Breaking

Friday, October 4, 2019

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষের ইংরেজি আবশ্যিক (নন-ক্রেডিট) পরীক্ষার সিলেবাস

Hons 2nd Year English Syllabus

অনার্সে ২য় বর্ষে ইংরেজি আবশ্যিক নন ক্রেডিট বিষয়ে ১০০ মার্কের মধ্যে ৩৩ পেলে পাশ। পূর্বে পাশ নম্বর ছিল ৪০।

National University Honours 2nd Year English (Compulsory) exam syllabus

• 1. নাম্বারে একটা passage থাকবে, passage এর উপর ভিত্তি করে A, B, C, D আকারে প্রশ্ন থাকবে। passage এ মোট ২০ মার্ক বরাদ্দ থাকবে।


• 2. নাম্বার প্রশ্নে incorrect বাক্য থাকবে ৭ টা যোকোন ৫ টি বাক্য correct করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে।

• 3. নাম্বারে poster, advertisement, notice, slogan এই ৪ টার ভিতর যেকোনো ২ টা থাকবে ১ টা লিখতে হবে। এখানে ৪ মার্ক বরাদ্দ থাকবে। এত পড়ার থেকে একে এড়িয়ে যাওয়া ভালো। আর না পড়েও লিখতে পারবেন শুধু নিয়ম গুলো জেনে নিয়েন।

• 4. নাম্বারে থাকবে paragraph। ৩ টা paragraph থাকবে ১ টা লিখতে হবে। paragraph এ ৮ মার্ক বরাদ্দ থাকবে।

• 5. নাম্বারে থাকবে application এবং letter যেকোন ১টির উত্তর দিতে হবে। এখানে ৮ মার্ক বরাদ্দ থাকবে।

• 6. নাম্বারে থাকবে essay বা composition। ৩ টা essay থাকবে ১ টা লিখতে হবে। এখানে ১৫ মার্ক বরাদ্দ থাকবে।

• 7. নাম্বার প্রশ্নে rearrange থাকবে ৭ টা যোকোন ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে।

• 8. নাম্বার প্রশ্নে wh-question থাকবে ৭ টা যোকোন ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে।

• 9. নাম্বার প্রশ্নে articles থাকবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে।

• 10. নাম্বার প্রশ্নে right form of verbs থাকবে ৭ টা যোকোন ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে।

• 11. নাম্বার প্রশ্নে ছোট passage থাকবে এবং passage কে punctuate ও capitalise করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে।


• 12. নাম্বার প্রশ্নে changing parts of speech থাকবে ৭ টা যোকোন ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে।

• 13. নাম্বার প্রশ্নে synonyms ও antonyms থাকবে ৭ টা যোকোন ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে।

• 14. নাম্বার প্রশ্নে translate into English থাকবে যেখানে আপনাকে বাংলা থেকে ইংরেজি করতে হবে এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে।

আরো ভাল করে বুঝতে চাইলে এই ভিডিওটা দেখুন

ইংরেজি আবশ্যিক নন ক্রেডিট বিষয়ে ভালো করতে হলে গ্রামার ভালোভাবে আয়ত্তে আনতে হবে গ্রামার এ ভালো করলে ইংরেজিতে ভালো রেজাল্ট করা অনেক সহজলভ্য। আর কেউ যদি মনে করেন বিগত সালের প্রশ্ন পরে ইংরেজি তে ভালো করতে পারবেন এটি কল্পনা মাত্র কারণ বিগত সালের প্রশ্ন থেকে সেভাবে কোন প্রশ্ন আসেনা পরিক্ষায়।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close