Breaking

Tuesday, August 28, 2018

চাকরির পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক ৪০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ৪-৫ টি কমনের সম্ভাবনা + ৪১তম বিসিএস

Writing English- এর জন্য Idioms and Phrases এর গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, নিচের Idioms and Phrases গুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় ও এসেছে।

1. Bearish market -- share price is falling (শেয়ারের দরপতন)
2. Blue chip--share considered to be safe investment- (শেয়ারকে নিরাপদ বিনিয়োগ মনে করা)
3. Modus vivendi- way of living // truce (জীবনযাপন পদ্ধতি)
4. Brazen faced-- shameless (নির্লজ্জ)
5. Carte blanche -- complete freedom (পূর্ণ স্বাধীনতা)
6. Put the cart before the horse-- reverse the natural order (স্বাভাবিক নিয়ম বিপরীত করা)
7. In toto- completely (পূর্ণরূপে)
8. Shilly shally-- hesitate (দ্বিধাবোধ করা)
9.Helter skelter -- in disorderly haste (অস্বাভাবিক তড়িঘড়ি)
10. Hulla baloo-- uproar, loud noise (উচ্চস্বর)
11. Tooth and nail- Completely (পরিপূর্ণরূপে)
12. Modus operandi- Method of operation (কার্যপদ্ধতি)
13. Bring to book- Rebuke (তিরস্কার করা)
14. Cut to the quick- To hurt intensely (তীব্র আঘাত করা)
15. Dilly dally- waste time (সময় নষ্ট করা)
16. Bon voyage-Wish You a good trip (তোমার ভ্রমন শুভ হোক)
17. Day dream- Reverie (দিবাস্বপ্ন)
18.By fits and starts- irregularity - (অনিয়মিত)
19. Buoyant health - Good/sound health (সুস্বাস্থ্য)
20. Leave no stone unturned - try every possible means (চেষ্টার ত্রুটি না করা)
21. Speed/ Hush money - Bribe (ঘুষ)
22.Sub Judice- matter under judicial consideration (বিচারাধীন বিষয়)
23.Cul-de-sac- dead end (কানাগলি)
24. Bottom line- the essential point (গুরুত্বপূর্ণ বিষয়)
25. A round dozen- a full dozen
26. Baker's dozen- Thirteen
27. A green horn- An inexperienced person
28. Blue blood- aristocratic (অভিজাত)
29. Salt of life- Valuable things
30. Lend me your ears- listen to me
31. In the teeth of - Against (বিরুদ্ধে)
32. In a nutshell- Briefly (সংক্ষিপ্ত ভাবে)
33. Make a case- logic in support (যুক্তিপূর্ণ সমর্থন)
34.Keep your nose out of something- to avoid (এড়িয়ে চলা)
35. To do away with- to get rid of (মুক্তি পাওয়া)
36. Prima facie- At first view (প্রথম দর্শন)
37. Renal failure - Kidney failure (কিডনি অচল হওয়া)
38. Sharp practice- betrayal (বিশ্বাসঘাতকতা)
39. A white elephant -a costly possession (দামি কিন্তু কাজের না)
40. To get along with- to adjust (মানিয়ে নেয়া)
41. electorate - A body of voters (নির্বাচকমণ্ডলী)
42. Though thick and thin- under all conditions (সর্বাবস্থায়)
43.Bring to pass - Cause to happen (ঘটার কারণ)
44. Billet- doux - Love letter (প্রেমপত্র)
45. Bill of fare- list of dishes/ menu (খাবার তালিকা)
46.Bull market- Rising share price (শেয়ারের মূল্যবৃদ্ধি)
47. To read between the lines- To read carefully to find out any hidden meaning (নিহিতার্থ বুঝতে পারা)
48. Cock and bull story- a false story
49. At daggers drawn- In the state of violent enmity/ 0n the point of fighting (আক্রমণাত্মক)
50. Bag & baggage -leaving nothing behind (সবকিছু নিয়ে চলে যাওয়া)
51. Burning Question - A hotly discussed question (আলোচনার বিষয়)
52.White elephant - A very costly or troublesome possession
53.Maiden speech - First speech
54. Moot point- An undecided matter (সিদ্ধান্তহীন বিষয়)
55. Razzmatazz- A noisy activity (কোলাপূর্ণ কাজ)
56. Out and out - Thoroughly (পুরোপুরিভাবে)
57. Snake in the grass- Hidden enemy (গোপন শত্রু)
58. Bread and butter- Livelihood
59.Lingua franca- The common language
60.Root and branch- Completety
61.Donkey work- The hard and boring part of a job.
62.Dark horse- Unknown person
63.Swang song- Last work
64.Note bene-Mark well (বিশেষ দ্রষ্টব্য)
65.Vice versa- The terms being exchanged (এপাশ- ওপাশ)
66.Soft soap- Flatter for self motives (নিজের স্বার্থে তোষামোদকারী)
67.Dog days-Hot weather
68.Hold water- Bear examination (পরীক্ষা দেওয়া)
69. A whited sepulchre-- a hypocrite (ভণ্ড/ চক্রান্তকারী)
70. tete a tete - private conversation (ব্যক্তিগত আলাপ)
71. Nem con-- unanimously / without objection (সর্বসম্মতভাবে)

