১। Bangladesh কে প্রথম স্বীকৃতি দিয়েছে
কে ? India /Buthan?
= ভূটান সকালে । দুপুরে ভারত।
.
২। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন
রশ্মি বের হয়? . মৃদু রঞ্জন রশ্মি /গামা রশ্মি?
=বৈজ্ঞানিক ব্যাখ্যায় সঠিক উত্তর মৃদু
রঞ্জন রশ্মি ।
প্রচলিত উত্তর গামা রশ্মি (বোর্ডের বই এ
আছে ) ।
.
৩। কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে? মাই
ডকুমেন্ট/ উইন্ডোজ?
= দুটোয় । তবে উইন্ডজ বেশি গ্রহণযোগ্য । সি
ড্রাইভ প্রচলিত ।
.
৪। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে কি
বলে?
ওয়ার্ক স্টেশন/ হোস্ট ?
= ওয়ার্ক স্টেশন । আর সার্ভার কেন্দ্রের
কম্পিউটারকে বল > হোস্ট
.
৫ ।মোটর গাড়ির হেড লাইট এ কোন দরপণ
ব্যবহার হয়? উত্তল / অবতল ?
= উত্তল
.
৬ ।কম্পিউটারের গতি মাপা হয় সেকেন্ড না
ন্যানোসেকেন্ড?
= ন্যানোসেকেন্ড
৭। বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা
হয় কবে ? ১০ এপ্রিল ১৯৭১ / ১১ এপ্রিল?
= ১১ এপ্রিল১৯৭১ ।
৮ ।স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয়
কত তারিখে?A. 10th April 1971 অথবাB. 17th
April, 1971
= 10th April 1971
.
৯ ।ধান গবেষনা ইন্সিটিউট কোথায়? গাজীপুর
না ম্যানিলা ?
., ম্যানিলা । আর বাংলাদেশের হলে
গাজীপুর
১০। ঢাকা বাংলাদেশের রাজধানী হয়
কতবার?
৪/৫/১? সালগুলো কি কি??
বাংলাদেশের রাজধানী ১ বার । আর
বাংলার রাজধানী প্রকৃত ৫বার । প্রচলিত
উত্তর ৪বার । ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১
.
১১। বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩
না ৪?
. ৪টি । ( ১ দাঁড়ি, ২ দাঁড়ি, ? !)
১২। চিনি কল....17 / 15?
= ১৫টি ( অর্থনেতিক সমীক্ষা- ২০১৬)
.
১৩। কৃষি বিশ্ববিদ্যালয়.....৪ /৫
- ৪টি । খুলনা এখন প্রস্তাবিত ।
১৪। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব
ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না দ্বিমেরু
কেন্দ্রিক?
= উত্তর দুই
১৫। ) বিলিরুবিন তৈরি হয় কোথায়?) প্লিহা/
যকৃত?
All Job Suggestions |
১৬। বিলিরুবিন সঞ্চিত থাকে কোথায়?)
প্লিহা/ যকৃত
উত্তর
=তৈরি হয় : যকৃতে
সঞ্চিত থাকে : প্লীহায়
১৭। বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান
কয়টা? ৮টা নাকি ৯ টা?
= ৮টি
১৮। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের উপজাতি
বসবাস করে ? ১১ না ১২ ?
= ১২টি
১৯। বাংলাদেশে উপজাতির সংখ্যা কত ? ৪৫
না ৪৮ ?
= ৪৫ টি।
২০। কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর
ছবি আছে? কানাডা / বেলজিয়াম?
= কানাডা ।
২১। কমনওয়েলথ এর সদস্য কত?৫৪/৫৩?
=৫৩
২২। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?
= ২৮ ।
২৩। করোনার স্টোন অব পিস' কোথায়
অবস্থিত? হাইতি/জাপান
=হাইতিতে করোনারস্টন চার্চ আছে আর
জাপানে
করোনারস্টোন পিস।
২৪।বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল
কোনটি? পাট , চা , আলু ?
= আলু
২৫। যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে নিজেকে
প্রত্যাহার করে নেয়?? 1984/1985?
= ১৯৮৫ । ফিরে আসে ২০০৩
২৬। হোম পেইজ মানে কি? তথ্য পরিবেশনা,
ওয়েব সার্ভার, বিশেষ তথ্য ?
=তথ্য পরিবেশনা
২৭। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম
করেছে কর্কটক্রান্তি নাকি বিষুব রেখা?
= বিষুব রেখা
২৮। লোকসাহিত্যের আদি নিদর্শন - ডাক ও
খনা/ কাব্য / ছড়া?
=বাংলা সাহিত্যের আদি নিদর্শন -- কাব্য
লোকসাহিত্যের আদি নিদর্শন -- ছড়া
-
২৯। পৃথিবীর চাপ বলয় > ৪টা না ৭টা ?
=৭টি
.
৩০। A Machiavellian character is---- a selfish
person/a judicious person?
=a selfish person
৩১। মুসলিম নারী জাগরণের কবি-
ক. বেগম রোকেয়া
খ. সামসুন্নাহার
উত্তরঃ শামসুন্নাহার। বেগম রোকেয়া কবি
ছিলেন না,উনার কোন কবিতা পাওয়া যায়
নি ।
৩২। T.S. Eliot এর কবিতা প্রথম বাংলায়
অনুবাদ করেন--
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিষ্ণু দে
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। বিষ্ণু দে অনুবাদ
টা ১৯৫০ পর।এখন কথা হল রবি ঠাকুর মারা
যান ১৯৪১ তে।এটাই রহস্য!!
.
৩৩। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
-= সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক
সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
.
৩৪। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে-
দীনেশ নাকি চন্দ্রকুমার?
=সংগ্রহ করেন -- চন্দ্রকুমার দে।
সম্পাদনা করেন -- দীনেশচন্দ্র সেন।
Awesome I like it.
ReplyDeleteআপনাদের কে অনেক ধন্যবাদ।
ReplyDelete