Breaking

Tuesday, December 15, 2020

প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য পদ্মাসেতু সম্পর্কে যত প্রশ্ন।

 পদ্মা সেতু

শুধু গর্বের গর্বিত হলেই তো হবে না
জানতে হবে, পড়তে হবে, মনে রাখতে হবে
তবেই তো সার্থকতা সম্পূর্ণ হবে
১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন:নদী শাসনের কাজ করছে?
উত্তর:চীনের সিনো হাইড্র
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।

Primary Suggestions
Primary Suggestions


১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
২১. প্রশ্ন:সেতু নির্মাণ করছে?
উত্তর:চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লি.
২২.প্রশ্ন:কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর:৭ ডিসেম্বর ২০১৪।
২৩.প্রশ্ন:কতটি জেলার সাথে সংযোগ করবে?
দক্ষিণের ২১ জেলা.
২৫. প্রশ্নঃসংযোগস্থল?
উত্তর: মাওয়া(মুন্সীগঞ্জ) এবং জাজিরা (শরীয়তপুর)
২৬.প্রশ্ন পদ্মা সেতুর স্প্যান পিলার সংখ্যা কত স্থাপনের তারিখ?
‌‌উত্তর: প্রথম স্প্যান ৩০ সেপ্টেম্বর ২০১৭
৪১ তম স্প্যান ১০ ডিসেম্বর ২০২০।
পিলার ৪২ টি স্প্যান ৪১
১ম স্প্যান ব‌সে ৩৭-৩৮ নং পিলারের উপর
৪১তম স্প্যান ব‌সে ১২-১৩ পিলারের উপর
২৭.প্রশ্ন:দেশের জিডিপি বাড়াবে কত?
উত্তরঃ১.২%
২৮.প্রশ্ন :পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে?
উত্তর:সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ)
২৯.প্রশ্নঃ "চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন" কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার___
উত্তর:২০১৪ সালের ১৮ জুন


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close