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন
নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই থেকে-
প্রথম অধ্যায়ঃ-
১। খাদ্যের উপাদান মোট - ৬ টি।
২। স্নেহ ও শর্করাকে বলা হয় - শক্তি উৎপাদক খাদ্য।
৩। দেহ গঠনের খাদ্য হিসেবে বিবেচিত - আমিষ।
৪। ভিটামিন, খনিজ লবণ ও পানি - দেহ সংরক্ষক খাদ্য (রোগ প্রতিরোধে সহায়তা করে)।
৫। শর্করা গঠিত - কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে।
৬। স্টার্চ এর প্রধান উৎস - ধান, গম, ভুট্টা ও অন্যান্য দানা শস্য।
৭। আঙুর, আপেল, গাজর ও খেজুরে পাওয়া যায় - গ্লুকোজ।
৮। ফ্রুকটোজ পাওয়া যায় - আম, পেঁপে, কলা, কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে (একে ফল শর্করা বা Fruit Sugar. বলে)।
৯। আখের রস, চিনি, গুড় ও মিসরিতে থাকে - সুক্রোজ।
১০। বেল, কলা, তরমুজ, শুকনা ফল এবং সব ধরণের শাকসব্জিতে থাকে - সেলুলোজ (অপাচ্য প্রকৃতির শর্করা। কোষ্ঠকাঠিন্য রোধ করে)।
১১। ল্যাকটোজ বা দুধ শর্করা পাওয়া যায় - গরু, ছাগল ও অন্যান্য প্রাণির দুধে।
১২। পশু ও পাখি জাতীয় প্রাণির(যেমন- মুরগি, কবুতর) যকৃত ও মাংসে থাকে- গ্লাইকোজেন নামক শর্করা।
১৩। প্রাণিদেহে খাদ্য ঘাটতি বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে - গ্লাইকোজেন।
১৪। প্রতি গ্রাম শর্করা জারণে শক্তি উৎপন্ন হয় - ৪.১ কিলোক্যালরি।
১৫। প্রোটিন ও ফ্যাট সংশ্লেষণে অংশগ্রহণ করে - শর্করা।
১৬। দেহ স্থূল আকার এবং বহুমূত্র রোগের কারণ - অতিরিক্ত শর্করা গ্রহণ।
১৭। পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক শর্করা চাহিদা - নূন্যতম ৩০০ গ্রাম (এতে ১২০০ থেকে ১৮০০ ক্যালরি শক্তি পাওয়া যায়)।
১৮। শক্তির একক হচ্ছে - ক্যালরি (এক গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে শক্তির প্রয়োজন হয়, সে পরিমাণ তাপশক্তি হচ্ছে এক ক্যালরি)।
১৯। এক হাজার ক্যালরির সমান - এক কিলোক্যালরি (খাদ্যের মাঝে নিহিত শক্তিকে ক্যালরি বা কিলোক্যালরি দিয়ে বোঝানো হয়)।
২০। স্নেহ জাতীয় খাদ্যে বা ফ্যাটের ক্যালরি - সবচেয়ে বেশি (প্রায় ৯.৩ Kcal/g)।
২১। আমিষ গঠিত - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন - এ চারটি পদার্থের সমন্বয়ে।
২২। আমিষ দেহে পরিপাক হওয়ার পর - অ্যামাইনো এসিডে পরিণত হয়।
২৩। মানুষের মধ্যে এ পর্যন্ত - ২০ ধরনের অ্যামাইনো এসিড পাওয়া যায় (অত্যাবশ্যকীয় এসিড - ৮টি)।
২৪। উৎপত্তিগতভাবে আমিষ - দুই প্রকার। যথাঃ প্রাণিজ ও উদ্ভিজ্জ।
২৫। প্রাণিজ আমিষ - মাছ, মাংস, ডিম, দুধ, ছানা ও পনির।
২৬। উদ্ভিজ্জ আমিষ - ডাল, শিমের বিচি, মটরশুটি, বাদাম।
২৭। প্রাণি দেহের শুষ্ক ওজনের প্রায় - ৫০% প্রোটিন (প্রোটিন কোষের গঠন ও কার্যাবলি নিয়ন্ত্রন করে)।
