Breaking

Monday, February 10, 2020

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্যগুলো একনজরে দেখে নিন || National University Update

আজ: ২২ ফেব্রুয়ারি।
জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু খবরাখবর।
🎯 (১৯-২০) অনার্স ১ম বর্ষের ক্লাস চলছে । 
🎯 (১৮-১৯) অনার্স নতুন ২য় বর্ষের ক্লাস শুরু ।
🎯 (১৭-১৮) অনার্স ২য় বর্ষের (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন) ফাইনাল লিখিত পরীক্ষা সমাপ্ত। ব্যবহারিক 
পরিক্ষা শুরু হয়েছে।
পরিক্ষা শেষ- ২৭ ফেব্রুয়ারী 
🎯 (১৬-১৭) অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরিক্ষা চলমান প্রক্রিয়ায় আছে।
🎯 (১৫-১৬) অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরিক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
পরিক্ষা শুরু- ২৯ ফেব্রুয়ারী। 
🎯 (১৮-১৯) ডিগ্রি ১ম বর্ষের ফাইনাল পরিক্ষা সমাপ্ত। ফলাফল আনুমানিক মার্চের শেষে বা এপ্রিলে।
🎯(১৭-১৮) ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরিক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। 
পরিক্ষা শুরু ১১ এপ্রিল। 
এবং ফরমপূরণের সময় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
🎯 (১৬-১৭) ডিগ্রি ৩য় বর্ষের ক্লাস চলছে । 
🎯প্রাইভেট ডিগ্রির ভর্তির আবেদন চলমান প্রক্রিয়ায় আছে।
২৩ ফেব্রুয়ারি সমাপ্ত হবে।
🎯 প্রিলিমিনারি ভর্তির নোটিশ আনুমানিক মার্চে।
ধন্যবাদ সবাইকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্যগুলো একনজরে দেখে নিন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্যগুলো একনজরে দেখে নিন

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close