Breaking

Tuesday, March 16, 2021

All Job Suggestions। প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য বিগত সালের বাছাই করা প্রশ্নোত্তর।

 ১. বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 

ক) ৪৪ ★

খ) ৪৫

গ) ৪২

ঘ) ৪৩


২. ৬৫ ডিগ্রী  পূরক কোণের পরিমাপ কত?

ক) ১৩৫ ডিগ্রী 

খ) ১২৫ ডিগ্রী 

গ) ২৫ ডিগ্রী ★

ঘ) ৩৫ ডিগ্রী 


৩.   FIFA কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯০৫

খ) ১৯০৪ ★

গ) ১৯২৪

ঘ) ১৯১৪


৪. বাগধারা কোথায় আলোচিত হয়?

ক) শব্দতত্ত্বে

খ) বাক্যতত্ত্বে ★

গ) ধ্বনিতত্ত্বে

ঘ) রূপতত্ত্বে


৫. Which one is. correct?  

ক) Descipline

খ) Committee ★

গ) Resturant

ঘ) Lieutenantee


৬. জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত -

ক) শিল্পী 

খ) সাহিত্যিক

গ) কবি

ঘ) বৈজ্ঞানিক ★


৭. বাকু কোন দেশের রাজধানী? 

ক) লাটভিয়া

খ) রাশিয়া

গ) আজারবাইজান ★

ঘ) উজবেকিস্তান


৮. কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে? 

ক) ২৫ ★

খ) ১৬

গ) ৩৬

ঘ) ৪৯



৯. কোনটি খাঁটি বাংলা উপসর্গ? 

ক) আভাস

খ) অজানা ★

গ) গরমিল

ঘ) বেমালুম


১০. অতিভুজের বিপরীতে থাকে? 

ক) সরলকোণ

খ) সমকোণ ★

গ) সূক্ষ্মকোণ

ঘ) স্থুলকোণ


১১. মুক্তা হলো ঝিনুকের -

ক) খোলসের টুকরা

খ) মোখের মণি

গ) প্রদাহের ফল ★

ঘ) জমাট হরমোন


১২. Which is the writer of Treasure Island? 

ক) J. Milton

খ) Homer

গ) Stevenson ★

ঘ) Byron


১৩.  মান্দারিন কোন দেশের ভাষা? 

ক) চীন ★

খ) জাপান

গ) থাইল্যান্ড

ঘ) ভিয়েতনাম 


১৪. ঠাকুর পরিবারের আসল পদবি কি ছিল? 

ক) ঘোষ

খ) কুশারী ★

গ) মুুখোপাধ্যায়

ঘ) শাস্ত্রী


১৫. What is the masculine form of , Bee'? 

ক) Stage

খ) Colt

গ)Hart

ঘ) Drone ★


১৬. দম্পতি কোন সমাস? 

ক) অব্যয়ীভাব 

খ) দ্বন্দ্ব ★

গ) কর্মধারয় 

ঘ) তৎপুরুষ


১৭. a+b= 5 এবং a -b =3 হলে ab এর মান কত? 

ক) 2

খ) 3

গ) 4

ঘ) 5 ★


১৮. না, কোন জাতীয় শব্দ?

ক) সর্বননাম

খ) অব্যয় ★

গ) ক্রিয়া

ঘ) বিশেষণ


১৯. ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত? 

ক) ৫% ★

খ)১২%

গ)১০%

ঘ)১৭%


২০. শব্দ ও ধাতুর মুলকে কি বলে? 

ক) প্রকৃতি ★

খ) ধাতু

গ) বিভক্তি

ঘ) কারক


All Job Suggestions
All Job Suggestions



২১. সূর্য এর প্রতিশব্দ -

ক) সুধাংশু

খ) শশাংঙ্ক

গ) বিধু

ঘ) আদিত্য ★


২২. হযরত মুহাম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব, বাক্যটি কোন শ্রেণীর বাক্য? 

ক) জটিল 

খ) যোগিক

গ) মিশ্র

ঘ) সরল ★


২৩.  ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? 

ক) ম্যাকমোহন লাইন ★

খ) পুরাল্ড লাইন

গ) রেডলাইন

ঘ) রেডক্লিফ 


২৪. কোন বানানটি শুদ্ধ? 

ক) Buracrat

খ) Bureaucret

গ) Bureaucrat ★

ঘ) Bureaucrate


২৫. পিথাগোরাসের জন্ম কোথায়? 

ক) মিশরে 

খ) তুরস্কে

গ)গ্রীসে ★

ঘ) জাপানে


২৬. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 

ক) ১৯২১ ★

খ) ১৯২৫

গ) ১৯২৯

ঘ) ১৯৩৩


২৭. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬,  সংখ্যা দুটির ল,সা,গু, ৯৬ হলে গ,সা,গু কত? 

ক) ৩২

খ) ১২

গ) ১৬ ★

ঘ) ২৪


২৮. Which one is Reflexive Pronoun? 

ক) each

খ) myself ★

গ) who

ঘ) he


২৯. Which is Adjective? 

ক) special ★

খ) laugh

গ) crime

ঘ) mister


৩০. শতকরা বার্ষিক ১৫% সুদে ৮০০০ টাকার ৬ মাসের সুদ কত? 

ক) ৭০০

খ) ৬০০ ★

গ) ৮০০

ঘ) ৫০০ 


৩১. ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত? 

ক) ১২.০ ★

খ) ৪.০

গ) ১৪.০

ঘ) ১৬.০


৩২. আদালত, কোন ভাষার শব্দ? 

ক) আরবি ★

খ) ফারসি

গ) হিন্দি

ঘ) বাংলা


৩৩. টাকায় ১০ টি দরে লেবু ক্রয় করে ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

ক) ১৫%

খ) ২০%

গ) ২৫% ★

ঘ) ১০%


৩৪. Article is used based on -

ক) stress

খ) spelling 

গ) sound

ঘ) pronunciation ★


৩৫. সুইডেন এর মুদ্রার নাম কি? 

ক) পাউন্ট

খ) ডলার

গ) ক্রোনা ★

ঘ) গিলো


৩৬. Choose the correct spelled word? 

ক)  Suname

খ) Sunamee

গ) Tsunami ★

ঘ) Sunami


৩৭. জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? 

ক) ১০

খ) ৯

গ) ৭ ★

ঘ) ৫


৩৮. কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -

ক) ৩

খ) ৫

গ) ২৫/৯

ঘ) ২২/৭ ★


৩৯. ফিফার কার্যালয় অবস্থিত? 

ক) সুইজারল্যান্ড ★

খ) ইংল্যান্ড

গ) যুক্তরাষ্ট্র 

ঘ) ব্রাজিল


৪০. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? 

ক) মৃত্যুক্ষুধা

খ) ব্যথারদান

গ) কুহেলিকা 

ঘ)  বাঁধনহারা ★


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close