২৮। প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক প্রোটিনের চাহিদা তার ওজনের প্রতি কিলোগ্রামের জন্য ১ গ্রাম (অর্থাৎ কারও ওজন ৫৭ কেজি হলে তার দৈনিক প্রোটিন চাহিদা ৫৭ গ্রাম)।
২৯। আমিষের অভাবে শিশুদের কোয়াশিওরকর এবং মেরাসমাস রোগ হয়ে থাকে।
৩০। রক্তে লোহিত রক্ত কণিকা তৈরিতে অংশগ্রহণ করে - আমিষ।
৩১। আমিষের অভাবে দেহে - রক্তস্বল্পতা বা এনিমিয়া হয়।
৩২ ফ্যাটি এসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত - স্নেহ পদার্থ বা লিপিড।
৩৩। খাদ্যে প্রায় - ২০ ধরণের ফ্যাটি এসিড পাওয়া যায়।
৩৪। কঠিন স্নেহ পদার্থকে বলে - চর্বি (সাধারণ তাপমাত্রায় এগুলো কঠিন অবস্থায় থাকে। মাছ ও মাংসের চর্বি)
৩৫। যেসব স্নেহ তরল, সেগুলোকে বলে - তেল (তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি এসিড। যেমন- সয়াবিন ও সরিষার তেল)।
৩৬। স্নেহ পদার্থ - ভিটামিন A, D, E ও K শোষণে সহায়তা করে।
৩৭। স্নেহ পদার্থের অভাবে - চর্ম রোগ, একজিমা হয় এবং ত্বক খসখসে ও দেহের ওজন হ্রাস পায়।
৩৮। বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো এনজাইম হিসেবে কাজ করে - ভিটামিন।
৩৯। স্নেহে দ্রবণীয় ভিটামিন গুলো হচ্ছে - ভিটামিন A, D, E এবং K.
৪০। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে - ভিটামিন B এবং C।
৪১। কড মাছ, ক্যারোটিন সমৃদ্ধ শাকসব্জি এবং গাজরে - ভিটামিন এ পাওয়া যায়।
৪২। ভিটামিন এ এর অভাবে - রাতকানা রোগ হয় (অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হয়। একে জেরপথ্যালমিয়া বলে)।
৪৩। ভিটামিন এ ক্যাপসুল - রাতকানা রোগ প্রতিরোধ করে।
৪৪। একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন - ডি পাওয়া যায় (উৎস- ডিমের কুসুম, দুধ ও মাখন)।
৪৫। সূর্যের অতিবেগুনি রশ্মি হতে মানবদেহে - ভিটামিন ডি সংশ্লেষিত হয়।
৪৫। ভিটামিন ডি অধিক পরিমাণ গ্রহণে ধমনি গাত্রে ক্যালসিয়াম জমা হয়।
৪৬। রিকেটস রোগ হয় - ভিটামিন ডি এর অভাব হলে।
৪৭। শস্যদানার তেল(Corn Oil), তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল এবং লেটুস পাতায় - ভিটামিন ই পাওয়া যায়।
৪৮। মানবদেহে ভিটামিন ই হলো - এন্টি অক্সিডেন্ট, যা ধমনীতে চর্বি জমা রোধ করে।
৪৯। মানুষ এবং অন্যান্য প্রাণির বন্ধ্যাত্ব দূর করে এবং জরায়ুর মধ্যে ভ্রুণের মৃত্যু হতে রক্ষা করে - ভিটামিন ই।
৫০। ভিটামিন বি কম্প্লেক্স মোট - ১২ টি।
৫১। ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবে - বেরিবেরি রোগ হয়।
৫২। বি২ বা রিবোফ্লেবিনের অভাবে - মুখে ও জিব্হায় ঘা হয়।
৫৩। বি৫ বা নিয়াসিনের অভাবে - পেলেগ্রা রোগ হয় (ত্বকে লালচে দাগ পড়ে। জিব্হায় রঞ্জক পদার্থ জমে এট্রোফি হয়)।
৫৪। বি১২ এর অভাবে যা হয় - স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা দেয়।

