Breaking

Monday, April 11, 2022

All Job Suggestion। প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য প্রায় ৩০০টি সাম্প্রতিক প্রশ্নোত্তর বিস্তারিত দেখতে নিচে ক্লিক করুনঃ

প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য প্রায় ৩০০টি সাম্প্রতিক প্রশ্নোত্তর বিস্তারিত দেখতে নিচে ক্লিক করুনঃ

০১. সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার শিকার হন তুরস্কের ইস্তান্বুলে। তিনি যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের মরণোত্তর বর্ষসেরা (পার্সন অব দ্য ইয়ার) নির্বাচিত হন।
০২. রোহিঙ্গাদের উপর নির্মিত "A pair of sandal" চলচ্চিত্রটির নির্মাতা জসীম অাহমদ।



০৩. চিলির সান্টিয়াগোতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য ১১টি দেশ নতুন করে "Comprehensive & Progressive Agreement for Trans-Pacific Partnership" (পূর্বে ছিল TPP, বর্তমানে CPTPP) চুক্তিটি স্বাক্ষর করেন ৮ মার্চ, ২০১৮। এটি অনুমোদন করে ৬টি দেশ ৩১ অক্টোবর এবং কার্যকর হবে ৩০ ডিসেম্বর।
০৪. স্যাটেলাইট .......বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫৭তম
০৬. বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল - সুসানে গীতি
০৭. টেস্টে ২য় বারের মতো ডাবল সেঞ্চুরি করেন উইকেটরকিপার ও ব্যাটসম্যান - মুশফিকুর রহিম (সর্বোচ্চ রান 219 দলের পক্ষে)



০৮. সম্প্রতি নতুন কোন উদ্ভিদের জিনোম আবিষ্কার করা হয়েছে - ধইঞ্চা (বিজেঅারঅাই কর্তৃক)
০৯. টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে সবচেয়ে কম বয়সে এক ইনিংসে ৫ উইকেট নেন - নাইম হাসান
১০. এ পি জে অাবুল কালাম অাজাদের লেখা সর্বশেষ বই - Advantage India : From Challenge to Opportunity.
১১. বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য 'স্ট্যাচু অব ইউনিটি' (৩১ শে অক্টোবর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী)।
১২. ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করা নাদিয়া মুরাদ ইরাকের ইয়াজিদি কুর্দি মানবাধিকার কর্মী।
১৩. "চাবাহার" ইরানের একটি সমুদ্রবন্দর। গোয়াদার পাকিস্তানের সমুদ্রবন্দর। বন্দর অাব্বাস ইরানের প্রধান সমুদ্রবন্দর।
১৪. বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে অাফ্রিকার শিং নামে পরিচিত "জিবুতিতে"।
১৫. অান্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) পঞ্চম রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা লাভ করে চীনের মুদ্রা ইউয়ান।
১৬. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৬টি।
১৭. সম্প্রতি আলোচিত ইভিএম (EVM) পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে ২০০৭ সালে ঢাকার
অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদের
নির্বাচনে এ পদ্ধতি প্রথম ব্যবহার করা হয়।
আইনগতভাবে আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া,
ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জাপান,
কাজাখস্তান, পেরু, সংযুক্ত আরব আমিরাত,
ভেনিজুয়েলায় চালু রয়েছে ইভিএম প্রযুক্তির
মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি। পূর্ণরূপ হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (Electronic Voting Machine-EVM).
১৮. নতুন জাতীয় পদক হিসেবে ‘মাদার অব হিউম্যানিটি পাঁচটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ প্রদান করবে সরকার।
১৯.বঙ্গবন্ধু স্যাটালাইট সেবা প্রদান শুরু করে-৪ সেপ্টেম্বর ২০১৮
২০. বিবিসির জরিপে সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রে একমাত্র বাংলা সিনেমা ১৫ নম্বরে স্থান পেয়েছে সত্যাজিৎ রায়ের পথের প্যাঁচালী।



