Breaking

Saturday, March 14, 2020

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০২০ বিজ্ঞপ্তি প্রকাশ || National University College Ranking 2020

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2019 সালের জন্য নির্ধারিত KPI এর ভিত্তিতে অধিভুক্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পারফরম্যান্স ব্যাংকিং করে জাতীয় পর্যায়ে ৮ টি সেরা কলেজ (সাধারণ ১টি সরকারি ১টি বেসরকারি ১টি মহিলা ১টি) এবং ৮ বিভাগভিত্তিক অঞ্চলের প্রত্যেকটি থেকে সর্বোচ্চ ১০ টি করে ৮০টি।
National University College Ranking 2020
National University College Ranking 2020


এভাবে সমগ্র দেশে মোট ৮৮ টি সেরা কলেজ কে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে ও সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।

KPI সম্পর্কিত তথ্য হবে পহেলা জানুয়ারি 2019 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে কলেজ এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজ র‌্যাংকিং ফর্ম 2019 পূরণ করে আবেদন করতে হবে।

অনলাইনে পূরণকৃত আবেদন পাঠানোর শেষ তারিখঃ 31 মার্চ 2020
National University College Ranking 2020

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close