Breaking

Sunday, August 23, 2020

প্রাইমারী ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চুড়ান্ত সাজেশন। primary and 17th ntrca exam suggestions

১। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র—
- হাসিনা: অ্যা ডটার'স টেল
২। বাংলাদেশ পুলিশ একাডেমি কোন জেলায় অবস্থিত?
- রাজশাহী
৩। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
- নিউট্রন ও প্রোটন
৪। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কি?
- এক্সোস্ফিয়ার
৫। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
- মাউরি
৬। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
- চারটি
৭। ব্যারোমিটার আবিষ্কার করেন—
- টরেসিলি
৮। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
- ব্রোমিন
৯। অর্কিড কি ধরনের উদ্ভিদ?
- পরাশ্রয়ী
১০। আখ গাছের জন্য ক্ষতিকর কীট—
- মাজরা পোকা
11. Do not hate the poor. বাক্যটির Passive form হবে—
- Let not the poor be hated
12. Karim had his car _____ by a mechanic yesterday
- repaired
13. Boot leg mens —
- smuggle
14. A friend ______ in need is a friend indeed
- in
15. A person who writes about his own life writers—
- an autobiography
16. Good Morrow is —
- love poem
17. The antonym of 'Harbinger' is —
- follower
18. He is popular ______ all ______ his goodness
- with, for
19. I went to the market with a view to _______ a book.
- buying
20. Draw _____ picture of _____ owl
- a, an
২১। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে?
- কোলকাতা
২২। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?
- প্রমথ চৌধুরী
২৩। 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা?
- তামিল
২৪। বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়?
- ৩ ভাগে
২৫। 'ব্যাকরণ' শব্দটির সঠিক বিন্যাস কোনটি?
- বি+আ+কৃ+অন
 primary and 17th ntrca exam suggestions
 primary and 17th ntrca exam suggestions

২৬। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
- অর্থতত্ত্ব
২৭। 'বৃক্ষমালা' যে কারণে অশুদ্ধ?
- বচনজনিত
২৮। 'অত্র অফিসের সবাই আজ উপস্থিত' বাক্যে 'অত্র' শব্দটি যে কারণে অশুদ্ধ--
- শব্দ প্রয়োগজনিত
২৯। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
- অব্যয়
৩০। পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?
- অপনিহিতি
৩১। আপনার কাছে পাঁচটি আধুলি ,৮ টি সিকি আছে । আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে ?
- ০৫
৩২। কোন সংখ্যার এক চতুর্থাংশ থেকে ৪ বিয়োগ করলে বিয়োগফল হয় ২০। সংখ্যাটি কত?
- ৯৬
৩৩। পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?
- ২৬ ও ২৭
৩৪। 1.1, 0.01 ও 0.0011 এর সমষ্টি কত?
- 1.1111
৩৫। 4x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
- 9
৩৬। x2 - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
- 2
৩৭। (4a2 + 9b2) রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
- 12ab
৩৮। (2x + 1) এর বর্গ কত?
- 4x² + 4x + 1
৩৯। ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A =১১৫° হলে ∠B = কত?
- ৬৫°
৪০। AB রেখাংশের উপর Pএকটি বিন্দু হলে কোন সম্পর্ক সবসময় প্রযোজ্য?
- AB > AP
৪১। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
- ভূমিকম্প
৪২। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল--
- কমেকন
৪৩। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ' শান্তি সংবিধান ' বলা হয় ?
- জাপান
৪৪। কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?
- জর্জ ওয়াশিংটন
৪৫। রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?
- ১৯১৭ সালে
৪৬। সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ?
- গ্রিস ও তুরস্ক
৪৭। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?
-১৮৪৬ সালে
৪৮। বাংলাদেশে প্রথম আদমশুমারী কত সালে অনুষ্ঠিত হয়?
- ১৯৭৪ সালে
৪৯। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
- ৬–১১ বছর
৫০। কোন শ্রেণী পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছে ?
- দ্বাদশ শ্রেণী
✍সবগুলো পর্ব পেতে সাথেই থাকুন। আগের পর্বগুলো গ্রুপে খোঁজে না পেলে ইনবক্সে নক দিন।
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close