Breaking

Monday, December 3, 2018

৪০তম বিসিএস প্রিলি প্রস্ততি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে কিছু প্রশ্ন

১। ইন্টারনেটে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে ভ্রমণ করাকে কী বলে?
=. ব্রাউজিং
২। কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কী বলে?

=নেটওয়ার্ক
৩। সর্বপ্রথম তৈরি ব্রাউজারের নাম কী?
=মোজাইক
৪। সার্চ ইঞ্জিনের জনক কে?
= এলান এমটাজ
৫। yahoo এর জনক কে কে?
= ডেভিড ফিলো ও জেরি ইয়াং
৬। ওয়েব সাইটের মূল পাতাকে বলা হয়-
= হোম পেইজ
৭। প্রথম বাংলা কী বোর্ড লে-আউট তৈরি হয় কত সালে?
= ১৯৬৫
৮। যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে কী বলে?
= IAD
৯ । উচ্চারণভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি?
= অভ্র
১০ । বিজয় কী-বোর্ডে যেকোনো দুটি অক্ষরকে যুক্ত করতে নিচের কোনটি চাপতে হবে?
=ইংরেজি (G)
১১। অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু ক্ষতি বা নষ্ট করে আসাকে কী বলে?
=. Black hat hacker
১২। অন্যের ওয়েবসাইটে ঢুকে কোন ক্ষতি না করে বের হয়ে আসাকে কী বলে?
= White hat hacker

১৩। লেখাপড়ার কাজে আমরা কোন বইয়ের যে ফটোকপি করে ব্যবহার করি তাকে কী বলে?
= ফেয়ার ইউজ
১৪। সাধারণত একজন লেখক, শিল্পী, নাট্যকারের মৃত্যুর পর কত বছর পর্যন্ত কপিরাইট আইন বলবত্ থাকে?
=৫০ থেকে ৭০ বছর
১৫। কত সালে সর্বপ্রথম কপিরাইট আইন পাস হয়?
= ১৬৬২
১৬। Unicode কত বিটের কোড?
=১০০০০১

শেয়ার করুন আপনার ফেসবুকে


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close