Breaking

Monday, December 10, 2018

প্রাইমারি শিক্ষক পরীক্ষার প্রস্তুতিঃ অবশ্যই স্পেশাল কিছু পাবেন যা প্রচলিত গাইড বইয়ে নেই:

‘জিরো সাম গেইম ’ এর প্রবক্তা কে?
= জন ন্যাশ।

‘City of Delights’ হিসেবে পরিচিত কোন শহর?
→ Tivoli.
‘Dead Heart of Africa’ বলা হয় কোন দেশকে?
→ চাঁদ।
‘Empty Quarter’ দ্বারা কি বুঝানো হয়?
→ বালুর মরুভুমি।
‘Fifth Column’ কি?
→ দেশের বিরুদ্বে ষড়যন্ত্রকারী ব্যক্তি বা সংগঠন।
‘Fleet Street’ কিসের সাথে সম্পর্কিত?
→ সংবাদপত্র প্রকাশনার।
‘Fort Hood’ কোন দেশের বৃহত্তম সামরিক ঘাটি?
→ আমেরিকা।
‘Global Zero’ কোথায় প্রথম চালু হয়?
→ ফ্রান্সের প্যারিসে।
‘Gate of Heavenly Peace’ বিশ্বের কোথায় অবস্থিত?
→ চীনে।
‘Greek Coleridge’ হিসেবে খ্যাত কোন কবি?
→ John Keats.
‘Ladies in White’ কোন দেশের সরকার বিরোধী সংগঠন?
→ কিউবা।
‘Legend of the Loom’ কোন বিষয়ের উপর
নির্মিত প্রামাণ্যচিত্র?
→ মসলিন
পার্ল অব এন্টিলিজ’ নামে পরিচিত
= কিউবা
ব্ল্যাক লাইভ ম্যাটার কী ?
= বর্ণবাদ বিরোধী আন্দোলন
বিজ্ঞান
১। মাসরুমে কোন বিষাক্ত উপাদান থাকলে তা খাওয়া যায় না ?
= মাসকাবিন
২। জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
= জেনোফেন ।
৩। বৃষ্টির পানি থেকে লবণ পৃথক করার প্রণালী — থিতান প্রণালী ।
৪। হিমোগ্লোবিন হলো — কনজুগেট প্রোটিন।
৫। ডুবুরীরা অক্সিজেন সিলিন্ডারে মিশ্রন হিসেবে যে গ্যাস ব্যবহার করে — Helium
৬। প্রাণিদেহের প্রোটিন ও নিউক্লিক এসিডের অন্যতম আবশ্যকীয় উপাদান — নাইট্রোজেন।
৭। পাকা ফলের সুগন্ধের মূল কারণ — এস্টার।

৮। যা প্রয়োগ করে কাঁচা ফল পাকানো হয়— CaC2
৯। তেল ও চর্বিকে একত্রে বলে — পলিএস্টার
১০। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য — ৬৫০-৭৬০ nm
১১। সারিণ কী ?
= বিষাক্ত গ্যাস
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-
— লাল আলোতে।
মানুষের চোখের পাতা গড়ে কত সেকেন্ড পর পলক দেয়?
____৬ সেকেন্ড
কোন হরমোনের কারণে ফুল ফোটে?
____ফ্লোরিজেন
জীব জগতের মধ্যে সবচেয়ে ক্ষতিকর রশ্মি
= গামা রশ্মি
শব্দের গতি ঘন্টায়
= ৭৫৭ মাইল
মহাশুণ্য থেকে আগত রশ্মি বা কণাকে বলে
= কসমিক রে
আধুনিক মুদ্রণ ব্যাবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরানোর বড় কারণ হলো
= ফটো লিথোগ্রাফি
বাইট হল তথ্য পরিমাপের একটি
একক।
বাইট শব্দটির প্রচলন সর্বপ্রথম করেন ডঃ ওয়ার্নার বুখোল্ড, ১৯৫৬ সালের জুলাই মাসে।
.
পিসিকালচার _?
মৎস্য চাষ বিজ্ঞান।

এপিকালচার _?
মৌমাছি পালন বিজ্ঞান।

এভিকালচার কী_?
পাখি পালন বিজ্ঞান।

সেরিকালচার কী_?
রেশম চাষ বিজ্ঞান।

প্রন কালচার কী_?
চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞান।

পার্ল কালচার কী_?
মুক্তা চাষ বিষয়ক বিজ্ঞান।

ফ্রগ কালচার কী_?
ব্যাঙ চাষ বিষয়ক বিজ্ঞান।

অ্যানিমাল হাজবেন্ড্রি কী_?
গবাদি পশু পালন বিদ্যা।

পোলট্রি ফার্মিং কী_?
হাঁস-মুরগীর পালন বিদ্যা।

হর্টিকালচার কী_?
উদ্যান পালন বিদ্যা।

পেস্ট কন্ট্রোল কী_?
বালাই নিয়ন্ত্রণ।

প্রাইমারি শিক্ষক পরীক্ষার প্রস্তুতিঃ অবশ্যই স্পেশাল কিছু পাবেন যা প্রচলিত গাইড বইয়ে নেই:

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close