৯। বাংলাদেশে কতটি এফ. এম রেডিও চালু আছে ?
উত্তর:২০টি।
২০। বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কতটি স্থান অন্তর্ভূক্ত আছে ?
উত্তর: ৩টি। সুন্দরবন , পাহাড়পুর , ষাটগম্বুজ মসজিদ।
২১। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত ?
উত্তর: ১১৯০ মার্কিন ডলার।
২২। টেস্ট ক্রিকেটে বেশি বয়সে সেঞ্চুরি করা অধিনায়ক ?
উত্তর: মিসবাহুল হক।
২৩। বাংলাদেশের ১ম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে অংশ নেন কে?
উত্তর: গলফার সিদ্দিকুর রহমান।
২৪। প্রস্তাবিত যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৪.৫ কি.মি.।
২৫। ২০১৬ সালে ফিফার বর্ষসেরা খেলোয়ার হয়েছেন?
উত্তর: ক্রিস্টায়ানো রোনালদো।
…………
১। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার-মুস্তাফিজুর রহমান

২। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি- ভ্লাদিমির পুতিন
৩। বিশ্বের ৫ম অর্থনীতির দেশ-ভারত
৪। মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে ৭১ তলা
আইকনিক টাওয়ার হবে- পূর্বাচলে
৫। চীন থেকে কেনা সাবমেরিন দুইটির নাম- জয়যাত্রা ও নবযাত্রা
৬। আঙ্কটাড এর মতে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ হতে বের হবে- ২০২৪ সালে
৭। বিশ্ব পানি সম্মেলন হয়েছে- ২৮-৩০
নভেম্বর,হাঙ্গেরির বুদাপেস্টে
৮। পানি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত দফা এজেন্ডা উত্থাপন করেন-৭ দফা
৯। সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে- ১১৮ অনুচ্ছেদে
১০। যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে
বহনকারী বিমান যাত্রাবিরতি করে- তুর্কমেনিস্তান
১১। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত-রুশনারা আলী
১২। বাংলাদেশ থেকে আমদানিকারক ৩য় বৃহত্তম দেশ- যুক্তরাজ্য
১৩। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প
ইলেক্টোরাল কলেজ পেয়েছে- ৩০৬ টি আর হিলারি ক্লিনটন পেয়েছে-২৩২টি
১৪। ফিলিস্তিনকে স্বীকৃতিকারী সর্বশেষ দেশ- ভ্যাটিকান সিটি
১৫। তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপনকারী দেশ- ২১টি
১৬। ফিদেল কাস্ট্রো মারা যায়- ২৫ নভেম্বর
১৭। বঙ্গবন্ধুর সাথে ফিদেল কাস্ট্রোর সাক্ষাত হয়- ১৯৭৩ সালে
১৮। ভারতে কোন মূখ্যমন্ত্রীকে ‘আম্মা’ ডাকা হত- জয়ললিতা
১৯। জয়ললিতা কোন রাজ্যের মূখ্যমন্ত্রী
ছিলেন- তামিলনাড়ুর
২০। বাংলাদেশ থেকে প্রথম কার্ডিনাল নির্বাচিত হয়েছেন- প্যাট্রিক ডি রোজারিও
২১। ভারতে বাতিল করা হয়েছে- ৫০০ ও ১০০০ রুপির নোট
২২।প্রতিবন্ধিতাবান্ধব দূর্যোগ ঝুকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক ২য় সম্মেলন অনুষ্ঠিত হবে- বাংলাদেশে
২৩। সম্প্রতি অভিশংসিত হয়েছে – দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
২৪। বীরশ্রেষ্ঠদের মধ্যে ইপিঅার(বর্তমান
বিজিবি) সদস্য ছিল- ২ জন।
২৫। জেলা পরিষদ গঠিত হবে কতজন সদস্য নিয়ে- ২১ জন
২৬। সম্প্রতি তাইওয়ানের সাথে সম্পর্ক ছেদকারী দেশ- সাওটামো ও প্রিন্সিপে
২৭। ২০১৬ সালে ব্যালন’ ডি অর জিতেছে- ক্রিস্টায়ানো রোনালদো
২৮। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন
করার ঘোষণা দিয়েছে- ফিলিপাইনের প্রেসিডেন্ট
২৯। আন্তর্জাতিক অভিবাসী দিবস- ১৮ ডিসেম্বর
৩০। ডট বাংলা ডোমেইন উন্মুক্ত করা হবে – ৩১ ডিসেম্বর।
১৭/১১/১৬
প্রথম আলো থেকে সংগৃহীত সাম্প্রতিক কিছু তথ্য প্রবাহ
১)দেশের দ্বিতীয় বৃহৎ মুঠোফোন অপারেটর হিসেবে রবি-এয়ারটেল একসঙ্গে যাত্রা শুরু করেছে কবে থেকে?
