Breaking

Sunday, December 9, 2018

চাকরির পরীক্ষায় আসা ২০ টি প্রশ্ন ফাঁদ যা আপনার জেনে রাখা জরুরী (পর্ব-০১)

 প্রশ্নোত্তর (১ম পর্ব- ২০টি) ফাদঃ

১। বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক কে?
a. জগদীশ চন্দ্র বসু
b. হুমায়ূন আহমেদ
→ উত্তরঃ জগদীশ চন্দ্র বসু।

→ ব্যাখ্যাঃ হুমায়ূন আহমেদ এটি সম্পুর্ণ ভুল তথ্য। সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন পলাতক তুফান (নিরুদ্দেশের কাহিনী)। যা অব্যক্ত (প্রবন্ধ সংকলন) এ প্রকাশিত হয়। অব্যক্ত একটি পুস্তক যা আচার্য জগদীশ চন্দ্র বসু রচিত বিভিন্ন প্রবন্ধের সংকলন। কিছু প্রবন্ধ ইতঃপূর্বে মুকুল, দাসী, প্রবাসী, সাহিত্য এবং ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। বইটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে ১৩২৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রথম প্রকাশ পায়।

২। ‘বড় কে’ কবিতাটির লেখক?
a. ঈশ্বরচন্দ্র গুপ্ত
b. হরিশচন্দ্র মিত্র
→ উত্তরঃ হরিশচন্দ্র মিত্র।
→ ব্যাখ্যাঃ ৩য় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে এ কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন
কবির নামের জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। এখন প্রশ্ন উঠেছে- কবিতাটির আসল কবি কে?
'বড় কে?' কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। এত দিন তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ৯৬ নম্বর পৃষ্ঠায় ছিল কবিতাটি। এবার ছাপা হয়েছে ৯০ নম্বর পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নামই বদলায়নি, কবিতার চারটি লাইনও বাদ দেওয়া দেওয়া হয়েছে। আগে ছিল ১৬ লাইন, এখন রাখা হয়েছে ১২ লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে। আবার 'হরিশচন্দ্র মিত্রের' নামের বানান লেখা হয়েছে 'হরিশ্চন্দ্র মিত্র'।

৩। চীনের প্রথম প্রেসিডেন্ট কে?
a. সান ইয়াত সেন
b. নাকি মাও সেতুং
→ উত্তরঃ সান ইয়াত সেন।
→ ব্যাখ্যাঃ যদি বলা হয় গনচীনের প্রথম প্রেসিডেন্ট কে? তখন হবে মাও সেতুং।


৪। পানামা খাল খননের প্রথম উদ্যোগ নিয়েছিল কোন দেশ?
a. আমেরিকা
b. ফ্রান্স
→ উত্তরঃ ফ্রান্স।
→ ব্যাখ্যাঃ যদি বলা হয় পানামা খাল খনন সমাপ্তকারী দেশ কোনটি? তখন উত্তর হবে আমেরিকা।

৫। ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর প্রস্তাব করলে কে তার প্রথম বিরোধীতা করে?
a. ধীরেন্দ্রনাথ দত্ত
b. এ.কে ফজলুল হক
c. অধ্যাপক আবুক কাশেম
→ উত্তরঃ এ. কে ফজলুল হক।
→ ব্যাখ্যাঃ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের দাপ্তরিক ভাষা ঊর্দুর পাশাপাশি বাংলাকে করার দাবি জানিয়েছেন। কিন্তু বলা হয়েছে, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর বিরোধীতা কে করেন এবং সেটা ১৯৩৭ সালে।।এর উত্তর হবে এ কে ফজলুল হক। আর পাকিস্তানের গণপরিষদের দাপ্তরিক ভাষা কেবল ঊর্দু হবে - এটার বিরোধীতাকারী ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত এবং সেটা ১৯৪৮ সালে।

