Breaking

Friday, February 5, 2021

প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্নোত্তর পর্ব - ২৮

 ১. বারাক ওবামা যুক্তরাষ্টের কততম প্রেসিডেন্ট? 

ক) ৪৪ ★

খ) ৪৫

গ) ৪২

ঘ) ৪৩


২. FIFA কত সালে প্রতিষ্ঠিত হয়? 

ক) ১৯০৫

খ) ১৯০৪ ★

গ) ১৯২৪

ঘ) ১৯১৪


৩. 'জীবন তরী ' কি? 

ক) কাব্যগ্রন্থ

খ) সিনেমা

গ) ভাসমান হাসপাতাল ★

ঘ) সংগঠন


৪. Which one is in singular number? 

ক) Criteria 

খ) Data

গ) Agenda 

ঘ) Index ★


৫. Able, শব্দটির Verb নিচের কোনটি? 

ক)  Unable

খ) Enable ★

গ) Disable

ঘ) ability


৬. The word ' Indigenous ' is meaning of -

ক) Foreign

খ) Native ★

গ) Local

ঘ) Remote


৭. ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত? 

ক) ৪০%

খ) ২৫%

গ) ৮০%

ঘ) ৭৫% ★


৮. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল, সা, গু, ৯৬ হলে গ, সা, গু, কত? 

ক) ৩২

খ) ১২

গ) ১৬ ★

ঘ) ২৪


৯. কোন অারব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান কনে? 

ক) সৌদিঅারব

খ) ইরাক ★

গ) ইরান 

ঘ) লেবানন


১০. Which is adjective? 

ক) special ★

খ) laugh

গ) crime

ঘ) mister


১১. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমুহের যোগফল কত? 

ক) ৫০৫০ ★

খ) ৫০০১

গ) ৪৯৯৯

ঘ) ৫৫০১


১২.'Salt of life' Stands for -

ক) sorrows of life

খ) saline water 

গ) sodium chloride

ঘ) valuable things ★


১৩. ৫০০ টাকার অাম কত টাকায় বিক্রয় করলে ৩.৫% লাভ হবে? 

ক) ৫১২.৫০

খ) ৫১৭.৫০ ★

গ) ৫১৫.৫০

ঘ) ৫১০.০০


১৪. সুইডেন এর মুদ্রার নাম কি? 

ক) পাউন্ট

খ) ডলার

গ) ক্রোনা ★

ঘ) গিলো


১৫. ' পয়জার ' এর সমার্থক শব্দ কোনটি? 

ক)  ছুতার

খ) পাদুকা ★

গ) উন্মাদ

ঘ) দাঁড়িপাল্লা 


Primary Job Suggestions
Primary Job Suggestions



১৬. যা নিন্দার যোগ্য নয়? 

ক) নিন্দনীয়

খ) প্রশংসনীয়

গ) অনিন্দ্য ★

ঘ) প্রশংসার যোগ্য


১৭.  ইন্টারনেট কবে চালু হয়?

ক) ১৯৬০

খ) ১৯৬৯ ★

গ) ১৯৭০

ঘ) ১৯৮১


১৮. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? 

ক) জাপান

খ) চীন

গ) মালয়েশিয়া ★

ঘ) ইন্দোনেশিয়া


১৯. 'সবুজপত্র, কি? 

ক) নাটক

খ) উপন্যাস

গ) সাময়িকপত্র ★

ঘ) গদ্যসংকলন


২০. সমাসের রীতি কোন ভাষা থেকে অাগত? 

ক) অারবি 

খ) সংস্কৃত ★

গ) ফারসি

ঘ) ইংরেজ


২১. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি,। - কোন ধরণের বাক্য? 

ক) মিশ্র

খ) যৌগিক ★

গ) জটিল

ঘ) সরল


২২. খোকন ও মন্টুর অায়ের অনুপাত ৯ : ৪। খোকনের অায় ৯০ টাকা হলে মন্টুর অায় কত? 

ক) ৪৮

খ) ৬৫

গ) ৪০ ★

ঘ) ৬০


২৩. ১, ৩, ৬, ১০, ১৫, ২১,........  ধারাটির একাদশতম পদ কত?

ক) ৬৬ ★

খ) ৫৬

গ) ৪৬

ঘ) ৭৬


২৪. a + b =  11, a - b = 7 হলে ab =  কত? 

ক) ১৫

খ) ১৬

গ) ১৮ ★

ঘ) ১২


২৫. বাকু কোন দেশের রাজধানী? 

ক) লাটভিয়া

খ) রাশিয়া

গ) অাজারবাইজান ★

ঘ) উজবেকিস্তান


২৬. The verb ' succumb ' means -

ক) win

খ) conquer

গ) achieve

ঘ) submit ★


২৭. ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো? 

ক) বি + অর্থ ★

খ) বি + অার্থ

গ) ব্য + অর্থ

ঘ) ব্যা + অার্থ


২৮. দম্পতি, কোন সমাস? 

ক) অব্যয়ীভাব 

খ) দ্বন্দ্ব ★

গ) কর্মধারয়

ঘ) তৎপুরুষ


২৯. কোন শহরের উপনাম,  বিগ অাপেল? 

ক) মস্কো

খ) ক্যানবেরা

গ) নিউইয়র্ক ★

ঘ) ওটোয়া


৩০. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? 

ক) বর্ণ 

খ) শব্দ

গ) অক্ষর

ঘ) ধ্বনি ★


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close