-১৬ নবেম্বর ২০১৬
২)বর্তমানে একীভূত অপারেটরটির মোট কত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ?
-৩ কোটি ২২ লাখ
৩)২০১৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
-২২তম(গতবছর ছিল ২৫ তম)
৪)স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী ও মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের কত জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হল?
-১০৮ জনকে
৫)চীন থেকে বাংলাদেশে কোন ধরনের সার আমদানি করা হয়ে থাকে?
-ইউরিয়া
৬)আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ?
-রাশিয়া(১৯৮৮ সালে জাতিসংঘের কয়েকটি সদস্য দেশ রোম সংবিধি নামের এক আইনের মাধ্যমে এই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করেছিল)
৭) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে নতুন করে কতটি ভাষা সংযোজন করছে?
-১১ টি (১৯৪০ দশকের পর এটিই হবে বিবিসির সবচেয়ে বড় সম্প্রচার)
৮)বাংলা একাডেমি থেকে পাঁচ খণ্ডে প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষের অন্যতম সম্পাদক ও লেখক কে?
-অধ্যাপক অজয় রায়(স্বাধীনতার পর তিনি ১৯৭২-৭৩ কালপর্বে এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন)

৯)Concepts of Electricity and Magnetism; Concepts of Electricity and Magnetism; The Proto Bengalis: Anthropological and Sociological Analysis; বাঙালির আত্মপরিচয়: একটি পুরাবৃত্তিক ও নৃতাত্ত্বিক আলোচনা; বিজ্ঞান ও দর্শন: জড়ের সন্ধানে; আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ; আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ; স্বতন্ত্র ভাবনা: মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি; বিশ্বাস ও বিজ্ঞান; অতিশাব্দিক বিশ্বায়ন ও মৌলিক পদার্থবিদ্যা; রবীন্দ্রনাথ ও উপনিষদ গ্রন্থগুলির লেখক কে?
–অধ্যাপক অজয় রায়
১০)বঙ্গবন্ধু সেতু নির্মাণে কারখানা কোথায় হচ্ছে?
-সিরাজগঞ্জে
১১)এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থার নাম কি?
-অ্যাসোসিও
১২) ‘২০১৬ অ্যাসোসিও আইসিটি সামিট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
-মিয়ানমারের ইয়াঙ্গুনে(২০১৯ সালে ঢাকায়)
#সাম্প্রতিক তথ্য
.
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন -২০১৬
.
১। ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকট্ররাল কলেজের লাভ করেছেন ?
= ২৯০টি । ৪৫.৫% ভোট পেয়েছেন
৩। হিলারী ক্লিনটন কতটি ইলেকট্ররাল লাভ করেছেন ?
=২১৮টি । ৪৫.৭% ভোট পেয়েছেন
৪।প্রেসিডেন্ট হতে কতটি ইলেকট্ররাল ভোট লাগে ?
= ২৭০টি
৫। ইলেকট্রলেট রা কবে ভোট দিবেন ?
= ১৯ ডিসেম্বর , ২০১৬ ।
৬। কবে ডোনাল্ট ট্রাম্প দায়িত্ব নেবেন ?
= ২০জানুয়ারী , ২০১৭ ।
৭। ডোনাল্ট ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট হবে ন?
= ৪৫তম ।
৮। ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন কত তম ?
=৫৮তম ।
৯। ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে ফাস্ট লেডি হবেন কে ?
= মেলানিয়া ট্রাম্প
১০ । ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হবেন কে?
= মাইক পেন্স
১১। যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে ইলেকট্ররাল কলেজের সংখ্যা বেশি ?
= ক্যালিফোর্নিয়া ( ৫৫টি । )
.
১২। ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ কতটি ?