৬। শাসন বিভাগকে বিচার বিভাগ হতে পৃথক করার কথা প্রথম কোথায় বলা হয়?
a. যুক্তফ্রন্ট এর ২১ দফায়
b. বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে
c. ৬ দফায়
→ উত্তরঃ যুক্তফ্রন্ট এর ২১ দফায়।
→ ব্যাখ্যাঃ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ।থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা আছে। এখানে মুল সমস্যাটা "প্রথম " শব্দটা নিয়ে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছ, কিন্তু কথাটা প্রথম উল্লেখ
আছে যুক্তফ্রন্টের ২১ দফার ১৫ নং দফায়।

৭। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
a. ৪টি
b. ১১টি
→ উত্তরঃ ৪টি।
→ ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
কিন্তু প্রশ্নতো বলা আছে ১০ এপ্রিলের কথা।

০৮। OPEC ভূক্ত দক্ষিণ এশিয়ার ও অনারব মুসলিম দেশ কোনটি??
a. Iran
b. None
→ উত্তরঃ Iran
→ ব্যাখ্যাঃ ইরান দক্ষিন এশিয়ার একমাত্র অনারব মুসলিম দেশ যা
কিনা OPEC এর সদস্য।

০৯। Who is the present President of the National Assembly of Bangladesh??
a. Abdul Hamid
b. Shirin Sharmin Chowdhury
→ উত্তরঃ শিরীন শারমিন চৌধুরী।
→ ব্যাখ্যাঃ National Assembly of Bangladesh এর present President কে? যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National Assembly

of Bangladesh। অর্থাৎ উত্তর শিরীন শারমিন চৌধুরী।

১০। "চতুর্দশপদী" নামের কবিতা কে লিখেছেন??
a. মাইকেল মুধুসুদন দত্ত
b. বলাইচাঁদ মুখোপাধ্যায়
c. রবীন্দ্রনাথ ঠাকুর
→ উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।
→ ব্যাখ্যাঃ "চতুর্দশপদী কবিতা " বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু এখানে প্রশ্নে আছে "চতুর্দশপদী " নামের কবিতা। অর্থাৎ কবিতাটির নাম "চতুর্দশপদী কবিতা " নয়, শুধু "চতুর্দশপদী ", এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়।

১১। 'চতুরঙ্গ' কী??
a. রবীন্দ্রনাথের নাটক
b. দাবা খেলার আদি নাম
c. একটা যাত্রাদলের নাম
→ উত্তরঃ দাবা খেলার আদি নাম।
→ ব্যাখ্যঃ "চতুরঙ্গ" হল রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অপশনে দেয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আদি নাম চতুরঙ্গ।

১২। একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি??
a. চর্যাপদ
b. শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
c. লাইলি মজনু
→ উত্তরঃ শ্রীকৃষ্ণককীর্তন কাব্য।
→ ব্যাখ্যাঃ চর্যাপদ তো কেউ একা রচনা করেনি। আবার যারা প্রশ্নটি ভালোভাবে দেখেছেন তাদের কেউ কেউ অতি চালাকি করে ভেবে নিবেন "একক রচনা হিসেবে প্রথম " কথাটি শুধু নার্ভাস করার জন্যই বোধহয় দিল। কিন্তু না, প্রশ্নে যথেষ্ট কারণ আছে। সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণককীর্তন কাব্য।

১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কে "কনসার্ট ফর বাংলাদেশ" এর প্রযোজনা করেন কারা??
a. জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন
b. জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর
c. জর্জ হ্যারিসন ও ইয়ভগেনি ইয়েভ।
→ উত্তরঃ জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।
→ ব্যাখ্যাঃ সঠিক উত্তর হল ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন। কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন? কিন্তু আপনি
এতদিন শিখে এসেছেন কারা আয়োজন করে? কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ
হ্যারিসন ও পন্ডিত রবি শংকর। কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।

১৪। 'Preface to Lyrical Ballads' কবে প্রকাশিত হয়??
a. 1802
b. 1798
→ উত্তরঃ 1802.
→ ব্যাখ্যাঃ Lyrical Ballads প্রকাশিত হয় 1798 সালে। আর
Preface to Lyrical Ballads প্রকাশিত হয় 1802 সালে।

১৫। ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ??
a. মিসর
b. তুরস্ক
→ উত্তরঃ তুরস্ক, ১৯৪৯ (তুরস্ক মধ্যপ্রাচ্য এর অনারব মুসলিম দেশ)
→ ব্যাখ্যাঃ মিসর প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয়, ১৯৭৮ সালে। USA প্রথম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয় ১৯৪৯ সালে।

