Breaking

Tuesday, February 2, 2021

প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্নোত্তর।

 ১. অনুপাতের একক কোনটি? 

ক) মিটার

খ) সে.  মি. 

গ) ফুট

ঘ) অনুপাতের কোন একক নেই ★


২. a : b = 3 : 2 এবং b : c =7 : 6 হয়, তবে c : a= কত? 

ক) 2 : 6

খ) 3 : 7

গ) 2 : 7

ঘ) 4 : 7 ★


৩. ৪ : ৯ এর ব্যস্তানুপাত কত? 

ক) ২ : ৩

খ) ৮ : ১৮

গ) ৯ : ৪ ★

ঘ) ১৬ : ৮১


৪. বৃত্তের পরিধি  ও ব্যাসের অনুপাত কোনটি? 

ক) ২২ : ৭ ★

খ) ২২ : ৬

গ) ৭ : ২২

ঘ) ২২ : ৫


৫. দুটি বৃত্তের ব্যাসাধ্যের অনুপাত ৩ : ২।  বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 

ক) ২ : ৩

খ) ৯ : ৪ ★

গ) ৪ : ৯

ঘ) ৩ : ৪


৬. একটি মাছ ২৫% লাভে বিক্রি বরা হলে উহার ক্রয়মুল্য  ও বিক্রয় মুল্যের অনুপাত নির্ণয় করুন।

ক) ৫ : ৬

খ) ৪ : ৬

গ) ৪ : ৫ ★

ঘ) ৪ : ৩


৭. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুইটির অনুপাত কত?

ক) ৯ : ২ ★

খ) ৪৫ : ২

গ) ৪৫০ : ১

ঘ) ৯ : ১


৮. ৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ২,  ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমান কত? 

ক) ৩৯ লি, ২৪ লি

খ) ৪৯ লি, ১৪ লি ★

গ) ১৪ লি, ৪৯ লি

ঘ) ২৯ লি, ১৪ লি


৯. ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একটি সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত? 

ক) ৯৬ ফুট ★

খ) ৯০ ফুট

গ) ৮০ ফুট

ঘ) ৭২ ফুট


১০. ৬ টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪ টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০ টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে? 

ক) ১৫ টি ★

খ) ১৮ টি

গ) ১৬ টি 

ঘ) ২০ টি


১১. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? 

ক) ২ লিটার ★

খ) ৪ লিটার

গ) ৬ লিটার

ঘ) ১০ লিটার


১২. দুইটি দ্রব্যের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ১৭.৮৫ টাকা হলে, প্রথমটির মুল্য কত? 

ক) ১২.৭৫ ★

খ) ১৩.৭৫

গ) ১১৪.৭৫

ঘ) ১৫.৭৫


১৩. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে কোণ তিনটির মান কত? 

ক) ৪৫ ডিগ্রি ৬০ ডিগ্রি ৭৫ ডিগ্রি  ★

খ) ৬০ ডিগ্রি ৯০ ডিগ্রি ৭৫ ডিগ্রি 

গ) ৪৫ ডিগ্রি  ৭৫ ডিগ্রি ৬০ ডিগ্রি 

ঘ) ৪৫ ডিগ্রি ৬০ ডিগ্রি ৯০ ডিগ্রি


১৪. ৬০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার? 

ক) ৩০ ★

খ) ২০

গ) ৪০

ঘ) ১০


১৫. দুইটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত? 

ক) ৪৯

খ) ৫৬ ★

গ) ৫৪

ঘ) ৬০


Primary Job Suggestions
Primary Job Suggestions



১৬. সংযোগজ্ঞাপন সর্বনাম কোনটি? 

ক) কিছু 

খ) স্বয়ং 

গ) যে ★

ঘ) তাবৎ


১৭. 'মেঘলা' কি ধরণের শব্দ? 

ক) বিশেষ্য

খ) বিশেষণ ★ 

গ) সর্বনাম 

ঘ) ক্রিয়া


১৮. সর্বজন, - এর বিশেষণ   কি? 

ক) বিশজন

খ) সর্বজনীন ★

গ) বিশ্বজনীন

ঘ) ঐশ্বরিক


১৯. ' তুমি না বলেছিলে এখানে অাসবে ' - এখানে ' না ' এর ব্যবহার কি অর্থে? 

ক) প্রশ্নবোধক 

খ) না- বোধক

গ) হ্যা -বোধক ★

ঘ) বিস্ময়সূচক


২০. তার হাতের লেখা খুব ভালো - এখানে খুব কি পদ? 

ক) ক্রিয়া

খ) বিশেষ্য

গ) সর্বনাম 

ঘ) বিশেষণ ★


২১. 'ভূগোল ' শব্দটির বিশষণ পদ কোনটি? 

ক) ভুগোলক

খ) ভৌগলিক ★

গ) ভোগোলিক

ঘ)ভূগলিক


২২. অাপন ভাল সবাই চায়, - এখানে ভাল কোন পদ? 

ক) বিশেষ্য ★

খ) বিশেষণ

গ) সর্বনাম

ঘ) অব্যয়


২৩. অধিকরণ কারকের উদাহরণ তোনটি? 

ক) তিলে তৈল অাছে ★

খ) দুধ থেকে ঘি হয়

গ) মেঘ থেকে বৃষ্টি হয়

ঘ) তিলে তৈল হয়


২৪. অালোয় অাঁধার দূর হয় - বাক্যে 'অালোয়' কোন কারকের উদাহরণ? 

ক) অপাদান

খ) করণ ★

গ) অধিকরণ

ঘ) কর্ম


২৫. সাদা মেঘে বৃষ্টি হয় না - এখানে মেঘ কোন কারক? 

ক) কর্ম

খ) অপাদান ★

গ) সম্প্রদান

ঘ) অধিকনণ


২৬. 'দেশের জন্য সেবা কর' দেশের কোন কারকে কোন বিভক্তি? 

ক) কর্তায় শূন্য

খ) কর্মে শূন্য

গ) কর্মে ষষ্ঠী 

ঘ) সম্প্রদানে ষষ্ঠী ★


২৭. 'যেখানে বাঘের ভয় সেখানে সন্ধা হয়'। বাক্যে বাঘের কোন কারকে কোন বিভক্তি? 

ক) অপাদানে ষষ্ঠী ★

খ) কর্মে ষষ্ঠী 

গ) অপাদানে সপ্তমী 

ঘ) করণে শূন্য


২৮. 'অহংকার পতনের মূল' - বাক্যে অহংকার কোন কারকে কোন বিভক্তি? 

ক) কর্মে শূন্য

খ) করণে শূন্য ★

গ) অধিকরণে শূন্য

ঘ) কর্তায় শূন্য


২৯. 'পাগলে কি না বলে' - বাক্যে পাগলে কোন কারকে কোন বিভক্তি? 

ক) কর্তায় ষষ্ঠী 

খ) কর্তায় ২য়া

গ) কর্তায় সপ্তমী ★

ঘ) কর্তায় শূন্য 


৩০. ' মাঠে ধান ফলেছে' বাক্যে 'মাঠে' কোন কারক? 

ক) ভাবাধিকরণ

খ) কালাধিকরণ

গ) বিষয়াধিকরণ

ঘ) স্থানাধিকরণ ★


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close