Breaking

Friday, May 3, 2019

Bcs exam questions solution ৪০তম বিসিএস প্রিলি আন্তর্জাতিক অংশের সমাধান


Bcs exam questions solution

.
১. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
= ১৯৪৮ সালে ( সবার কমন)
২. OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
= ২য় শীর্ষ সম্মেলনে ( ১৯৭৩ সালের (৫-৯ সেপ্টেম্বর) ( খটকা ছিল, যারা রিটেন দিয়েছে তারা অনেকেই পেরেছে ।
৩. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারতসম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
= বালাকোট ( যারা পত্রিকা পড়ে ও খবর শোনে তাদের কমন)
৪.নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে?
= ভারত ( সবাই ১৮ সালের বা আজেন্টিনার টা পড়েছে তাই অনেকেই পারেনি। )
৫. দ্যা আইডিয়া অব জাস্টিস - গ্রন্থের রচয়িতা কে?
= অমর্ত্য সেন ( আনকমন )
৬. শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিচ দেওয়া হয়েছে?
= হাম্বানটোটা (সবার কমন)
৭. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
= কিউবা( সবার কমন )
৮. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Tge 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য রয়েছে?
=১৭ টি(সবার কমন )
৯. ‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
= জলবায়ু পরিবর্তন (সব গাইডে নাই বাট সম্প্রতি কোনো এক চাকরির পরীক্ষায় এসেছিল)
১০.জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
= ১৯৮২ সালে(সবার কমন)
১১.বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন(ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
= কাটোউইস, পোল্যান্ড (সবার কমন)
১২. Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
= উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া ( হট টপিকস ছিল অনেকেই পেরেছে, সব বইয়েই আছে)
১৩. BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে --
= New Development Bank(NDB)( সব বইয়ে আছে)
১৪. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
= জিবুতি ( সবার কমন)
১৫.নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
= BIMSTEC(সবার কমন )
১৬. নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
= NAM( সবার কমন সব বইয়ে আছে)
১৭. জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়?
= নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য (৩৮ বিসিএসে আসছিল বাট তারিখ দিয়ে )
১৮. মিনস্ক কোন দেশের রাজধানী?
= বেলারুশ ( মোটামুটি অনেকেই পেরেছে )
১৯. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়?

=ফেব্রুয়ারি, ২০১৯ সালে ( আনকমন)
২০. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
= প্রশ্নটি ভুল ছিল । বাল্টিক রাষ্ট্র হলো লিথুনিয়া, এস্তোনিয়া, লাটভিলা > এগুলো সবাই জানে ।
===

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close