Breaking

Thursday, May 12, 2022

All Job Suggestions। প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্নোত্তর।

১। 'আজ রবিবার নাটকটির রচিয়তা কে?

- হুমায়ূন আহমেদ 

২। বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?

- দিগদর্শন

৩। 'এই বনে বাঘের ভয় নেই'। বাক্যে "বাঘের" শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 

- অপাদানে ষষ্ঠী 

৪। বেটাইম শব্দটির গঠন—

- ফারসি+ইংরেজি

৫। ঊনপঞ্চাশের মনন্ত্বর — পটভূমির নাটক কোনটি?

- নেমেসিস

৬। কবি ও বৈজ্ঞানিকদের মধ্যে মিল কোন দিক থেকে? উভয়েই—

- সাধক

৭। কবি ফররুখ আহমদ 'বৃষ্টি' কবিতায় তুলে ধরেছেন—

- গ্রীষ্ণকালীন প্রকৃতির রূপ

৮। 'রসগোল্লা' রম্যরচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

- ধূপছায়া

৯। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতা কোনটি?

- মাগো ওরা বলে

১০। 'ওরে নবীন, ওরে আমার কাঁচা'— চরণটির রচিয়তা কে?

- রবীন্দ্রনাথ ঠাকুর 

১১। আশেরীয়দের রাজধানী কি ছিল?

- নিপ্পুর

১২। তুমি আজ কতদূরে....গানটির সুরকার কে?

- সুবল দাস গুপ্ত

১৩। কোন সভ্যতা নদীর তীরে গড়ে  উঠেনি?

- গ্রিক সভ্যতা

১৪। অপরাধ বিজ্ঞানের জনক কে?

- লোমব্রাসো

১৫। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?

- চিলি

১৬। হাবানা সনদ স্বাক্ষরিত হয় কবে?

- ১৯৫৭ সালে

১৭। লুঙ্গি কোন ভাষার শব্দ?

- বর্মী

১৮। পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত?

- চিলি

১৯। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়—

- ডাবে

২০। লালাবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?

- যুবরাজ মোহাম্মদ আযম

২১। 3x²–7x–6 এর উৎপাদকে বিশ্লেষণ —

- (3x+2) (x–3)

২২। x–y = 10, xy = 5 হলে, (x+y)² = কত?

- 120

২৩। x+y = 5, xy = 6 হলে, x³+y³ = কত?

- 35

২৪। p–1/p = 3 হলে, p³–1/p³ = কত?

- 36

২৫। 4a²+11a+6 = 0 হলে, a =?

- (–2)


All Job Suggestions
All Job Suggestions


২৬। একজন লোক মাসে ২০০০০ টাকা আয় করেন এবং ১৮০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত?

- ৯:১

২৭। ৩ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

- ৯ টি

২৮। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে—

- ৬ ঘণ্টা

২৯। একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল যথাক্রমে ৬ ও ১২ ঘণ্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খোলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘণ্টায় পূর্ণ হবে?

- ৪ ঘণ্টা

৩০। ১ পাউন্ড = কত গ্রাম?

- ৪৫৩.৬০ গ্রাম

31. Sinners will suffer—

- in the long run

32. What is the synonym of the word 'sticky'?

- adhesive

33. He is devoid ______ common sence.

- of

34. The antonym of 'Amateur'—

- professional 

35. The antonym of 'liberty' is—

- slavery 

36. Try hard lest you ______ fail

- should

37. He is superior _____ me

- to 

38. We often ______ a victim to circumstances

- fall

39. Bag and baggage means—

- leaving nothing behind 

40. Hold water means—

- bear examination

৪১। ফুলকুমারী শব্দটি কোন সমাস?

- উপমিত কর্মধারয় 

৪২। সৌন্দর্য সকলকে আকর্ষণ করে। এই বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?

- বিশেষ্য

৪৩। 'স্কুল>ইস্কুল' ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার নাম কি?

- আদি স্বরাগম

৪৪। 'ড় ও ঢ়' ধ্বনি দুটিকে কি বলে?

- তাড়নজাত ধ্বনি

৪৫। ঘনশ্যাম কোন সমাস?

- উপমান কর্মধারয় 

৪৬। নিত্য মূর্ধন্য -ষ কোন শব্দে বর্তমান? 

- আষাঢ় 

৪৭। বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে—

- পদ

৪৮। শব্দ ও ধাতুকে বলে?

- প্রকৃতি 

৪৯। অপব্যয় এর 'অপ' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?

- অপকর্ম

৫০। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?

- বিষমীভবন




এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

1 comment:

close