সেটি সহজ করে দিল ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইংরেজি ভাষারর বাইরে পৃথিবীর নানা ভাষার সেরা ১০০ সিনেমার সবার ওপরে আছে জাপানি চলচ্চিত্রকার 'আকিরা কুরোসাওয়ার' চলচ্চিত্র সেভেন সামুরাই। তিন বছর ধরে চলচ্চিত্রের এই তালিকা তৈরি করছে বিবিসির সংস্কৃতি বিভাগ। এর আগে করেছে ‘গ্রেটেস্ট আমেরিকান ফিল্মস’, ‘দ্য বেস্ট ফিল্মস অব দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ ও ‘গ্রেটেস্ট কমেডিস এভার মেড’। এবার তালিকা করল ‘১০০ গ্রেটেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মস’ (সর্বকালের সেরা ১০০ বিদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র)।
২১. Brexit কার্যকর হবে লিসবন চুক্তির অার্টিকেল ৫০ অনুসারে ২৯ মার্চ, ২০১৯।
২২. পারমাণবিক সমঝোতার লক্ষ্যে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১২ জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের হোটেল দ্যা ক্যাপেলোতে।
২৩. অঙ্গীকার অনুসারে উত্তর কোরিয়া তাদের একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্র 'পুঙ্গেরি' ধ্বংস করে ২৪মে ২০১৮।
২৪. যুক্তরাষ্ট্র UNHCR ত্যাগের ঘোষণা দেয় ১৯ জুন ২০১৮।
২৫. NAFTA এর পরিবর্তিত রূপ (নতুন রূপে) USMCA. এই চুক্তি অনুসারে যদি কোন সদস্য (মোট সদস্য ৩টি) চীনের মতো "বাজার অর্থনীতি নয়" এমন দেশের সাথে মুক্ত বাণিজ্য নীতিতে পৌঁছায়, তাহলে পক্ষভুক্ত অন্য দু'দেশ এ ত্রিপক্ষীয় চুক্তিটি বাতিল করে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে রূপান্তর করতে পারবে।



২৬. বিশ্বের কার্বনমুক্ত প্রথম দেশ ভুটান।
২৭. ১ম বিশ্বযুদ্ধের ১০০ বছর ফুর্তি হয় ২০১৮ সালের ১১ নভেম্বর।
২৮. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ Memory of the World কর্মসূচির অাওতায় "International Documentary Herritage" হিসেবে UNESCO এর International Advisory Committee এর তৎকালীন প্রধান ইরিনা বোকোভা ঘোষণা দেয় ৩০ অক্টোবর ২০১৭। এর পর UNESCO অানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
২৯. ১৭ অক্টোবর, ২০১৮ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ২০১৮ সালের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন প্রকাশ করে। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুসারে ~
#বিশ্বের_মোট জনসংখ্যা : ৭৬৩.৩০ কোটি।
#নারী_প্রতি প্রজনন হার : ২.৫০ জন।
#নারী_প্রতি সর্বাধিক প্রজনন হার : নাইজার (৭.১০)
#জনসংখ্যা_বৃদ্ধির হার : ১.২০ শতাংশ।
#জনসংখ্যায়_বাংলাদেশ বিশ্বে : অষ্টম।
৩০. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স এর ২০১৮ সালের প্রতিবেদন অনুসারে বিশ্বে বসবাসের অনুপযুক্ত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। (এটা পরীক্ষায় অাসবে না, কারণ এটি বাংলাদেশ বিষয়ে নেগেটিভ তথ্য)। প্রথম অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক এবং বসবাসের দিক উপযুক্ত শহরের তালিকায় শীর্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। [এটি গুরুত্বপূর্ণ]
৩১. বাংলাদেশে 4G নেটওয়ার্ক কবে চালু হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুযারী।
৩২. প্রথম বাংলাদেশী কিশোরী হিসেবে কে ১৬.১ কি. মি. দৈর্ঘ্য বিশিষ্ট বাংলা চ্যানেল জয় করেন মিতু আখতার ১৯ মার্চ ২০১৮।
৩২. চীনের নেতা শি জিন পিংকে আজীবন চীনের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
৩৩. বাংলাদেশ প্রথম বারের মতো LDC হতে উত্তরণের যোগ্যতা অর্জন করে মার্চ ২০১৮। নিয়মানুসারে ২ বার ৩ বছরের গড় সূচকে এ যোগ্যতা অর্জন করতে হয়। ২০১৮ সালের পর ২০২১ সালে এ অর্থনৈতিক ভঙ্গুরতা, মাথাপিছু অায় ও মানব সম্পদ উন্নয়নে এ যোগ্যতা অর্জন করলে ২০২৪ সালে LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পদার্পণ করবে বাংলাদেশ। সর্বশেষ LDC থেকে বের হয় অাফ্রিকা মহাদেশের নিরক্ষীয় গিনি।
৩৪. বাংলাদেশ MNP (Mobile Number Portability) সেবা চালু করে ১ অক্টোবর ২০১৮।
৩৫. বীর প্রতীক তারামন বিবি মৃত্যুবরণ করেন ০১ ডিসেম্বর ২০১৮। তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।
৩৬. দেশের ৫০তম বেসরকারি তফসিলি ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মোট তফসিলি ব্যাংক ৫৯টি।
৩৭. ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচন করেন বাকৃবির প্রফেসর ড. এম. এ ইয়াহিয়া খন্দকারের নেতৃত্বে এক দল বিজ্ঞানী।