= ৮টি । ফ্লোরিডা,উইসকনস
িন,পেনসিলভানিয়া , ওহায়ো , মিশিগান , নর্থ ক্যারোলিনা (), ভার্জিনিয়া এবং মিনেসোটা ।
.
১৩। আমেরিকায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে কবে?
= ১৭৮৮
১৪।the slogan of doland Tramp
Make America, Great America
সাম্প্রতিক তথ্য
. ……………
১। আগামী ৭ নভেম্বর মরক্কোর মারাকাস শহরে শুরু হচ্ছে কপ-২২ জলবায়ু সম্মেলন। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
.
২। ফ্রান্সের প্যারিসে কপ-২১ সম্মেলনে এ শতাব্দীর শেষ নাগাদ পৃথিবীর তাপমাত্রা ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘভুক্ত সব রাষ্ট্র
.
৩। সদ্য বিদায়ী অর্থবছরে (2015-16) বাংলদেশে বিনিয়োগে শীর্ষে কোন দেশ ?
-আমেরিকা (45 কোটি ডলার ) ( যুক্তরাজ্য 31 কোটি ডলার )
৬. বাংলাদেশ ব্যাং কের তথ্যানুযায়ী 2015-16 অর্থবছরে বাংলাদেশে আসা বিনিয়োগের পরিমাণ কত ?
-200 কোটি ডলার l
৭. 2015-16 অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে কোন খাতে ?
-বস্ত্র (40 কোটি ডলার )
৮. ন্যাটোর বর্তমান মহাসচিব কে ?
-জেনস স্টলটলেনবার্গ l
৯. আমেরিকায় ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন হবে কবে ?
= ৮নভেম্বর
১০। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সম্প্রতি বাংলাদেশ সফরে এসে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার যে ঘোষণা দিয়েছেন
.
১১। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
= বর্তমান মহাসচিত বান কি মুন (৮ম)। তার মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর ২০১৬.। ১ জানুয়ারি ২০১৭ থেকে এ্যানথনি গুতেরেস (পর্তুগাল) ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব নিবেন।
.
১২। ‘‘আমি হিমালয় দেখিনি মুজিব দেখেছি’’। উক্তটি কার?
= ফিদেল কাস্ট্রো
সাম্প্রতিক তথ্য
. …………….
গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স ২০১৬: নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম★★★28 Oct 2016
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১৬ সালের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে।
একনজরে জেন্ডার গ্যাপ ইনডেক্স ২০১৬:
# নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। ২০০৬ সালে ছিল ১৭তম।
# নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় ১৪৪টি দেশের মধ্যে ৭২তম বাংলাদেশ।
# নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৯৩তম। গত ১০ বছরে এগিয়েছে ২০ ধাপ।
# অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য বেড়েছে। ২০০৬ সালে ১০৭তম থাকলেও বর্তমানে এক্ষেত্রে অবস্থান ১৩৫তম।
# শিক্ষার সমতার ক্ষেত্রে ২০০৬ সালে ৯৫তম অবস্থানে ছিল বাংলাদেশ। ২০১৬ সালে রয়েছে ১১৪তম স্থানে
সাম্প্রতিক তথ্য
নোবেল পুরস্কার -২০১৬
=============
১। শান্তিতে
=ম্যানুয়াল সান্তোস ( কলম্বিয়ার প্রেসিডেন্ট)
ফার্ক বিদ্রোহীদের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তির কারণে
.
২। চিকিৎসা বিজ্ঞানে
=ইউশিনোরি ওশুমি (Japan)
.অটোফ্যাগির মেকানিজম আবিষ্কারের জন্য পেয়েছেন এ স্বীকৃতি।
.
৩। পদার্থবিজ্ঞান
ক. ডেভিড জে থাওলেস
খ. ডানকান হ্যালডেন
গ. মাইকেল কোস্টারলিৎজ
তত্ত্বের মাধ্যমে পদার্থের টপোলজিক্যাল অবস্থার সন্ধান
দিয়েছেন। তাঁদের এই গবেষণার ফলে ইলেক্ট্রনিকসে নতুন সম্ভাবনার আশা তৈরি হয়েছে।
.
.