১৬। জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বপ্রথম দায়িত্ব পালন করেন কে??
a. ডগ হামারশোল্ড
b. ট্রাইগভে লাই
c. স্যার গ্লাডউইন জেব
→ উত্তরঃ স্যার গ্লাডউইন জেব।
→ ব্যাখ্যাঃ অপশানে ট্রাইগভে নাই। জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব = ট্রাইগভে লাই। জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন = স্যার গ্লাডউইন জেব। জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইগভে লাই প্রথম
মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তাঁর পূর্বে যুক্তরাষ্ট্রের অধিবাসী গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তাঁর মেয়াদকাল ছিল - ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত।
→ More Things:
• ১ম মহাসচিবঃ
>> এশিয়া থেকে নির্বাচিত = উ থান্ট (মায়ানমার)
>> আমেরিকা থেকে নির্বাচিত = জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
>> আফ্রিকা থেকে নির্বাচিত = বুট্রোস বুট্রোস-ঘালি (মিশর)
.
জাতিসঙ্ঘ সনদের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক মহাসচিবকে “প্রধান প্রশাসনিক কর্মকর্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী - জাতিসঙ্ঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রশাসক এবং কুটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসেবে।

১৭। বিশ্বের ১ম যুদ্বপরাধ আদালত কোনটি??গণহত্যা, মানবতা বিরোধী যুদ্বপরাধের বিচার করে কোনটি??
a. আন্তর্জাতিক আদালত
b. আন্তর্জাতিক অপরাধ আদালত
c. নুরেমবার্গ ট্রায়াল
→ উত্তরঃ আন্তর্জাতিক অপরাধ আদালত।
→ ব্যাখ্যাঃ আন্তর্জাতিক আদালত, নুরেমবার্গ ট্রায়াল হবে না।

১৮। NATO ভুক্ত মুসলিম দেশ কতটি??
a. 2
b. 1
→ উত্তরঃ ২ টি
→ ব্যাখ্যাঃ NATO ভুক্ত মুসলিম দেশ গুলি হলো Turkey & Albania.

১৯। 'স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট' চুক্তির মাধ্যমে গঠিত হয় কি??
ক। আন্তর্জাতিক আদালত
খ। আন্তর্জাতিক অপরাধ আদালত
→ উত্তরঃ আন্তর্জাতিক আদালত।
→ ব্যাখ্যাঃ আন্তর্জাতিক আদালত = ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট' চুক্তির মাধ্যমে গঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত = রোম চুক্তি' (Rome Statue ১৯৯৮) এর মাধ্যমে গঠিত হয়।
→ More Things:
>> EU = ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয়।
>> কমনওয়েলথ = লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়।
>> ন্যাটো = উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।

২০। প্রথম জিএসপি (GSP) দেয়া শুরু করে??
a. যুক্তরাষ্ট্র
b. ইউরোপীয় ইউনিয়ন
→ উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন।
→ ব্যাখ্যাঃ GSP এর পূর্ণরূপ হল Generalised system of preference অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা । এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশসমূহকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়াকে জিএসপি বলে ।

→ GSP সুবিধা দেয়ার লক্ষ্য হচ্ছেঃ (ক)রপ্তানি আয় বাড়ানো,
(খ) শিল্পায়নের প্রসার ঘটানো এবং (গ) প্রবৃদ্ধি বাড়ানো ।
চাকরির পরীক্ষায় আসা ২০ টি প্রশ্ন ফাঁদ যা আপনার জেনে রাখা জরুরী (পর্ব-০১)
১৯৬৪ সালের UNCTAD এর প্রথম সম্মেলনে GSP সুবিধার বিষয়টি প্রথম আলোচনায় আসে। ১৯৭১ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম অনুন্নত দেশসমূহকে জিএসপি’র সুবিধা দেয়া শুরু করে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আইন করে এবং
১৯৭৬সাল থেকে বাস্তবায়ন শুরু করে।


বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।
 শেয়ার করে রাখুন

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close