Breaking

Tuesday, January 18, 2022

All Job Suggestion । প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্নোত্তর।

 ১.বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? 

ক) মেহগনি

খ) নারিকেল

গ) বাবলা

ঘ) বৈলাম ★


২. বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় -

ক) ৭ মার্চ

খ) ৭ এপ্রিল ★

গ) ১২ মে

ঘ) ৭ মে


৩. ফরাসি বিপ্লব গঠিত হয় কোন সালে? 

ক) ১৭৮৯ ★

খ) ১৭৯৫

গ) ১৮৮৯

ঘ) ১৮৭৫


৪. ৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে পানির অনুপাত কত?

ক) ১৫

খ) ১৮ ★

গ) ১২

ঘ) ১০


৫. ১,৩,৬,১০,১৫,২১,..... ধারাটির দশম পদ কত? 

ক) ৫৫ ★

খ) ৩৬

গ) ৪৫

ঘ) ৭২


All Job Suggestion
All Job Suggestion



৬. দুটি সংখ্যার গ,সা,গু ও ল,সা,গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত? 

ক) ৪৮

খ) ৫২

গ) ৬০

ঘ) ৭২ ★


৭. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? 

ক) কবর

খ) শর্মিষ্ঠা

গ) ভদ্রার্জুন ★

ঘ) নীল দর্পণ


৮. কবর, কবিতায় কতটি পঙক্তি রয়েছে? 

ক) ১৩

খ) ৯৬

গ) ১০২

ঘ) ১১৮ ★


৯. ঋজু, শব্দের বিপরীত শব্দ কোনটি? 

ক) সরল

খ) বঙ্কিম ★

গ) বেঁটে

ঘ) ভঙ্গুর


১০. Maiden speech' means-

ক) late speech

খ) early speech

গ) last speech

ঘ) first speech ★


১১. what is the antonym of,  queer'? 

ক) integrated

খ) abnormal

গ) odd

ঘ) orderly ★


১২. Noun of the word, 'brief' is? 

ক) brevity ★

খ) shortness

গ) briefly

ঘ) None of these


১৩. বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মনা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থি কোণের কত গুণ? 

ক) অর্ধেক

খ) সমান

গ) দ্বিগুণ ★

ঘ) তিনগুণ


১৪. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মুলধন কত? 

ক) ১০০০

খ) ৮০০

গ) ৭০০ ★

ঘ) ৬০০


১৫. 'দৃষ্টিহীন'  কার ছদ্মনাম? 

ক) প্যারীচাঁদ মিত্র

খ) মধুসূদন দত্ত

গ) মধুসূদন মজুমদার ★

ঘ) বিহারীলাল চক্রবর্তী


১৬. , মহর্ষি, কোন সমাস? 

ক) কর্মধারয় ★

খ) দ্বন্দ্ব

গ) তৎপুরুষ

ঘ) দ্বিগু


১৭. বামেতর, শব্দের বিপরীত শব্দ কি? 

ক) প্রফুল্ল

খ) বিশুদ্ধ

গ) পঙ্কিল

ঘ) কোনটিই নয় ★


১৮. ' যার বাসস্থান নেই ' এক কথায় -

ক) অনিকেতন ★

খ) উদ্বাস্ত্ত

গ) অনুজ

ঘ) একহারী


১৯. the imiom 'Briing to book' এর অর্থ? 

ক) book written by famous

খ) rebuke ★

গ) valuless person

ঘ) None of above


২০. 'Fag end' means -

ক) the last part ★

খ) foggy

গ) cut a bad figure

ঘ) unfair


২১. কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়? 

ক) প্রোটোপ্লাজম

খ) ক্রোমোজোম

গ) মাইটোকন্ড্রিয়া ★

ঘ) নিউক্লিয়াস


২২. কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন? 

ক) ১০০ নিউটন

খ) ৯.৮ নিউটন

গ) ১০ নিউটন

ঘ) ৯৮ নিউটন ★


২৩. টলেমী কে ছিলেন? 

ক) ঐতিহাসিক

খ) দার্শনিক

গ) জ্যোতির্বিদ ★

ঘ) চিকিৎসক


২৪. ইন্টারনেট কবে চালু হয়? 

ক) ১৯৬০

খ) ১৯৬৯ ★

গ) ১৯৭০

ঘ) ১৯৭২


২৫. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেন? 

ক) প্রেসিডেন্সি কলেজ

খ) বিদ্যাসাগর কলেজ

গ) কলকাতা কলেজ

ঘ) সংস্কৃত কলেজ ★


২৬. সংকর ধাতু পিতলের উপাদান হল? 

ক) তামা ও টিন

খ) তামা ও দস্তা ★

গ) তামা ও ব্রোঞ্জ

ঘ) তামা ও মীসা


২৭. মানুষের শরীরে কত ধরনের রক্ত কনিকা আছে? 

ক) ৫

খ) ৪

গ) ২

ঘ) ৩ ★


২৮. আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? 

ক) পারস্য উপসাগর ★

খ) আরব সাগর

গ) বঙ্গোপসাগর

ঘ) ক্যারিবিয়ান সাগর


২৯., কাশ বনের কন্যা, কোন ধরনের রচনা -

ক) নাটক

খ) রম্য

গ) কাব্য

ঘ) উপন্যাস ★


৩০. কোনটি ,নিরাময়, শব্দের সন্ধি বিচ্ছেদ? 

ক) নিরা + ময়

খ) নির + আময়

গ) নির + ময়

ঘ) নিঃ + ময় ★


৩১. সবুজ পত্র কি? 

ক) নাটক

খ) উপন্যাস

গ) কাব্য

ঘ) সাময়িকপত্র ★


৩২. রেল ইঞ্জিনের আবিষ্কার কে? 

ক) এডিসন

খ) স্টিফেনসন ★

গ) জেমস ওয়াট

ঘ) মোর্স


৩৩. কোন লঘিষ্ট সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২,১৮,২৪ দ্বারা বিভাজ্য হবে? 

ক) ৮৯

খ) ৭০ ★

গ) ১৭০

ঘ) ১৪২


৩৪. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? 

ক) শিক্ষা

খ) শিল্পায়ন

গ) বাসস্থান ★

ঘ) নগরায়ন


৩৫.  দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? 

ক) সন্নিহিত কোণ

খ) সরল কোণ

গ) সম্পূরক কোণ ★

ঘ) পূরক কোণ


৩৬. x + y= 6 এবং x - y = 12 হলে xy এর মান কত? 

ক) ৭০

খ) ৩৫

গ) ১৪৪ ★

ঘ) ১৪০


৩৭. Run counter to means -

ক) Disobey

খ) Rebel

গ) Contradict ★

ঘ) Remove


৩৮. Act, শব্দটির verb হচ্ছে -

ক) Acted

খ) Enact ★

গ) Action

ঘ) Actress


৩৯. সত্ত্ব, শব্দটির অর্থ কি? 

ক) নিত্য

খ) সাধু

গ) শুভ

ঘ) অস্তিত্ব ★


৪০. ১+২+৩+৪+........+৯৯ = কত? 

ক) ৪৬৫০

খ) ৪৭৫০

গ) ৪৮৫০

ঘ) ৪৯৫০ ★


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close