৪। রসায়ন
ক. জ্যঁ পিয়েরে সোভাজ,(ফ্রান্স)
খ.ফ্রেজার স্টুডার্ট , যুক্তরাজ্য
গ.বার্নার্ড এল. ফেরিঙ্গার (নেদারল্যান্ডস)
মলিকিউলার মেশিন বা ন্যানোমেশিন উদ্ভাবনের গবেষণার স্বীকৃতি হিসেবে তিন বিজ্ঞানী এবার রসায়নের নোবেল জিতে নিয়েছেন।
.
৫। অর্থনীতি
যুক্তরাজ্যের বংশোদ্ভূত অলিভারহার্ট ও
ফিনল্যান্ডের বংশোদ্ভূত বেংগত হোলমস্টরম।
.
কন্ট্রাক্ট থিউরিতে অবদানের জন্য এই
দুই অর্থনীতিবিদকে নোবেল দেয়া হয়।
.
৬। সাহিত্য .
প্রখ্যাত মার্কিন সংগীত শিল্পী ও গীতিকার ‘বব ডিলান’। মার্কিন সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেয়া হয়।
নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান
চিকিৎসা বিজ্ঞানে =সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
.
সাহিত্যে =সুইডিস একাডেমী।
.
পদার্থ, রসায়ন ও অর্থনীতি = রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস।
.
শান্তির ক্ষেত্রে = নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট।
একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে?
৩ জন।
.
নোবেল কোন পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়?
= শান্তিতে
★ সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স এর টুকিটাকি – ব্যাংক, বিসিএস ও অন্যান্য জবের জন্য

১। ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে শীর্ষ দেশ –দক্ষিণ কোরিয়া
২। ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ – শাদ
৩। ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৪ তম
৪। ২০১৬ সালের সুখী দেশের তালিকায় সবচেয়ে সুখী দেশ- কোস্টারিকা
৫। ২০১৬ সালের সুখী দেশের তালিকায় সবচেয়ে অসুখী দেশ- শাদ
৬। ২০১৬ সালের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮ম
৭।২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ –সুইজারল্যান্ড

৮।২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ –ইয়েমেন
৯। ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান -১১৭ তম
১০। রিও অলিম্পিকে দ্রুততম মানবী কে? – এলেইন থম্পসন ( জ্যামাইকা)
১১। অমিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পদক(২৮টি) জয়ী কে?- মাইকেল ফেল্পস
১২।অলিম্পিকে মাইকেল ফেল্পস কতটি স্বর্ণপদক জয় করেন?- ২৩ টি
১৩। অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে সর্বোচ্চ সংখ্যক (১৩টি) পদক জয়ী কে?- মাইকেল ফেল্পস
১৪। রিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জয়ী কে?- ভার্জিনিয়া থারেসা ( যুক্তরাষ্ট্র)
১৫। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশী বয়সে স্বর্ণজয়ী সাঁতারু কে ? – অ্যান্থনি ইরভিন
১৬। ১১৮ তম মৌলের নাম কি?- অগ্যানিসন (Og)
১৭। বিশ্বের আবিষ্কৃত এবং স্বীকৃত মৌল বা মৌলিক পদার্থের সংখ্যা কত?- ১১৮ টি
১৮। “From Rebel to Founding Father:Sheikh Mujibur Rahman” গ্রন্থটির রচয়িতা কে?- সৈয়দ বদরুল আহসান
২০।অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (OECD) এর বর্তমান সদস্যসংখ্যা- ৩৫টি ( ৯ সেপ্টেম্বর ২০১৬ এর তথ্য মতে)
২১। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (OECD) এর ৩৫তম সদস্যপদ প্রাপ্ত দেশ কোনটি- লাটভিয়া
২২। দেশের প্রথম আট (৮)লেনের মহাসড়ক কোনটি? – যাত্রাবাড়ি- কাঁচপুর
২৩।দেশের প্রথম আট (৮) লেনের মহাসড়কের দৈর্ঘ্য -৭.৫ (কিঃমিঃ) প্রায়
২৪। দেশের প্রথম চার (৪) লেন এক্সপ্রেস ওয়ের দৈর্ঘ্য -৫৫ কিঃমিঃ
২৫। বাংলাদেশ ঔষধ রপ্তানী শুরু করে- ১৯৯২ সালে
২৬। বর্তমানে সর্বাধিক ঔষধ রপ্তানী হয়- মিয়ানমার
