প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলীঃ
১.০ • পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার ৬০ মিনিট আগেই পরীক্ষার্থীদের স্ব স্ব পরীক্ষা কক্ষে প্রবেশ করতে
হবে। এর পর তাদের প্রবেশের অনুমতি থাকবে না।
![]() |
Primary Exam Instruction |
২.০ পরীক্ষার্থীদের জন্য সাধারন নির্দেশনা • পরীক্ষার্থীরা আসন গ্রহণ করার পর একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশিকাটি পড়ে
শােনাবেন। (নির্দেশনাসমূহ পরিশিষ্ট-১ এ দেয়া আছে।)
৩.০ ওএমআর ফরম বিতরণ ও পূরন করা • ওএমআর ফরমের একটি নমুনা পরিশিষ্ট-২ দেয়া আছে। পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে ওএমআর ফরম দেয়া হবে। ওএমআর ফরম বিতরণ শেষে একজন কক্ষ পরিদর্শক ওএমআর ফরমের পূরণ করার বিভিন্ন বিষয় বুঝিয়ে দিবেন। ওএআর ফরম-এ যে তথ্যগুলাে দিতে হবে, সেগুলাে হল- (ক) রােল নম্বর, (খ) পুরুষ/মহিলা, (গ) সেট কোড, (ঘ) প্রার্থীর নাম, (ঙ) পিতার নাম, (চ) মাতার নাম, (ছ) জেলার নাম (নিজ জেলা) ও (জ) প্রার্থীর স্বাক্ষর।
৪.০ পরীক্ষার্থীর হাতের লেখা সংরক্ষণ
ওএমআর ফরমের নির্দিষ্ট বক্সে বাংলায় ৩(তিন)টি বাক্য ও ইংরেজীতে ২(দুই)টি বাক্য আবশ্যিকভাবে লিখতে হবে।। রােল নম্বরের বৃত্তগুলাে ও সেট কোডের বৃত্ত ভরাট করতে ভুল করলে কিংবা হাজিরা শীটে (একটি নমুনা পরিশিষ্ট-৩ এ দেয়া আছে) স্বাক্ষর ও উপস্থিতি বৃত্তটি ভরাট না করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। ওএমআর ফরমে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত সেট কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে।
৫.০ ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যােগসূত্রের ফরম যােগসূত্রের ফরমটি কি? পরীক্ষার্থীদের প্রবেশ পত্র (একটি নমুনা পরিশিষ্ট-৪ এ দেয়া আছে)-এ একটি সেট কোড লেখা থাকবে এবং সেই সেট কোডটি ওএমআর ফর্মে পূরণ করবে হবে। যেমন- পদ্মা, মেঘনা, যমুনা......... ইত্যাদি। কিন্তু প্রশ্নের সেট কোড হবে ভিন্ন। যেমন- 1, 2, 3..........ইত্যাদি। কোন পরীক্ষার্থী কোন সেট কোডের প্রশ্নের উত্তর করবে তার একটি ম্যাপিং করা থাকে। যেমন- যে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্রে পদ্মা লেখা থাকবে তারা হয়তাে 2 সেট কোডের প্রশ্ন পাবে, যাদের প্রবেশ পত্রে মেঘনা লেখা থাকবে তারা হয়তাে 1 কোডের প্রশ্ন পাবে, ইত্যাদি। পরীক্ষা কক্ষের বাের্ডে আগে থেকেই ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যােগসূত্রের ফরমটি এঁকে রাখা হবে।
No comments:
Post a Comment