Breaking

Sunday, April 14, 2019

নিবন্ধন আপডেট- (পর্ব ০৯) একটি প্রশ্ন ১০০% কমন আসবে

Learn_General_Knowledge
বাংলাদেশের নদ-নদী
___________________
নিবন্ধন আপডেট- (পর্ব ০৯) একটি প্রশ্ন ১০০% কমন আসবে

★ বাংলাদেশে নদ নদী সংখ্যা-- ৩১০টি
★বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ-- ২৪,১৪০ কিমি ( প্রায়)
★বাংলাদেশের আন্তর্জাতিক নদী--১টি পদ্মা।
★বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালী -- সুরমা -মেঘনা নদী প্রণালী। ৬৬৯ কিমি প্রায়।
★ বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত- হারুকান্দি,ফরিদপুর
★ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদী-- হালদা নদী
★ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বলা হয় -- হালদা নদীকে
★ বাংলাতেশের একমাত্র মৃত নদী-- ভোলা নদী ( বাগেরহাট)
★ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে -- আত্রাই নদী
★নদ-নদীর বিজ্ঞান সম্পর্কিত আলোচনা করাকে বলে -- Potomology
★ বাংলাদেশের প্রধান নদী বন্দর -- ঢাকা,নারায়ণগঞ্জ,চাঁদপুর,বরিশাল এবং খুলনা।
বাংলাদেশের ক্ষুদ্রতম নদী -- গোবরা নদী (তেঁতুলিয়া)

★ বাংলাদেশের প্রশস্ততম নদী-- মেঘনা।
★বাংলাদেশের চিরযৌবনা ও দীর্ঘতম নদী-- মেঘনা
★ব্রক্ষ্মপুত্র নদের প্রাচীন নাম-- লৌহিত্য
★ জোনাই যে নদীর পূর্বনাম -- যমুনা নদীর
★অধিক চরবেস্টিত নদী -- যমুনা

★গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে -- পদ্মা নামে
★পদ্মা নদীর প্রাচীন নাম-- নলিনী
★পদ্মা নদীর অপর নাম -- কীর্তিনাশা
★ বুড়িগঙ্গা নদী -- ধলেশ্বরীর শাখা নদী
★ বুড়িগঙ্গার পূর্বনাম -- দোলাই নদী

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close