Breaking

Thursday, April 28, 2022

All Job Suggestions। প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য চুড়ান্ত সাজেশন বিষয়ঃ সাধারণজ্ঞান

১. জাতিসংঘ শান্তিরক্ষা সূচকে (২০২০) - ১ম

২. দূষিত বায়ুর সূচকে- ১ম (২০১৯ সালের IQAir এর তথ্য মতে)
৩. প্রবাসী হওয়ার সূচকে- ৫ম (শীর্ষ -ভারত)
৪. বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে- ৭ম (শীর্ষ -পুয়ের্তো রিকো)
৫. জনসংখ্যার ঘনত্ব সূচকে- ৭ম
৬. জনসংখ্যায় বিশ্বে- ৮ম
৭. জিডিপিতে প্র‍বাসী আয়ের অবদান সূচকে (World Bank) - ৯ম (শীর্ষ- ভারত), ১১তম (WEF)
৮. এশিয়ার মধ্যে ২০২০ সালে প্রবাসী আয় অর্জনে ক্ষতিগ্রস্ত দেশ – ২য় (শীর্ষ – নেপাল)
৯. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে- ৩১তম (শীর্ষ- আফগানিস্তান)
১০. বিশ্ব অর্থনীতির - ৪১তম (শীর্ষ- যুক্তরাষ্ট্র)
১১. ক্রয়ক্ষমতার সূচকে- ৩০ তম
১২. লিঙ্গ বৈষম্য সূচকে-৫০ তম (শীর্ষ-আইসল্যান্ড, সর্বনিম্ন- ইয়েমেন)
১৩. নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগে- ১৪১ তম
১৪. রাজনৈতিক ক্ষমতা সূচকে- ৭ম
১৫. শিক্ষায় অংশগ্রহণ সূচকে - ১২০ তম
১৬. স্বাস্থ্য ও আয়ু সূচকে - ১১৯ তম
১৭. সামরিক শক্তি সূচকে - ৪৬ তম (শীর্ষ -যুক্তরাষ্ট্র)
১৮. বৈশ্বিক শান্তি সূচকে - ৯৭ তম (শীর্ষ -আইসল্যান্ড)
১৯. বিশ্বের সুখী দেশের তালিকাতে-১০৭ তম (শীর্ষ -ফিনল্যান্ড)
২০. ক্ষুধা সূচকে - ৮৮ তম (২০১৯ সালের তথ্য মতে)
২১. শিশু অধিকার সূচকে - ১০৮ তম (শীর্ষ - ফিনল্যান্ড)
২২. ই-কমার্স সূচকে- ১০৩ তম (শীর্ষ -নেদারল্যান্ডস)
২৩. পাসপোর্ট মূল্যয়ন সূচকে - ১০১তম (শীর্ষ- জাপান)
২৪. আইনের শাসন সূচকে- ১১৫তম (শীর্ষ-ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড)
২৫. বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে- ১০৫ তম (শীর্ষ- সিঙ্গাপুর)
২৬. বৈশ্বিক নারী উদ্যোক্তা সূচকে- ৫৭ তম (শীর্ষ- যুক্তরাষ্ট্র)
২৭. মানব উন্নয়ন সূচকে [HDI by UNDP] (২০১৯) - ১৩৫ তম (শীর্ষ- নরওয়ে)
২৮. মানব সম্পদ সূচকে [HCI by WB] (২০২০) – ৫২ (নিচের দিক থেকে), ১২৩ (উপর থেকে) (শীর্ষ - সিঙ্গাপুর)
২৯. নিরাপদ পানির সূচকে- ১২৪ তম
৩০. অর্থনৈতিক স্বাধীনতা সূচকে - ১২২ তম (শীর্ষ- সিঙ্গাপুর)
৩১. গণতন্ত্র সূচকে - ৮০ তম (শীর্ষ- নরওয়ে)
৩২. দুর্নীতি ধারণ সূচকে (উচ্চক্রম)- ১৪৬ তম; দুর্নীতি ধারণ সূচকে (নিম্নক্রম) - ১৪ তম
৩৩. সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে- ১৫১তম (শীর্ষ- নরওয়ে)
৩৪. ডুয়িং বিজনেস সূচকে- ১৬৮ তম
৩৫. দ্রুত সম্পদ বৃদ্ধির সূচকে- ১ম
৩৬. বৈশ্বিক সামাজিক উত্তোরণ সূচকে- ৭৮ তম (শীর্ষ- ডেনমার্ক)
৩৭. শীর্ষ ব্যয়বহুল দেশের তালিকায়- ১১০ তম (শীর্ষ- সুইজারল্যান্ড)


All Job Suggestions
All Job Suggestions


৩১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি
৩২। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ
৩৩। সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে
৩৪। মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়
৩৫। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা—
উত্তর : ভেঙ্গি ভ্যালি
৩৬। জাফনা দ্বীপ কোথায়?
উত্তর : শ্রীলঙ্কা
৩৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী—
উত্তর : জর্জ হ্যারিসন।
৩৮। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : বান্দরবান
৩৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।
৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন—
উত্তর : রিচার্ড নিক্সন
৪১। বাংলাদেশের ফুসফুস বলা হয়—
উত্তর : সুন্দরবনকে
৪২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইন্দিরা গান্ধী।
৪৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর।
৪৪। হোক্কাইডো দ্বীপটি কোথায়?
উত্তর : জাপানে
৪৫। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
৪৬। আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে
৪৭। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার
৪৮। ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন—
উত্তর : জাপান
৪৯। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২ সালে
৫০। আগুনের দ্বীপ হলো—
উত্তর : আইসল্যান্ড
৫১। ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা
৫২। ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোন দেশকে?
উত্তর : রোম
৫৩। পৃথিবীর ছাদ হলো—
উত্তর : পামির মালভূমি
৫৪। শিকাগো শহরকে বলা হয়—
উত্তর : বাতাসের শহর
৫৫। কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?
উত্তর : সিডনি
৫৬। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী হলেন—
উত্তর : নিশাত মজুমদার
৫৭। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ
৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে
উত্তর : ১৯২১ সালে
৫৯। BRICS-এর সদস্যগুলো হলো—
উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা
৬০। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে
৬১। সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি
৬২। ভাটির দেশ নামে পরিচিত
উত্তর : বাংলাদেশ
৬৩। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি
৬৪। গুগলের প্রতিষ্ঠাতা—
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
৬৫। মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে
৬৬। টুইটারের যাত্রা শুরু হয়—
উত্তর : ২০০৬ সালে
৬৭। মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার
৬৮। এনাটমির জনক—
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস
৬৯। ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close