স্পেশাল মডেল টেস্ট
প্রাইমারি, শিক্ষক নিবন্ধন ও বিসিএস প্রস্তুতি
বিষয়: বাংলা সাহিত্য ( আলাওল, বেগম রোকেয়া)
1.রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয় ?
৯ ডিসেম্বর
১০ জানুয়ারি
১৫ ফেব্রুয়ারি
১০ এপ্রিল
উত্তর: ৯ ডিসেম্বর
2. মহাকবি আলাওল রচিত কাব্য-
A. চন্দ্রবতী
B. পদ্মাবতী
C. মধুমালতী
D. লাইলী মজনু
উত্তর: খ
3. কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
ক.মনঝন
খ.সাধন
গ.সাবিরিদ খান
ঘ.মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ ঘ
4. কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক.বাল্মীকি
খ.কাশীরাম দাস
গ.কৃত্তিবাস
ঘ.কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ
5. Ballad কি?
ক.লোকগীতি
খ.লোকগাথা
গ.গীতিকা
ঘ.গাথা
উত্তরঃ গ
6. 'টপ্পা' কি?
ক.এক ধরনের গান
খ.নাচের মুদ্রা
গ.এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ.বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক
7. কোন দুজন আরাকান রাজ্যসভার কবি?
ক.সৈয়দ সুলতান ও মুহম্মদ কবির
খ.মহাকবি আলাওল ও দৌলত কাজী
গ.কাশীরাম দাস ও মহাকবি আলাওল
ঘ.মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
উত্তরঃ খ
8. 'পটুয়া' সঙ্গীতের বিষয়বস্তু কোনটি?
ক.কৃষ্ণলীলা
খ.প্রকৃতি বন্দনা
গ.প্রেম
ঘ.শিব
উত্তরঃ ক
9. মহাকবি আলাওল রচিত কাব্য-
ক.চন্দ্রাবতী
খ.পদ্মাবতী
গ.মধুমালতী
ঘ.লাইলী মজনু
উত্তর: খ
10. সবচেয়ে প্রাচীন রোমান্সমূলক প্রণয়োপাখ্যানের রচয়িতা-
A. জৈনুদ্দিন
B. শাহ মুহম্মদ সগীর
C. আলাওল
D. দৌলত উজির বাহরাম খান
উত্তর: খ
Job Suggestions |
11. নিচের কোন জন মধ্যযুগের কবি নন?
A. আলাওল
B. জ্ঞানদাস
C. মাগনঠাকুর
D. কায়কোবাদ
উত্তর: ঘ
12. সই কেমনে ধরিব হিয়া আমার বধূয়া আন বাড়ি যায় আমারি আঙ্গিনা দিয়া।" -এই পদটির পদকর্তা কে?
A. বড়ু চন্ডীদাস
B. দ্বিজ চন্ডীদাস
C. দীন চন্ডীদাস
D. আলাওল
উত্তর: খ
13. রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চার মূল পৃষ্ঠপোষক কে ছিলেন ?
A. আলাওল
B. সৈয়দ সুলতান
C. কাজী দৌলত
D. আগন ঠাকুর
উত্তর: ঘ
14. এ সখি হামারি দুখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। - এই উক্তিটি কার রচনা?
A. জ্ঞানদাস
B. গোবিন্দদাস
C. বিদ্যাপতি
D. বড়ু চণ্ডীদাস
উত্তর: গ
15. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
ক) পদ্মমণি
খ) পদ্মবতী
গ) পদ্মগোখরা
ঘ) পদ্মরাগ
উত্তর: ঘ
16. রোকেয়া সাখাওয়াত হোসেনের “মতিচূর” কোন ধরনের রচনা?
ক) প্রবন্ধ
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) আত্মজীবনী
উত্তর: ক
17. বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক) ভাষা ও সাহিত্য
খ) আয়না
গ) লালসালু
ঘ) অবরোধবাসিনী
উত্তর: ঘ
18. রোকেয়া সাখাওয়াত হোসেনের “সুলতানর স্বপ্ন” -
ক) কাব্য
খ) উপন্যাস
গ) প্রবন্ধ
ঘ) নাটক
উত্তর: খ
19. বেগম রোকেয়ার পিতার নাম কী ?
ক) মসিহুজ্জামান সাবের
খ) জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের
গ) জহুরউদ্দীন সাবের
ঘ) আবদুর রহমান আজু জায়সাম সাবের
উত্তর: খ
20. বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন-
ক) সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
খ) নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
গ) নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
ঘ) শিশুদের নীতিকথা শিক্ষা
উত্তর: গ
কতিপয় ভৌগোলিক উপনাম
১) মসজিদের শহর → ঢাকা
২) বাংলাদেশের প্রবেশদ্বার → চট্টগ্রাম
৩) বাংলার ভেনিস → বরিশাল
৪) রাজপ্রাসাদের শহর → কলকাতা
৫) বজ্রপাতের দেশ → ভুটান
৬) ইউরোপের রুগ্ন মানুষ → তুরস্ক
৭) মুক্তার দ্বীপ → বাহরাইন
৮) পবিত্র ভূমি → জেরুজালেম
৯) সূর্যোদয়ের দেশ → জাপান
১০) প্রচীরের দেশ → চীন
১১)নিষিদ্ধ নগরী → লাসা (তিব্বত)
১২) সাদা হাতির দেশ → থাইল্যান্ড
১৩) প্রাচ্যের ভেনিস → ব্যাংকক
১৪) পৃথিবীর ছাদ → পামির মালভূমি
১৫) সমুদ্রের বধূ → গ্রেট ব্রিটেন
১৬) নীরব শহর → রোম(ইতালি)
১৭) বাজারের শহর → কায়রো ( মিশর)
১৮) বিগ আপেল → নিউইয়র্ক
১৯) পৃথিবীর কসাইখানা → শিকাগো (যুক্তরাষ্ট্র)
২০) বিশ্বের রুটির ঝুড়ি → উত্তর আমেরিকার প্রেইরি
পড়ার শেষে Thanks লিখে উৎসাহিত করবেন!
No comments:
Post a Comment