২৭। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA ) এর কার্যালয় কোথায়-ঢাকা
২৮। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA ) এর চেয়ারম্যান – প্রধানমন্ত্রী
২৯।যুক্তরাষ্ট্রে প্রথম ঔষধ রপ্তানী শুরু করে – বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ
৩০।মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস “শ্বেতপদ্ম” গ্রন্থটির রচয়িতা কে?- তাবারক হোসেন
৩১। বর্তমানে আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি -( ৯ সেপ্টেম্বর ২০১৬ এর তথ্য মতে)-দক্ষিণ আফ্রিকা
৩২। ২০২০ সালে ৩২ তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিওতে
৩২। “বাংলার বাঘিনী” নামে খ্যাত মার্গারিটা মামুনের পৈতৃক বাড়ি রাজশাহী জেলায়
৩২। মার্গারিটা মামুন স্বর্ণ জয় করেন রিদমিক জিমন্যাস্টিকে
৩৩। বাংলাদেশের তৃতীয় বাণিজ্যিক সমুদ্রবন্দর পায়রা –যাত্রা শুরু করে ১৩ আগস্ট ২০১৬ তে
৩৪। সরকারি ও বেসরকার অংশীদারিত্ব (PPP) দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে সিরাজগঞ্জে, এটি দ্বৈত জ্বালানীতে চালিত (গ্যাস ও ডিজেল)
সাম্প্রতিক তথ্য
১। ৩ অক্টোবর ২০১৬ নোবেল পুরস্কার ঘোষিত “ফিজিওলজি ও মেডিসিন”এ পদক প্রাপ্ত বিজ্ঞানীর নাম…
==ইয়োশিনোরি ওশুমি। অটোফ্যাগির মেকানিজম আবিষ্কারের জন্য পেয়েছেন এ স্বীকৃতি।
২। সম্প্রতি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে-
=বজ্রপাতকে ( বাংলাদেশ মোট ১৩টি)
৩। EU থেকে বৃটেনের বেরিয়ে যাওয়ার ব্যাপারে (‘ব্রেক্সিট’) জনগণের রায় নিতে সেদেশে গণভোট অনুষ্ঠিত হয় —
=২৩ জুন, ২০১৬
৪। WHO এর মতে, বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি?
=ইরানের জাবল
৫। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে জাতিসংঘ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কোন পুরস্কার পান?
প্লানেট ফিফটি-ফিফটি ও এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার লাভ।
.
উল্লেখ্য , বাংলাদেশি আরেকজন গবেষক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শাহরিয়ার আহমেদ জাতিসংঘের মোমেন্টাম অফ চেঞ্জ এ্যাওয়ার্ড পেয়েছে। তার উদ্ভাবিত প্রযুক্তি স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড। গত বছর এই প্রযুক্তির জন্য তাকে জার্মানীর সোলার এ্যাওয়ার্ডও প্রদান করা হয়।
.
৬। সার্জিকেল স্ট্রাইক কী?
.
সার্জিকেল স্ট্রাইক হচ্ছে আগে থেকে নির্ধারণ করে নির্দিষ্ট ভূ-খণ্ডে বা স্থাপনায় আকস্মিক ঘোষণা করে খুব দ্রুততার সহিত ফিরে আসা। এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে কোন স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া। কাউকে গ্রেফতার বা আটকের জন্য এই অভিযান পরিচালিত হয় না আর কোন ভূ-খণ্ডে আভিযান পরিচালনা করে সেটা দখল থাকা এটাও এই পরিচালনায় করা হয় না।
সম্প্রতি পাকিস্তানে পরিচালিত ভারতের কমান্ডো বাহিনীর আকস্মিক অভিযান। এর আগে জঙ্গী দমনের জন্য মায়ানমারেও এই ধরনের অভিযান চালানো হয়।
.
৭। থাড কী ?
==এটি হচ্ছে ক্ষেপনাস্ত্র দ্বারা একধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি পঞ্চমবারের মত উত্তর কোরিয়ার পারমানবিক বোমা পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট যৌথভাবে এই ব্যবস্থা গ্রহণ করে।
.
৮। স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড কী?
==বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ এক বাসা থেকে অন্য বাসায় ট্রান্সফারের প্রযুক্তি হচ্ছে স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড।
.