All Job Suggestion
All Job Suggestion


৩৮. ১৯ এপ্রিল ২০১৮ সোয়াজিল্যান্ড দেশের নাম পরিবর্তন করে রাখা হয় - Kingdom of Eswarini. সোয়াতি ভাষায় ইসওয়াতিনি (Eswatini) অর্থ - সোয়াজিদের ভূমি (Land of the Swazis). মনে রাখুন: ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নতুন ডাকনাম চেকিয়া (Czechia).
৩৯. প্রথমবারের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজের সবগুলো উইকেট বাংলাদেশের স্পিনাররা নেয়। প্রতিপক্ষ উইন্ডিজের মোট ৪০টি উইকেট নেয় বাংলাদেশি স্পিনাররা। এছাড়াও মিরপুর টেস্টে উইন্ডিজের প্রথম ইনিংসে টপ পাঁচজন ব্যাটসম্যানকে বোল্ড অাউট করে ১২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দেয় বাংলাদেশি বোলাররা।
৪০. G-20 এর ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয় অার্জেন্টিনার বুয়েন্স অায়ার্সে। এটি গুরুত্বপূরণ হবার কারণ, এখানে ট্রাম্প ও শি জিন পিং অালোচনায় বসেন। এর পূর্বে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের ঘটনা অামরা সকলেই জানি। ১ জানুয়ারি ২০১৯ থেকে তিন মাসের জন্য চীনা পণ্যে শুল্ক অারোপ প্রত্যাহারের কথাও অাশ্বস্ত করেন মি. ট্রাম্প। [সূত্র: এএফপি]
৪১. ০৩ ডিসেম্বর, ২০১৮ তে ব্যালন ডি'অর ২০১৮ এর নাম নাম ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা হয়। প্রথমবারের মতো সেরা মহিলা ফুটবলার ও সেরা অনুর্ধ্ব ২১ খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়।
Ballon d'Or 2018 - লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
Ballon d'Or Feminine - Ada Hegerberg (ব্রাজিল)
Kopa Trophy - কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
৪২. জার্মানির পাসপোর্টকে পেছনে ফেলে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের স্থান দখল করেছে সংযুক্ত অারব অামিরাত। সংযুক্ত অারব অামিরাতের পাসপোর্টধারীরা ১৬৭টি দেশে প্রি-ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে।
৪৩. ফ্রান্সে চলমান অান্দোলনের নাম "ইয়েলো ভেস্ট"। জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে বিক্ষোভে ফেটে পড়ে।
৪৪. OPEC ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার । ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমান সদস্য সংখ্যা ১৫ (সর্ব‌শেষ: ক‌ঙ্গো)। ত‌বে কাতার বের হবার ঘোষণা করায় ২০১৯ সালের ১ জানুয়ারি থে‌কে সদস্য দেশ হ‌বে ১৪টি। OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়।
৪৫. আন্তর্জাতিক আত্মসংযম বর্ষ ( International Year of Moderation) হিসাবে ঘোষণা করা হয়-
২০১৯ সালকে।
৪৬. ৩১ শে ডিসেম্বর ২০১৮ কোন দুটি দেশ UNNECO'র সদস্যপদ ত্যাগ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
৪৭. ২০১৮-২১ সালের রপ্তানি নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত ১৫ টি।
8৮. সম্প্রতি প্রকাশিত '৩০৫৩ দিন' শীর্ষক বই বঙ্গবন্ধুর কারাজীবন।
৪৯. Institute of Economics and Peace, ২০১৮ সালের সন্ত্রাসবাদ সূচক প্রকাশ করেছে। ইরাক ১৩৬টি দেশের মধ্যে ২৯ নম্বর পেয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান ২৫তম। ২০১৭ সালে বাংলাদেশ ছিল ২১তম অবস্থানে।
৫০. সামরিকখাতে ব্যয়ের দিক দিয়ে শীর্ষদেশ যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি প্রবাসী থাকে যুক্তরাষ্ট্রে। রেমিট্যান্স অাহরণে বাংলাদেশের অবস্থান "নবম"।
