Breaking

Tuesday, August 25, 2020

বিসিএস+প্রাইমারীসহ ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চুড়ান্ত সাজেশন।bcs+primary and 17th ntrca suggestions

১। দেশের প্রথম LNG টার্মিনাল তৈরি হয়েছে কোথায়?
উত্তরঃ মহেশখালী, কক্সবাজার।

২। নতুন উদ্ভাবিত "গৌড়মতি" কিসের নাম
উত্তরঃ আমের নাম

৩। দেশের প্রথম "অপেরা হাউজ" গড়ে তোলা হচ্ছে কোথায়?
উত্তরঃ হাতিরঝিল

৪। বঙ্গবন্ধু শেখ মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ১৯৬৬

৫। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

৬। চা গবেষণা কেন্দ্র কোথায়
উত্তরঃ শ্রীমঙ্গল, সিলেট

৭। আলু গবেষণা ইনস্টিটিউট কোথায়ঃ
উত্তরঃ রংপুর

৮। শেখ হাসিনা সফটওয়্যার পার্ক অবস্থিত কোথায়?
উত্তরঃ যশোর

৯। বর্তমান_বাংলাদেশে গ্যাসক্ষেত্র কতটি
উত্তরঃ ২৮টি
*সর্বশেষ গ্যাসক্ষেত্রঃ শ্রীকাইল পূর্ব-১ (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

১০। বর্তমানে নদীবন্দর কতটি
উত্তরঃ ৩৪ টি
সর্বশেষ মিরসরাই-রাসমনি নদীবন্দর (চট্টগ্রাম)।

১১। ভারত-নেপাল সীমান্তবর্তী বির্তকিত স্থান "কালাপানি" এর আয়তন কত?
উঃ 400 kmS

১২। বিশ্বে কোন দেশ lockdown নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে?
উঃ তিউনিসিয়া

১৩.ঘূর্ণিঝড় "আমফান" বাংলাদেশ আঘাত এনেছিলো কত তারিখে?
উঃ ২০ মে ২০২০

১৪। হিমালয়ের চূড়ায় 5G চালু করেছে সম্প্রতি কোন দেশ?
উঃ চীন, (হুয়াওয়ে)

১৫। বর্তমানে বাংলাদেশের রপ্তানী বাণিজ্যে ২য় অবস্থানে অবস্থান করছে কোন খাত?
উঃ পাট

১৬। চা রপ্তানিতে বিশ্বে শীর্ষে আছে কোন দেশ?
উত্তরঃ চীন

১৮। বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান প্রধান (Head of Women’s) কে?
উত্তরঃ সুইনু প্রু মারমা

১৯। করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উঃ ১৯৬০ সালে

২০। COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উঃ SARS-COV-2 ।

২১। কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উঃ ১১ মার্চ, WHO

২২। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
উঃ ৮ মার্চ২০২০

২৩। IEDCR- পূর্ণরুপ কী?
উঃ Institute of Epidemiology, Diseases Control and Research.

২৪। LOAC ও LOC কি
উত্তরঃ Line of actual control(ভারত-চীন সীমান্ত রেখা) ও
of control(ভারত পাকিস্তান সীমান্ত রেখা)

২৫ | ভেনেজুয়েলার রাজধানীর নাম কি
উত্তরঃ কারাকাস
bcs+primary and 17th ntrca suggestions
bcs+primary and 17th ntrca suggestions


২৬। সম্প্রতি নতুন "গিরিখাতের" সন্ধান পাওয়া গেছে
উত্তরঃ শ্রীমঙ্গলে

২৭| এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক দল
উত্তরঃ কংগ্রেস

২৮। ৭৫ বছর পূর্তিকে কি বলা হয়?
উত্তরঃ প্লাটিনাম জয়ন্তী

২৯। আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি '- গানটির রচয়িতাকে
উত্তরঃ আবদুল গফফার চৌধুরী

৩০। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি
উত্তরঃ রাঙ্গামাটি

৩১। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভনরকে
উত্তরঃ স্যার ফজলে করিব(১১তম)

৩২। ঢাকা প্রাচীন কালে কোন জনপদের অংশ ছিলো
উত্তরঃ বঙ্গ

৩৩। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন
উত্তরঃ ১৭ বার

৩৪। পানিপথের ১ম যুদ্ধ কত সালে
উত্তরঃ ১৫২৬ সালে

৩৫। ৩৬০ আউলিয়ার শহর কোনটি-
উত্তরঃ সিলেট

৩৬। বাংলার ১ম স্বাধীন সুলতানকে
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ

৩৭। বাংলাদেশের বর্তমান ক্রিকেট কোচ কে
উত্তরঃ রাসেল ডমিঙ্গো(দক্ষিণ আফ্রিকা)

৩৮। সোয়াজিল্যান্ড এর বর্তমান নাম কি - উত্তরঃ কিংডম অব ইসওয়াতিনি

৩৯ । বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন খাতে
উত্তরঃ বিদ্যুৎ

৪০। ফরাসি বিপ্লব হয়েছিল কত সালে
উত্তরঃ ১৭৮৯

৪১। বাংলাদেশ ও ভারতের সীমারেখা
উত্তরঃ রেডক্লিফ লাইন

৪২। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী
উত্তরঃ বেরিং প্রণালী

৪৩। আফ্রিকা থেকে ইউরোপকে হতে পৃথক করেছে
উত্তরঃ জিব্রাল্টার প্রনালী

৪৪। ভ্লাদিভোস্টক কোন দেশের
সমুদ্রবন্দর?
উত্তরঃ রাশিয়া

৪৫। সিয়েরা লিওন ভাষা কি -
উত্তর ইংরেজি

৪৬। ডেনমার্ক আইনসভা নাম কি
উত্তরঃ ফোকেটিং

৪৭। উগান্ডা -মুদ্রার_নাম :
উত্তরঃ শিলিং

৪৮। ন্যাটোর সর্বশেষ দেশ কত টি
উত্তর : ৩০টি সর্বশেষ উত্তর মেসিডোনিয়া
(যোগদানঃ ২৭.০৩.২০২০)

৪৯। OIC এর বর্তমান মহাসচিব
উত্তরঃ শেখ ইউসুফ বিন অাহমেদ অাল উথাইমিন(সৌদিঅারব)

৫০।| কম্পিউটারের কী-বোর্ডকে কী বলা হয়?
উত্তরঃ কনসোল



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close