৯। অতিদারিদ্র্য কমে ১২.৯ শতাংশ: বিশ্ব ব্যাংক
=
১০।জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়
— 2 অক্টোবর 2016
সর্বপ্রথম স্মার্ট কার্ড দেওয়া হয়—
প্রথমে — রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
দ্বিতীয় — প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তৃতীয় — মাশরাফি বিন মর্তুজা
সাম্প্রতিক তথ্য : ২০১৬ ও ২০১৫
‘ অর্থনৈতিক সমীক্ষা-২০১৬’
মোট জনসংখ্যা = ১৫.৯৯কোটি মনে হয়
জনসংখ্যা বৃদ্ধির হার = 1. 37 (১.৩৬ – বিশ্ব ব্যাংক )
১। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান = ১৪২
২। জিডিপি প্রবৃদ্ধি হার > ৭.০৫%(২০১৬-১৭ বছরে প্রক্ষেপন ৭.২%)
৩। মাথাপিছু আয় > ১৪৬৬ মার্কিন ডলার
৪। দারিদ্র্যের হার > ২৪. ৮% । অতিদ্রারিদ্রের হার > ১২.৮%
৫। পদ্মাসেতু নির্মাণে ব্যয় > ২৮,৭৯৩.৩৯ কোটি টাকা ।
৬। জিডিপি আকার > ১৭,২৯,৫৬৭কোটি টাকা
৭।চলতি বাজার মূল্যে মাথাপিছু জিডিপির পরিমাণ ১,০৮,১৭২ টাক
৮।স্থির মূল্যে জিডিপিতে
শিল্পখাতের অবদান >> ৩১.২৮%
সেবা খাতের অবদান >>৫৩.৩৯%
কৃষি খাতের অবদান > ১৫.৩৩%
৯। জাতীয় সঞ্চয় হার > ৩০.০৮%
১০। বিনিয়োগ জিডিপির > ২৯.৩৮%
১১। খাদ্যশষ্য উত্পাদন > ৩৮৯.৯৭ লক্ষ মেট্রিক টন
১২। দেশের মোট জনগণের শতকরা ৭৫ভাগ বিদ্যু সুবিধা পাচ্ছে।
১৩। বিদ্যুত উত্পাদন ক্ষমতা > ১২,৩৩৯ মেগা ওয়াট ।
১৪।আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র > ২৬টি । মোট মজুদ ৩৮.০২ ট্রিলিয়ন ঘনফুট । তবে উত্তোলন যোগ্য ২৭.১২ ট্রিলিয়ন ঘনফুট । জ্বালানি তেলের মজুদ > ১০.৯১ লক্ষ মেট্রিক টন।
১৫। গড় মূদ্রাস্ফীতির হার > ৬.০১%। এপ্রিল ২০১৬ > ৫.৬১%
১৬। বৈদেশিক মুদ্রার রিজার্ভ > ২৯.১ বিলিয়ন মার্কিন ডলার ।
( Part -2)
. ১। জিডিপি প্রবৃদ্ধির হার প্রক্ষেপন
২০১৬-১৭ অর্থ বছরে >> ৭.২%
২০১৭-১৮ >> ৭.৪%
২০১৮-১৯ >>৭.৬%
নোট > বিগত ৬ বছরে( ২০০৯-১০ থেকে ২০১৪-১৫) জিডিপির গড় প্রবৃদ্ধি ৬.২%
======
২। রপ্তানি আয় > ২৭,৬৩৭.২২ মিলিয়ন মার্কিন ডলার
৩। আমদানি ব্যয় > ৩১,৩৩৫.৮ মিলিয়ন মার্কিন ডলার
৪। রেমিট্যান্স > ১২,২৫৫.২৯মিলিয়ন মার্কিন ডলার
৫। জনশক্তি রপ্তানি > ৫.৬২ লক্ষ জন।
৬। বৈদেশিক বাণিজ্য > ২৯৩৩ মিলিয়ন মার্কিন ডলার
৭। দেশে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান > ৪৫টি ।
৮। জলবায়ু তহবিলে বরাদ্দ টাকার পরিমাণ ৩, ০০০ কোটি টাকা।
৯। দেশে বর্তমানে প্রাথমিক স্কুলের সংখ্যা > ১, ১২, ১৭৬টি ( ব্র্যাক সেন্টার, মাদ্রাসা, শিশু কল্যাণ সহ)
১০। প্রাথমিকে ভর্তি হার >> ৯৭.৯% ( ছেলে: মেয়ে = ৪৯.১৪%: ৫০. ৮৬%)
১১। প্রাথমিকে ঝড়ে পড়ার হার >> ২০.৪%