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন
English Literature থেকে গুরুত্বপূর্ণ কিছু
ইনফরমেইশন!! কয়েকটি আসতে পারে :
==================================
** The father of modern English poetry –
GeoffreyChaucer
** Shakespeare is known mostly for his- Play
** The English “Epic Poet”- John Milton
** The first English dictionary writer- Samuel
Johnson
**The most famous satirist in English literature -
Jonathan Swift
** The father of English novel – Henry Fielding
** The poet of nature – William Wordsworth
** Both poet & painter- William Blake
** Poet of Sensuousness – John Keats
** The poet of beauty – John Keats
**The Rebel poet in English literature – Lord Byron
** The greatest modern English dramatist –
G.B.Shaw
**The father of modern English literature –
G.B.Shaw
** The first English novel – Pamela
** The first translator of the Bible into English –
John Wycliff
**The poet of poets – Edmund Spenser.
** ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য
হল- Beowulf
**ইংরেজি গদ্যের জনক – John Wyclif
**শেক্সপিয়র জন্মগ্রহণ করেন-১৫৬৪ সালে
**শেক্সপিয়র মৃত্যুবরণ করেন- ১৬১৬ সালে
**শেক্সপিয়র নাটক লিখেছেন – ৩৭ টি।
** John Milton এর উপাধি হল- English Epic
Poet.
** George Orwell এর মূল নাম হল- Eric Arthur Blair
** George Eliot এর মূল নাম হল-Mary Ann Evans.
** P .B. Shelley কে Oxford University থেকে
বহিস্কার করা
হয়েছিল।
** T .S. Eliot কে তার বিখ্যাত কবিতা
‘The Waste Land’ এর জন্য নোবেল পুরস্কার
পেয়েছিল
**John Keats পেশাগতভাবে একজন
ডাক্তার ছিলেন।
**Winston Churchill ছিলেন এমন একজন
প্রধানমন্ত্রী যিনি সাহিত্যে নোবেল
পেয়েছিলেন।
@@Literary Works -Author-Important Characters@
@
**The Tempest (Comedy)Shakespeare
-Prospero, Miranda, Ferdinand, Caliban, Ariel
**Measure for Measure (Problem Play)Shakespeare
-Isabella, Juliet, Lucio, Angelo, Claudio
**Macbeth (Tragedy)Shakespeare
-Macbeth, Lady Macbeth (most powerful lady
character of Shakespeare), Duncan, Banquo, the
Three Witches
**Merchant of Venice (Comedy)Shakespeare
-Shylock, Antonio, Bassanio, Portia, Jessica
**King Lear (Tragedy)Shakespeare
-King Lear, Cordelia, Goneril, Regan
**Hamlet (Tragedy)Shakespeare
-Hamlet, Ophelia, Claudius, Gertrude
**Othello (Tragedy)Shakespeare
-Othello, Desdemona, Iago (Shakespeare’s most
infamous villain)
**Twelfth Night (Comedy)Shakespeare
-Viola, Duke Orsino, Malvolio, Olivia, Sebastian
**As You Like It (Comedy)Shakespeare
-Rosalind, Orlando, Jaques, Celia, Duke Senior
**Doctor Faustus (Tragedy)Christopher Marlowe
-Faustus, Mephistopheles
**Paradise Lost (Epic)John Milton
-Adam, Eve, Satan (most infamous villain of all
times)
**Volpone (Comedy)Ben Jonson
-Volpone, Mosca, Celia
**Tess of the D’Urbervilles (Novel)Thomas Hardy
-Tess Durbeyfield
**Robinson Crusoe (Novel)Daniel Defoe
-Robinson Crusoe, Friday, Xury
**Gulliver’s Travels (Novel-Satire)Jonathan Swift
-Gulliver, Blefuscudian, Lilliputians, Yahoos
**Death of Salesman (Play-tragedy)Arthur Miller
-Willy Loman, Linda Loman, Happy Loman
**Oliver Twist (Novel)Charles Dickens
-Oliver Twist, Fagin, Bill Sikes
**Great Expectations (Novel)Charles Dickens
-Pip (Philip Pirrip), Miss Havisham, Estella, Joe
Gargery
**David Copperfield (Novel)Charles Dickens
-David Copperfield, Agnes Wickfield, James
Steerforth
**Anna Karenina (Novel) Leo Tolstoy
-Anna Karenina, Alexis Karenin
**Jane Eyre (Novel) Charlotte Bronte
-Jane Eyre, Edward Rochester
**The Rime of the Ancient Mariner (Poem) S. T.
Coleridge
-The Mariner, the Wedding Guest, Albatross,
** ‘To be or not to be‘ is the beginning of a
famous soliloquy from – Hamlet.
**The father of English Poem – Geoffrey Chaucer
** Francis Bacon is an – Essayist
**‘Renaissance’ means – the revival of learning
** Elizabethan tragedy is centered on – Revenge
** A lexicographer is a person who writes –
dictionaries
**The English Poet who addicted to opium – S.T.
Coleridge
** The Golden Age of English Literature – the
Elizabethan Age
**The author of the book ‘Asian Drama ‘ is –
Gunnar Myrdal
** Protagonist indicates -the leading character in a
play
** A sonnet is a poem having fourteen lines
** ‘Blank Verse’ is a kind of verse -having no
rhyming end
** The real name of O’Henry – William Sydney
Porter.
** ‘To Daffodils‘ is written by – Robert Herrick
**Goethe is the greatest poet of – Germany
** ‘Romeo and Juliet‘ is a tragedy
** ‘A Passage to India‘ is written by – E.M Forster
** The full name of the tragedy ‘Dr.Faustus‘ – The
Tragic History of Doctor Faustus
** "Gulliver's Travels" has been written by -
Jonathan Swift
** The drama 'Hamlet' is written by- Shakespeare
** 'Faerie Queene' is- an epic by Edmund Spenser
** The "Merchant of Venice" written by
Shakespeare is- a drama
** Who wrote "The Tempest"? - William
Shakespeare
** A thing of beauty is a joy for ever' was stated
by- John Keats
**'Paradise Lost' was written by- Milton
** Chaucer is the representative poet of - 14th
century
** The music in my heart I bore Long after it was
heard no more.' These lines are from the poem-
Ode to a Nightingale by John Keats.
** Macbeth' is - a play by Shakespeare.
** 'Vanity Fair' is a- novel.
==================
Regards :Md Rabiul Hossain Rabi
35 BCS Education (English) cadre.

