Breaking

Saturday, July 16, 2022

NTRCA Suggestions। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চুড়ান্ত সাজেশন।

 ১. ৩২তম বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে-- ২০২০ সালে, টোকিও, জাপান।

২. ৩৩তম বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে-- ২০২৪ সালে, প্যারিস,ফ্রান্স।

৩. ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে-- ২০২২ সালে, বার্মিংহাম, যুক্তরাজ্য।

৪. ২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-- ২০২২ সালে, কাতার।

৫. ২৩তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-- ২০২৬ সালে, যুক্তরাষ্ট্র,কানাডা ও ম্যাক্সিকো।

৬. ১২তম বিশ্বকাপ ক্র‍িকেট অনুষ্ঠিত হয়-- ২০১৯ সালে, ইংল্যান্ড ( চ্যাম্পিয়ন ইংল্যান্ড)।

৭. ১৩ বিশ্বকাপ ক্র‍িকেট অনুষ্ঠিত হবে-- ২০২৩ সালে, ভারত।

৮. ৭তম T20-বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-- ২০২০ সালে, অস্ট্রেলিয়া।

৯. ৮তম ICC চ্যাম্পিয়ান ট্রফি অনুষ্ঠিত হয়--

২০১৭ সালে ইংল্যান্ডে( চ্যাম্পিয়ন পাকিস্তান )।

১০. ৯তম ICC চ্যাম্পিয়ান ট্রফি অনুষ্ঠিত হবে-- ২০২১ সালে, ভারত।



প্রশ্ন: মৌমাছির চোখ কয়টি ?

= ৫ টি

প্রশ্ন: মাকড়সার পা কয়টি ?

= ৮ টি

প্রশ্ন: মাছির পা কয়টি ?

= ৬ টি

প্রশ্ন: সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু

কোনটি ?

= চিতাবাঘ

প্রশ্ন: ব্যাঙের হৃৎপিন্ডের প্রকোষ্ট কয়টি ?

= ৩ টি

প্রশ্ন: কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?

= ত্বকের

প্রশ্ন: মানব দেহে মোট কয়টি হাড় থাকে ?

= ২০৬ টি

প্রশ্ন: মানব দেহে কশেরুকার সংখ্যা কত ?

= ৩৩ টি

প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত ?

= ২০ টি

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম

কী ?

= যকৃত

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম

কী ?

= ফিমার

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম

কী ?

= ত্বক

প্রশ্ন: লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন ?

= ১২০ দিন

প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কত ?

= ১০ দিন

প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?

= ল্যান্ড স্টিনার

প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?

= যকৃতে

প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?

= কিডনীতে

প্রশ্ন: মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী

বলে ?

= ডিম্বাণু

প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?

= ৭২ বার


NTRCA Suggestions
NTRCA Suggestions


প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ?

= ধমনীর মাধ্যমে

প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের

কারণে ?

= মেলানিন

প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের সাভাবিক

উষ্ণতা কত ?

= ৩৬ .৯ ডিগ্রী

প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে

আবিস্কার করেন ?

= ইউলিয়াম হার্ভে

প্রশ্ন: ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক

উষ্ণতা কত ?

= ৯৮.৪ ডিগ্রী

প্রশ্ন: নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা

বেশি ?

= নারীর

প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত

দিতে পারে ?

= পুরুষ

প্রশ্ন: পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?

= নিউরন

প্রশ্ন: পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী

কোন ক্রোমোজম ?

= Y ক্রোমোজম

প্রশ্ন: স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন

ক্রোমোজম ?

= X ক্রোমোজম

প্রশ্ন: মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত ?

= ২৩ জোড়া

প্রশ্ন: জীবের বংশ গতির একক কোনটি ?

= জিন

প্রশ্ন: এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি

হয় ?

= আমাশয়

প্রশ্ন: AIDS অর্থ কী ?

= Acquired Immune Deficiency Syndrome.

প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা

বলে ?

= এবি (AB) গ্রুপ কে

প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা

বলে ?

= ও ( O) গ্রুপ

প্রশ্ন: বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?

= লুইস ব্রাউন (ইংল্যান্ড )

প্রশ্ন: পেসমেকার কে আবিস্কার করেন ?

= জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সাল

প্রশ্ন: মেডিসনের জনক কে ?

= হিপোক্রেটিস

প্রশ্ন: মানব দেহের রক্তেরi পরিমাণ কত ?

= ৫-৬ লিটার

প্রশ্ন: পেনিসিলিন কে আবিস্কার করেন ?

= আলেকজান্ডার ফ্লেমিং



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close