Breaking

Saturday, March 9, 2019

বাংলাদেশ নিয়ে বর্তমান কিছুু প্রশ্ন যা চাকরির পরীক্ষার জন্য পড়ে রাখা জরুরী

Bangladesh in job Exam

01. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি
=> ২১তম
02. বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী
=> ১৪তম
03. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম
=> সৈয়দ মাহমুদ হোসেন, ২২তম
04. বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এবং কত তম
=> কে এম নুরুল হুদা, ১৬তম
05. বাংলাদেশের বর্তমান স্পিকার
=> শিরীন শারমিন চৌধুরী
06. বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর কে, কত তম
=> ফজলে কবির , ১১ তম
07. বর্তমানে বাংলাদেশের এনবিআর এর চেয়ারম্যান
=> মোশাররফ হোসেন ভূঁইয়া
08. নতুন আইজিপির নাম
=> মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
09. বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব
=> মুসলিম চৌধুরী
10. বর্তমানে ঢাবির উপাচার্য
=> অধ্যাপক মো. আখতারুজ্জামান

-----------------------------------------------------
11. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটারের নাম
=> ‘মিশিগান মাইক্রো মোট’ (আকার মাত্র দশমিক তিন মিলিমিটার)
12. জাতিসংঘ শান্তিরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান
=> ২য় (শীর্ষ- ইথিওপিয়া)
13. দুষিত বায়ুর সূচকে বাংলাদেশের অবস্থান
=> ২য় (শীর্ষ -নেপাল)
14. .প্রবাসী হওয়ার সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৫ম (শীর্ষ -ভারত)
15. বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৬ষ্ট (শীর্ষ -হন্ডুরাস)
16. জনসংখ্যার ঘনত্ব সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৭ম
17. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান
=> ৮ম
18. বিশ্ব অর্থনীতির বাংলাদেশের অবস্থান
=> ৪২তম
19. সামরিক শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৫৭ তম (শীর্ষ-যুক্তরাষ্ট্র)
20. শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৮৪ তম (শীর্ষ - আইসল্যান্ড)

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close