মুক্তিযুদ্ধ
১। মুজিবনগর সরকার ১৯৭১ সালের ২২শে ডিসেম্বর ঢাকায় আসে।
২। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে 'Big bird' অপারেশন নামে গ্রেপ্তার করা হয়।
৩। মুক্তিযুদ্ধে ঢাকায় গেরিলা আক্রমণ পরিচালনাকারী দল ক্রাক প্লাটুন।
৪।মুক্তিযোদ্ধাদের গোপন সংকেত পাঠাতে কবে "আকাশ বাণী" রেডিও তে গান বেজে ওঠে ?
= ১৩ আগস্ট , ১৯৭১ ।

৫। ৬ দফার প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ৮ই মে,১৯৬৬।
৬। ১৯৭১ সালে ঢাকার গভর্নর ছিলেন এস.এম.আহসান।
৭। পাকিস্তান ১৯৭৪ সালের ২২শে ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
৮। যুক্তফ্রন্ট ৩ এপ্রিল, ১৯৫৪ সালে মন্ত্রিসভা গঠন করে।
৯। আগরতলা ষড়যন্ত্র ফাঁস করে দেয় আমির হোসেন।
১০। Operation Search Light পরিচালিত হয় ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ২৫শে মে পর্যন্ত।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার নৌযুদ্ধ নিয়ে নির্মিতব্য ভারতীয় চলচ্চিত্রের নাম কী?
➪দ্য গাজী অ্যাটাক
১১।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পীর নাম কী ?
➪ নমিতা ঘোষ
১২।১৫ আগস্ট , ১৯৭১ অপারেশন জ্যাকপট – এর নেতৃত্বদানকারী ছিলেন কে?
➪ কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী বীরবিক্রম,বীর উত্তম