৫১. দেশে বর্তমানে মোট তফসিলভুক্ত ব্যাংক ৬০ টি।
সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক বেঙ্গল ব্যাংক (১১ ডিসেম্বর ২০১৮)। ৫৯তম তফসিলভুক্ত ব্যাংক কমিনিউটি ব্যাংক বাংলাদেশ (১ নভেম্বর ২০১৮)। অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অসুসারে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা ৫৭টি।
৫২. ১২-ই ডিসেম্বর এর 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' দিবস এর নাম পরিবর্তন করে 'ডিজিটাল বাংলাদেশ দিবস' করা হয়েছে।
৫৩. # খেলাধূলা_পরিক্রমা
# ২১ তম " FIFA World Cup Football " ২০১৮ সালে হয়েছে = রাশিয়া।
# ২২ তম " FIFA World Cup Football " ২০২২ সালে হবে = কাতার।
# ২৩ তম " FIFA World Cup Football " ২০২৬ সালে হবে = কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
# ২১ তম "Commonwealth Games" ২০১৮ হয়েছে = গোল্ডকোস্ট,অস্ট্রেলিয়া।
# ২২ তম "Commonwealth Games" ২০২২ হবে = বার্মিংহাম, যুক্তরাজ্য।
# ২৩ তম "Winter Olympic Games" ২০১৮ হয়েছে = পিয়ংচ্যাংয়, দক্ষিণ কোরিয়া।
# ২৪ তম "Winter Olympic Games" ২০২২ হবে = বেইজিং, চীন।
# ৩২ তম " Summer Olympic Games" ২০২০ সালে হবে = টোকিও, জাপান।
# ৩৩ তম " Summer Olympic Games" ২০২৪ সালে হবে = প্যারিস, ফ্রান্স।
# ১২ তম " ICC World Cup Cricket " ২০১৯ হবে = ইংল্যান্ড ও ওয়েলসে।
# ১৩ তম " ICC World Cup Cricket " ২০২৩ সালে হবে = ভারত।
# ৭ম "ICC T-20 World Cup" ২০২০ সালে হবে = অস্ট্রেলিয়া।
# ৯ম "ICC Champion Trophy " ২০২১ সালে হবে = ভারত।
# ৯ম " Women World Cup Football " হবে = নিউজিল্যান্ড।
# ১৪ তম "Asia Cup Cricket " ২০১৮ হয়েছে = সংযুক্ত আরব আমিরাত।
# ১২ তম "SAFF Championship " ২০১৮ হয়েছে = বাংলাদেশে।
# ১৩ তম "SAFF Championship " ২০২০ সালে হবে = পাকিস্তান।
#১৮ তম " Asian Games " ২০১৮ সালে হয়েছে = পালেমবাং, ইন্দোনেশিয়া।
# ১৯ তম " Asian Games " ২০২২ সালে হবে = হাংঝু, চীন।
# ২০ তম " Asian Games " ২০২৬ সালে হবে = নাগোয়া, জাপান।
# ৬ষ্ঠ " ICC Women's World T-20 " ২০১৮ সালে হয়েছে = ওয়েস্ট ইন্ডিজ।
# ৭ম " ICC Women's World T-20 " ২০২০ সালে হবে = অস্ট্রেলিয়া।
#২০২০ সালের এশিয়া কাপের অায়োজক হবে পাকিস্তান।
৫৪. বাংসামোরো “পূর্ব এশিয়ার ফিলিস্তিন” নামে সমধিক পরিচিত। এটি ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের অন্তর্ভূক্ত।
■ ২০১৯ এর জানুয়ারি থেকে বিশ্ব মানচিত্রে নতুন মুসলিম দেশ হিসেবে স্থান পাবে ‘বাংসামোরো’। দেশটি “মোরো” সংক্ষিপ্ত নামে পরিচিত।
■ ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত মুসলিম জনপদ বাংসামোরো। নতুন দেশটির মোট জনসংখ্যা ২ কোটি ৫৬ লাখ।
■ ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে আনুষ্ঠানিকভাবে ‘বাংসামোরো’কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন।
■ খনিজসম্পদে সমৃদ্ধ বাংসামোরো নতুন মুসলিম জনপদের প্রধান হচ্ছে ড. মুরাদ ইবরাহিম।
G.K
১. ২০১৮ সালে অস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র - The Shape of Water
২. ট্রাম্প-পুতিন বৈঠক - হেলসিংকি, ফিনল্যান্ডে - ১৬ জুলাই ২০১৮
