Breaking

Monday, December 3, 2018

বর্তমানে বাংলাদেশে কতটি কি আছে এবং কোথায় আছে? চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

বাংলাদেশ বর্তমান
***বিভাগ - ৮ টি,

*** জেলা- ৬৪ টি।
***সিটি কর্পোরেশন- ১২টি। সর্বশেষ ময়মনসিংহ।
***মোট উপজেলা ৪৯৩ টি।(সর্বশেষ মাদারিপুর জেলার "ডাসার,")***মোট থানা =৬৪১ টি । সর্বশেষ : হাতিরঝিল , ভোলা জেলার চরফ্যাশন থানাকে ভাগ করে দুলারহাটকে নতুন থানা করা হয়েছে।
***মোট পৌরসভা =৩২৮ টি। সর্বশেষ: সিরাজগঞ্জ জেলা
***ইউনিয়ন - ৪৫৬২ টি।
***গ্রাম- ৮৭৩৭২ টি।
-----------------------------
*****-অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭ অনুসারে:********
***জনসংখ্যা- ১৫.৮৯ কোটি ও বৃদ্ধির হার ১.৩৭%।
জনসংখ্যার ঘনত্ব- ১০৭৭ জন।
পুরুষ মহিলা অনুপাত - ১০০.৩ : ১০০।
জন্মহার- ১৮.৮ জন ও মৃত্যুহার- ৫.১ জন। (প্রতি হাজারে)
শিশু মৃত্যুহার- ২৯ জন। ( প্রতি হাজারে)
***গড় আয়ু- ৭০.৯ বছর। (পুরুষ ৬৯.৪০ ও মহিলা ৭২.৩)
***স্বাক্ষরতার হার - ৬৩.৬%। (পুরুষ ৬৫.৬% ও মহিলা ৬১.৬%)
**মাথাপিছু আয়- ১৬০২ মার্কিন ডলার।
(N.B: বিবিএস এরমতে, বতমানে ১৬১০মা.ড.)
***মাথাপিছু বৈদেশিক ঋণ - ১৬৯ মার্কিন ডলার।
***জিডিপি প্রবৃদ্ধি- ৭.২৪।
(N.B: বিবিএস এরমতে, বতমানে ৭.২৮%)
**শ্রমশক্তি - ৬.১ কোটি। (পুরুষ ৪.৩ ও নারী ১.৮ কোটি)
VAT এর হার- ১৫%।
**মোট ব্যাংক - ৫৬ টি। (রাষ্টীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি, বিশেষায়িত ব্যাংক ২টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৯ টি ও বৈদেশিক ব্যাংক ৯টি;
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৩ টি)
------------------
পাটকল- ২৭ টি। (চালু আছে ১৮ টি)
***সরকারি বস্ত্রকল- ১৮ টি।
****চিনিকল- ১৫ টি।
***সার কারখানা -১৫ টি, ***সরকারি ৮ টি।
***সিমেন্ট কারখানা- ১৪ টি। (সরকারি ৫ টি)
***জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩ টি।
****অস্ত্র কারখানা - ১ টি।
***সরকারি ইপিজেড- ৮ টি।
***নদী বন্দর - ৩০ টি।
***সমুদ্রবন্দর - ৩ টি। সর্বশেষ সমুদবন্দর পায়রা, পটুয়াখালী।

**সরকারি বিমা প্রতিষ্ঠান - ২ টি।
***কাগুজে নোট - ৯ টি।
**ব্যাংক নোট- ৬ টি।
***জাতীয় সংসদে স্থায়ী কমিটি - ৫০ টি। (মন্ত্রণালয় সংক্রান্ত ৩৯ টি ও সংসদ সম্পর্কিত ১১ টি)
***শিক্ষা বোর্ড - ১১ টি। সর্বশেষ শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড। (অনুমোদনঃ ১২ জানুয়ারি, ২০১৭)
***সরকারি বিশ্ববিদ্যালয় - ৪০ টি। (সর্বশেষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ )
***নিরক্ষর মুক্ত জেলা - ৭ টি।
**চা বাগান- ১৬৬ টি। ( সর্বোচ্চ মৌলভিবাজারে, ৯২ টি)
(২০১৭ তে বাংলাদেশের অবস্থান:)
***মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ- ১৩৯ তম।
***মানব সম্পদ সূচকে বাংলাদেশ-১১১তম।
***সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ-১৪৬ তম
শীর্ষ দেশ নরওয়ে।
**অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ-১২৮তম
শীর্ষ দেশ হংকং।
***SDG সূচকে বাংলাদেশ-১২০তম
শীর্ষ দেশ-সুইডেন
***গণতন্ত্র সূচকে বাংলাদেশ-৮৪ তম
শীর্ষ দেশ-নরওয়ে
*** শান্তি সূচকে বাংলাদেশ-৮৪ তম
(শীর্ষ দেশ আইসল্যান্ড)
***বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশ -১১০তম
শীর্ষ দেশ-নরওয়ে।
***শিশু অধিকার সূচকে বাংলাদেশ-৮৭তম
শীর্ষ দেশ পর্তুগাল
***বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশ-৯৯তম।
***অর্থনৈতিক সক্ষমতা সূচকে বাংলাদেশ-১০৬ তম
-
***বৈশ্বিক উদ্ভাবনী সুচকে বাংলাদেশ -১১৪
শীর্ষ দেশ সুইজারল্যান্ড
-
***ফিফা র্যাংকিং এ বাংলাদেশ-১৯৬
শীর্ষ দেশ জার্মানি
**বৈশ্বিক ইসলামি অর্থনৈতিক সুচকে বাংলাদেশ- ১৫ তম--শীর্ষ দেশ মালয়েশিয়া
** ব্যবসা সহজীকরণ সূচকের সর্বশেষ জরিপে বাংলাদেশ ১৯০টি দেশের মধ্যে ১৭৬তম অবস্থানে রয়েছে।
** আন্তঃসীমান্ত বাণিজ্য নির্দেশকে বাংলাদেশের অবস্থান -১৭৩তম।
**"বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক বাংলাদেশ-৬ষ্ঠ।
**গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বের ১৮৯ টি ধনী দেশের মধ্যে বাংলাদেশের অবস্হান -১৪৩ তম ।
(ধনী দেশ - কাতার ।গরীব দেশ --- মধ্য আফ্রিকান

বর্তমানে বাংলাদেশে কতটি কি আছে এবং কোথায় আছে? চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
বর্তমানে বাংলাদেশে কতটি কি আছে এবং কোথায় আছে? চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
 শেয়ার করুন আপনার ফেসবুকে
Share


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close