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন
বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা
==================
※একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কোন বৃত্ত আকা যায়না।
※দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ৩টি বৃত্ত আকা যায়।
※একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলা হয়।
※বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে π বলে।
※বৃত্তের কেন্দ্র থেকে কোন বিন্দুর দুরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে।
※বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
※বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বড়।
※বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
※বৃত্তের যে কোন জ্যা এর লম্বদ্বিখণ্ডক কেন্দ্রগামী।
※কোন বৃত্তের ৩টি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে।
※অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ।বৃত্ত সম্পর্কিত কিছু ধারণাঃ
※একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কোন বৃত্ত আকা যায়না।
※দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ৩টি বৃত্ত আকা যায়।
※একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলা হয়।
※বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে π বলে।
※বৃত্তের কেন্দ্র থেকে কোন বিন্দুর দুরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে।
※বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
※বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বড়।
※বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
※বৃত্তের যে কোন জ্যা এর লম্বদ্বিখণ্ডক কেন্দ্রগামী।
※কোন বৃত্তের ৩টি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে।
※অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ।
বৃত্ত সম্পর্কিত কিছু ধারণাঃ
※একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কোন বৃত্ত আকা যায়না।
※দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ৩টি বৃত্ত আকা যায়।
※একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলা হয়।
※বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে π বলে।
※বৃত্তের কেন্দ্র থেকে কোন বিন্দুর দুরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে।
※বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
※বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বড়।
※বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
※বৃত্তের যে কোন জ্যা এর লম্বদ্বিখণ্ডক কেন্দ্রগামী।
※কোন বৃত্তের ৩টি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে।
※অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ।

আগস্ট মাসের কিছু আপডেট তথ্য
১। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
=ইমরান খান (১৯৯২ সালে তিনি পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ জেতান , রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ, ২২তম প্রধানমন্ত্রী)
২। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী= স্কট মরিসন (৩০তম)
৩। সু চির 'ফ্রিডম অব সিটি' খেতাব কেড়ে নিচ্ছে
= এডিনবার্গ কর্তৃপক্ষ
৪। বিশ্বের কোথায় প্রথম ইন্টারনেট আদালত গঠন করা হয় ?
= চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝুতে। ( ১৮ আগষ্ট ২০১৮ সালে।)
৫। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স এর ২০১৮ সালের প্রতিবেদন অনুসারে বিশ্বে বসবাসের অনুপযুক্ত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত ?
= ২য় । ১ম: দামেস্ক .সিরিয়ার রাজধানী।(নোট : বসবাসের দিক উপযুক্ত শহরের তালিকায় শীর্ষে: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।)
৭। কফি আনান সম্পর্কে কিছু তথ্য
ক) জাতিসংঘের সাবেক ৭ম মহাসচিব কফি আনান(১৯৩৮-২০১৮) ১৮ আগস্ট ২০১৮ সালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।

খ) তিনি ঘানার অধিবাসী ছিলেন

গ) জাতিসংঘের ৭ম মহাসচিব , ( দুই মেয়াদে ) ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ঘ) জাতিসংঘের প্রথম আফ্রিকান মহাসচিব
ঙ) ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিতে নোবেল পুরষ্কার অর্জন করেন।

চ) রোহিঙ্গা সংকট সমাধানে তাঁর নেতৃত্বে ২০১৭ সালে গঠিত "আনান কমিশন" ৮৮টি সুপারিশ করে।

ছ) মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ "দ্য এলডারস’র" প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি । (প্রতিষ্ঠাতা ছিলেন নেলসন ম্যান্ডেলা।)

জ) কফি আনান বাংলাদেশে আসেন ২০০১ সালে এবং সেগুনবাগিচায় মাতৃভাষা ইন্সটিটিউট উদ্ধোধন করেন।
ঝ)তাঁর আত্মজীবনী Interventions: A life in War & Peace.
/
৮। সম্প্রতি লাতিন আমেরিকার কোন দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
কলম্বিয়া।
৯) বাংলাদেশের নতুন অর্থসচিব :- আবদুর রউফ তালুকদার
১০) বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক :- মোহাম্মদ মুসলিম চৌধুরী
১১)ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। তামিম ইকবাল সর্বোচ্চ ২৮৭ রান করেন। মাশরাফি সর্বোচ্চ ৭ উইকেট নেন। এছাড়াও টি-২০ সিরিজ জেতে বাংলাদেশ)
১২)নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস এর নাম কি- দ্য টু আওয়ার জব ডটকম”
১৩)রোহিঙ্গাদের উপর নির্মিতব্য বাংলাদেশের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
→A Pair of Sandal(জসীম আহমেদ)
১৪)"কাপ্তান"কী?
→একটি চলচ্চিত্র(ইমরান খানের জীবনী নিয়ে)
১৫)দেশে পরিচালিত মাদক বিরোধী অভিযানের নাম কী ছিল ?
= চলো যাই যুদ্ধে,
মাদকের বিরুদ্ধে!
১৬) ১৮ আগস্ট ২০১৮ ইন্দোনেশিয়া তে শুরু হওয়া এশিয়ান গেমস কততম আসর ?
-১৮তম।।
                                          আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close