Breaking

Friday, December 3, 2021

NU Hons 4th Year Update News। অনার্স ৪র্থ বর্ষ ২০২০ পরীক্ষা সংক্রান্ত নিউজ।

 অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 20 নিয়ে আপডেট নিউজ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট  বলছে পরীক্ষার সময় টা পিছিয়ে দিতে৷ আপনার একটু চিন্তা করুন মহামারি করোনার কারনে আপনাদের জীবন থেকে এক বছর থেকেও অনেক সময় চলে গেছে? 


NU Hons 4th Year Update News
NU Hons 4th Year Update News



এই সময় যদি আবার আপনারা আন্দোলন করে পরীক্ষা পিছিয়ে দেন   তা হলে সবচেয়ে চেয়ে বেশী ক্ষতি হবে আপনাদের ৷আপনাদের জীবন থেকে অনেক সময় টা নষ্ট হয়ে যাবে

যারা অনার্স করে সবাই উচ্চবিও না অনেকে নিন্ম বিও আছে তাদের কথা টা একটু চিন্তা করুন৷





পরীক্ষা যদি পিছিয়ে দেওয়া হয়  আবার নতুন করে করোন সংক্রমন বৃদ্ধি পাই তা হলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে





বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ধরা  পড়েছে যা আগের সকল করোনার ধরন থেকে বেশী বিপদজনক যা বলছে বিশ্ব স্হাস্হ্য সংস্হা  (WHO) ৷










বাংলাদেশ সরকার আবার দেশে করোনার সংক্রমন বৃদ্ধি পেলে   আবার লকডাওন দিতে পারে 

আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা আসতে পারে

একটু ভাবুন আবার এক থেকে দুই যদি লস দেন আপনারা তা হলে আপনাদের মন মানিসকতা নষ্ট হয়ে যাবে












অনেক স্টুডেন্ট বলছেন তাদের পরীক্ষার জন্য কোন প্রিপারেশন নাই বা ছিল না হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন প্রকাশ করেছে


সকাল 9 টা থেকে পরীক্ষা যেতে কষ্ট হবে পরীক্ষার কেন্দ্রে সবই সত্য 


অনেক স্টুডেন্টে দের বাসা কলেজ থেকে 40-50 কিলোমিটার দুরে


তাদের সকাল 5 টা থেকে 6 টার ভিতর বাসা থেকে বের হতে হবে

সকালে পড়ার কোন সুযোগ পাবেন না



এই কথা টী অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা বলেছিল কোন রেজাল্ট হয় নী 

তাদের সকাল 9 টা হতে পরীক্ষা দিতে হচ্ছে 

তাই আপনারা আন্দোলনে না গিয়ে মন দিয়ে স্টাডি করুন সেটা আপনাদের জন্য ভাল হবে

জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে





তাই আর আন্দোলন না করে সময় আছে হাতে পড়ালেখায় মনোযোগ দিন 

ভাল রেজাল্ট করতে পারবেন ৷



জাতীয় বিশ্ববিদ্যালয় সকল বর্ষের  সেশন জট রাখতে চাচ্ছে না

এই সময় অনার্স চতুর্থ বর্ষের  শিক্ষার্থী কিছু অংশ পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আন্দোলন করতে  চাচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিসেম্বর 29 তারিখ থেকে পরীক্ষা নিবে পরীক্ষার রুটিন পিছানোর সম্ভাবনা খুবই কম. আনার্স চতুর্থ  বর্ষের স্টুডেন্ট আপনারা সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করুন ৷



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

1 comment:

  1. দ্রুত পরীক্ষার নেওয়ার কথা চিন্তা করে যদি প্রস্তুতিবিহীন পরীক্ষা দিয়ে অকৃতকার্য হই, তবে ওমিক্রন ও অন্যান্য পরিস্থিতির জন্য যে আরো পিছিয়ে যাব সেটা কি কেউ বিবেচনা করেছে?

    ReplyDelete

close