Breaking

Wednesday, February 3, 2021

প্রাইমারী পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্নোত্তর পর্ব-২৭

 ১. ' অাকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) হটাৎ

খ) তিরোভাব 

গ) স্থির

ঘ) চিরন্তন ★


২.'  অাদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) নিষিদ্ধ ★

খ) উদ্যত

গ) হাজির

ঘ) অনাসক্ত


৩.' অতিকায়' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) অল্প

খ) অণু

গ) ক্ষুদ্রকায় ★

ঘ) বৃহৎ


৪. ' প্রসন্ন' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) দুঃখ

খ) বিষণ্ন ★

গ) কষ্ট

ঘ) অপ্রসন্ন 


৫. ' প্রাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) অর্বাচীন ★

খ) বর্তমান

গ) নতুন

ঘ) পুরাতন


৬. ' উত্তপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) শৈত

খ) শীত

গ) বরফ

ঘ) শীতল ★


৭. ' উগ্র' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) চপল

খ) বিজ্ঞ

গ) মেজাজ

ঘ) সৌম্য ★


৮. ' উচাটন' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) প্রশান্ত ★

খ) উত্তাল

গ) উচুনিচু

ঘ) সমতল


৯. ' বামেতর' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) বাম চোখ

খ) ইতর

গ) ডান ★

ঘ) বাম দিক


১০. ' মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) নির্বোধ ★

খ) প্রভা

গ) স্থিরতা

ঘ) মনস্বিতা


Primary Job Suggestions
Primary Job Suggestions



১১. ' কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) অকুটিল

খ) সরল ★

গ)  বাঁকা

ঘ) হালকা


১২. ' শর্বরী' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) দিবস ★

খ) রজনী

গ) দীন

ঘ) রাত


১৩. ' নিমগ্ন' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) উদাসীন ★

খ) জাগরিত

গ) অপকর্ষ

ঘ) নিস্তেজ


১৪. ' নিরাকার ' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) অাকার 

খ) সাকার ★

গ) দৃশ্যমান

ঘ) অদৃশ্য


১৫. ' বিদিত' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) গৃহীত

খ) বিদীর্ণ

গ) বিসর্জন

ঘ) অজ্ঞাত ★


১৬. ' তিমির ' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) কালো

খ) অন্ধকার

গ) অালো ★

ঘ) রাত্রী


১৭. ' ক্ষীয়মাণ' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) বৃহৎ

খ) বর্ধিষ্ণু 

গ) বর্ধমান ★

ঘ) বৃদ্ধিপ্রাপ্ত


১৮. ' চপল' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) ঠাণ্ডা

খ) চালাক

গ) রাশভারী ★

ঘ) সরল


১৯. ' তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) শৈত্য ★

খ) শীতল

গ) হিম

ঘ) উত্তাপ


২০. ' বিশ্রী' শব্দের বিপরীতার্থক শব্দ  কোনটি? 

ক) শ্রীত

খ) শ্রী

গ) সুন্দর ★

ঘ) কৃশ


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close