১২। দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা > ৩৮টি।
১৩। দেশে বর্তমানে মেডিক্যাল কলেজের সংখ্যা >> ৩৬টি
১৪। দেশে বর্তমানে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা >> ১৩, ১৩৬টি।
১৫। স্থুল জন্মহার (প্রতি হাজারে ) > ১৮.২ ( জাতীয়)
১৬। স্থুল মৃত্যুহার (প্রতি হাজারে ) > ৫.২ জন ( জাতীয়)
১৭। প্রত্যাশিত গড় আয়ু >৭০.৭ বছর(জাতীয় )পুরুষ৬৯.১বছরনারী ৭১.৬বছর
১৮। জন প্রতি ডাক্তারের সংখ্যা >> ২১২৯ জন।
১৯।বিবাহের গড় বয়স >> পুরুষ ২৪.৯ বছর নারী ১৮.৩বছর
২০। শিশু মৃত্যু হার ( ১ বছরের কম প্রতি হাজারে ) > ৩০জন
২১। শিশু মৃত্যু হার ( ৫ বছরের কম প্রতি হাজারে ) > ৩৮জন
২২। মাতৃমৃত্যুহার >> ১.৯৩% (জাতীয় )
২৩। গর্ভনিরোধ ব্যবহার কারী > ৬২.২%
২৪। উর্বরতার হার ( মহিলা প্রতি ) >> ২.১১
২৫। দেশে আগামী ১৫বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার করা উদ্যোগে এখন পর্যন্ত ৫৬টির ( এপ্রিল ২০১৬ ) ( সরকারী ৪২ ও বেসরকারী ১৪) টির অনুমোদন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১১টি উদ্বোধন করা হয়েছে।
উপজেলা=৪৯০, সর্বশেষ ( কর্ণফুলী, চট্টগ্রাম)
থানা=৬৩৯ ,সর্বশেষ পটুয়াখালীর মহীপুর
পৌরসভা=৩২৬ ,সর্বশেষ , ফরীদপুরের আলফাডাঙ্গা।
ইউনিয়ন=৪৫৬২( জাতীয় তথ্য বাতায়ন) । নীকার >> ৪৫৩৬।
জেলা=৬৪
বিভাগ=৮ ,সর্বশেষ ময়মনসিংহ ।দেশের ক্ষুদ্রতম বিভাগ
– ময়মনসিংহ। মোট জেলা > ৪টি।
সিটি করপোরেশন=১২, সর্বশেষ ময়মনসিংহ
গ্রাম=৮৭৩৭২
স্থল বন্দর >> ২৩। সর্বশেষ > বাল্লা।
.গ্যাসক্ষেত্র –২৬টি (সর্বশেষ—রূপসা নারায়ণগঞ্জ)
বাংলাদেশের মাথাপিছু আয় >> ১৪৬৬ মার্কিন ডলার( অর্থনৈতিক সমীক্ষা-২০১৬’ ।
১১৯০ মার্কিন ডলার > বিশ্ব ব্যাংক
৫৪৫টি প্রশ্ন-উত্তর সাম্প্রতিক তথ্য- ২০১৫- ২০১৭ বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানঃ
১. মানব সূচক উন্নয়নে বাংলাদেশের অবস্থান কত?>> ১৪২।
২ জনসংখ্যায় বিশ্বে > ৮ম
৩. জনসংখ্যার দিক থেকে এশিয়ার – পঞ্চম
৪ জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় – তৃতীয়
৫ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে – চতুর্থ (১ম ইন্দোনেশিয়া)
৬,আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে – চতুর্থ।(১ম ভারত)
৭. ধান উৎপাদনে – চতুর্থ। (১ম চীন)
৮. পাট উৎপাদনে – ২য় । (১ম ভারত)
৯.পাট রপ্তানিতে – ১ম ।
১০. চা উৎপাদনে -চতু

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

1 comment:

  1. আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি পোস্ট পোস্ট দেয়ার জন্য।

    ReplyDelete

close