৩. সম্প্রতি কে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন?--- লুসি হল্ট
৪. ফেরদৌসী প্রিয়ভাসীনি মারা যায়-- ৬ মার্চ ২০১৮।
৫. বাংলাদেশ LDC থেকে উন্নয়নশীল দেশে
উর্ত্তীণ হয় - ১৬ মার্চ ২০১৮।
৬. সুখি দেশের তালিকায় বাংলাদেশ - ১১৫ তম,
১ম - ফিনল্যান্ড
৭. বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান কততম--৬২ তম।
৮. সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম --নেপাল।
৯. ইউনেস্কো ঘোষিত মোট বিশ্ব ঐতিহ্যের সংখ্যা -- ১০৯২
১০. ২০১৮ সালে যে ক্ষেত্রে নোবেল ঘোষণা হয়নি
-- সাহিত্য।
১১. ফার্স্টবয়দের দেশ ' বইটি লিখেছেন -- অমর্ত্য সেন।
১২. ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন হবে - ২০২০ সালে, মালয়েশিয়া।
১৩. গ্রিন বুক' বইটির লেখক - কর্ণেল গাদ্দাফি।
১৪. থাম লুয়াং গুহা - থাইল্যান্ড এ। যেখানে একটি ফুটবল দল আটকা পরে।
১৫. জাপান কোরিয়া দখল করে -- ১৯০৫ সালে। বঙ্গভঙ্গ - ১৯০৫ সালে।
১৬. ইরানে ইসলামী বিপ্লব - ১৯৭৯ সালে।
১৭. আফিম যুদ্ধ - চীন এবং যুক্তরাজ্যের মধ্যে।
১৮. ইদলিব, / খান শেখুইন, / দামেক্স,/ হোমস,/ আলেপ্পা এবং রাকা / গৌতা ও ডুমা অবস্থিত -- সিরিয়ায়।
১৯. ন্যাটো প্রতিষ্ঠিত হয় - ৪ এপ্রিল ১৯৪৯। সদস্য - ২৯ টি, সর্বশেষ - মন্টিনিগ্রো।
২০. শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ -- সোমালিয়া সবচেয়ে কম -- নিউজিল্যান্ড।
২১.2022 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে --বেজিং, চীন।
২২. SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?
--এলন মাস্ক।
২৫. গ্রিনপিসের সদর দপ্তর -- আমস্টারডাম, নেদারল্যান্ডস।
২৬. প্রথম আন্তর্জাতিক শান্তি সম্মেলন -- ১৮৪৩ সালে, লন্ডনে।
২৭. আধুনিক অলিম্পিকের জনক -- ব্যারন পিয়েরে দ্য কুবার্তা।
২৮. The Lowland গ্রন্থের লেখক - ঝুম্পা লাহিড়ী।
২৯. পাঙন উপজাতি বাস করে -- মৌলভীবাজার।
৩০. ECNEC এর বিকল্প চেয়ারম্যান -- অর্থমন্ত্রী।
৩১. OPEC এর সর্বশেষ সদস্য -- কঙ্গো প্রজাতন্ত্র, ২২ জুন ২০১৮।
৩২. লাউস এর মুদ্রার নাম -- কিপ।
৩৩. অপারেশন জ্যাকপট এর নির্মাতা - গিয়াসুদ্দিন সেলিম।
৩৪. জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছিল -- চীন
৩৫. বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর -- ময়নামতি।
৩৬. বাংলাদেশের Smart Card তৈরি হয়--ফ্রান্স।
৩৭. কাঁকন বিবি কে "বীর প্রতীক" উপাধি দেয়া হয়--উঃ১৯৯৬। তিনি -- খাঁসিয়া সম্প্রদায়ের। মারা যান
-- ২১ মার্চ ২০১৮ মারা যান।
৩৮. গ্লাসনস্ত নীতি - মানে খোলামেলা, প্রবর্তক -- মিখাইল গর্ভাচেব-- ১৯৮৭ সালে।
৩৯. ডমিনো তত্ত্ব -- দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য। এই তত্ত্বের মূলকথা ছিল -- একটি রাষ্ট্রে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলে তার পাশের রাষ্ট্রেও সমাজতন্ত্র প্রতিষ্টা পাবে।
৪০. ইয়াল্টা কনফারেন্স -- ১৯৪৫ সালে, রাশিয়ায়। মূল লক্ষ্য -- যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন এবং জাতিসংঘ প্রতিষ্ঠা।
#পদ্মা সেতু,,,,
.
১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন
হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত
কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত
কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন
হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয়
কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি
৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন
ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ
টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল
কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার
কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর
উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা
কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং
কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং
সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ
হবে কবে?
উত্তর : ২০১৮ সালের ডিসেম্বরে।
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার
লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট
আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা
কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ
কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
সাম্প্রতিক প্রশ্ন ।
স্পেশাল মডেল টেষ্ট
১। ২৫ ডিসেম্বর ২০১৮ সর্বশেষ কোন ভাষায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় ?
ক.পাঞ্জাবী
খ.গুজরাটী
গ.অসমীয়া✔
ঘ.তেলেগু
২। বঙ্গবন্ধুর রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের অসমীয় ভাষার অনুবাদক কে ?
ক.সৌমেন ভারতীয়
খ.জুরি শর্মা
গ.প্রেম কাপুর
ঘ.ক ও খ উভয়ই✔
৩। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে ?
ক.অধ্যাপক শামসুজ্জামান খান
খ.ড. আনিসুজ্জামান
গ.কবি হাবীবুল্লাহ সিরাজী✔
ঘ.ড. বিশ্বজিৎ ঘোষ
৪। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার কে ?
ক.রিভা গাঙ্গুলি✔
খ.হর্ষবর্ধন শ্রিংলা
গ.মনমোহন পারকাস
ঘ.সুষমা স্বরাজ
৫। বাংলাদেশে মোট জাতীয় মহাসড়ক কতটি?
ক.৮ টি✔
খ.৯ টি
গ.১০ টি
ঘ.১১ টি
৬। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের দ্বিতীয় ড্রিমলাইনের নাম কি?
ক.আকাশবীণা
খ.হংসবলাকা✔
গ.গাংচিল
ঘ.রাজহংস
৭। ২৫ নভেম্বর ২০১৮ পর্যন্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন?
ক.২৫০ জন
খ.২৫১ জন
গ.২৫২ জন
ঘ.২৫৩ জন✔
৮। Yellow Vest আন্দোলনের সাথে কোন দেশটি জড়িত ?
ক.থাইলেন্ড
খ.ইংল্যান্ড
গ.ফ্রান্স✔
ঘ.যুক্তরাষ্ট্র
৯। বাজার মূল্যে বিশ্বের শেয়ার বাজার কোন দেশের?
ক.যুক্তরাষ্ট্রের✔
খ.চীন
গ.জাপান
ঘ.হংকং
১০। জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক.সালোমে জুরাবিশভিলি✔
খ.সাহলে ওয়র্ক জিউদা
গ.পলা মে উইক
ঘ.মিয়া আমর মোটলি
১১। ৪৫ তম G-7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক.ফ্রান্স✔
খ.কানাডা
গ.জার্মানি
ঘ.জাপান
১২। OPEC' র বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ১৩ টি
খ. ১৪ টি✔
গ. ১৫ টি
ঘ. ১৬ টি
১৩। UNESCO' র বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ১৯০ টি
খ. ১৯১ টি
গ. ১৯২ টি
ঘ. ১৯৩ টি✔
১৪। ২৭ তম APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক.দক্ষিন কোরিয়া
খ.ভিয়েতনাম
গ.চিলি✔
ঘ. চীন
১৫। ২০১৮ সালে ১৪তম পুরুষ বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. অষ্ট্রেলিয়া
খ. পাকিস্তান
গ. বেলজিয়াম✔
ঘ. ভারত


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close