Breaking

Wednesday, December 16, 2020

এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা।

 করোনা মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষাগুলো আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এসব পরীক্ষা চলবে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক মো. ফয়জুল করিম।
তিনি আরও জানান, এ পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Hons 4th Year Exam News
Hons 4th Year Exam News





উল্লেখ্য যে, করোনা মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সেই স্থগিত পরীক্ষা আবারো শুরু হতে যাচ্ছে। যদিও এর মাঝেই প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা বড় সার্কুলার হাতছাড়া হয়েছে তাদের। তবে শর্ত সাপেক্ষে ৪৩ তম বিসিএস এ আবেদনের সুযোগ থাকছে।


এই পরীক্ষাটি অনুষ্ঠিত হলে একটা বড় ধরনের চাপ থেকে বাঁচবে বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীর একাংশ। যদিও তাদের অনেকটা সময় নস্ট হয়েছে তবুও এই সংবাদে তারা খুশি বলেই জানা যায়।

এখন অপেক্ষা শুধু রুটিন প্রকাশের।

সুত্রঃ দৈনিক শিক্ষা


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close