Breaking

Thursday, April 1, 2021

All Job Suggestions 2021। প্রাইমারীসহ সকল পরীক্ষার জন্য চুড়ান্ত সাজেশন পর্ব-৩১

১. বাংলাদেশ জাতিসংঘেরর কততম সদস্য?

ক) ১৩৬ তম ★
খ) ১৩৭ তম
গ) ১৩৮ তম
ঘ) ১৩৯ তম

২. জার্মানির মুদ্রার নাম কি?
ক) মার্ক
খ) পেসো
গ) দিনার
ঘ) ইউরো ★

৩. কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?
ক) ১৮৭৫
খ) ১৮৭৬
গ) ১৮৭৭ ★
ঘ) ১৮৭৮

৪. ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪,........ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক) ৪০
খ) ৫৫
গ) ৬৮
ঘ) ৯০

৫. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
ক) ৮ কেজি ★
খ) ১০ কেজি
গ) ১২ কেজি
ঘ) ৬ কেজি

৬. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -
ক) ২৫/৯
খ) ৩
গ) ২২/৭ ★
ঘ) প্রায় ৫

৭. একটি নৌকা স্রোতের প্রতিকুলে ৯ কি.মি. ও স্রোতের অনুকুলে ১৮ কি. মি. যায় ঘণ্টায়। নৌকার গতিবেগ ঘণ্টায় কত কি.মি.?
ক) ১.৫ কি.মি
খ) ৩ কি.মি
গ) ৬ কি. মি
ঘ) ৪.৫ কি. মি ★

৮. 'Bitter' শব্দটির verb হচ্ছে -
ক) Bitterness
খ) Bitter
গ) Bitterify
ঘ) Embitter ★

৯. 'Destroy' শব্দটির noun হচ্ছে -
ক) Destruction ★
খ) Damage
গ) Harm
ঘ) Affact

১০. ' Viva - Voce' শব্দটির অর্থ কি?
ক) Orally ★
খ) Face to face
গ) Interview
ঘ) Written

১১. 'Natural ' শব্দটির Antonym হচ্ছে -
ক) Inherent
খ) Original
গ) Kingdom
ঘ) Abnormal  ★

১২., মায়াবী প্রহর, নাটকটি কার রচনা?
ক) সেলিম আল দীন
খ) দীনবন্ধু
গ) আলাউদ্দীন আল আজাদ ★
ঘ) আবদুল্লাহ আল মামুন

১৩. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
ক) প্রাদি সমাস
খ) নিত্য সমাস
গ) অলুক সমাস ★
ঘ) দ্বন্দ্ব সমাস

১৪. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭,৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
ক) ১০
খ) ৮ ★
গ) ৬
ঘ) ৫

১৫. কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে?
ক) ২৫ ★
খ) ৩০
গ) ২৪
ঘ) ২৪

১৬. কোনো একটি দ্রব্যের ক্রয়মুল্য বাজারদরের ৮০% এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?
ক) ৮% লাভ
খ) ৮% ক্ষতি
গ) ২৫% লাভ ★
ঘ) ২৫% ক্ষতি

১৭. লোহিত কণিকার আয়ুকাল -
ক) ৬০ দিন
খ) ৯০ দিন
গ) ৮০ দিন
ঘ) ১২০ দিন ★

১৮. পৃথিবীর নিকটতম গ্রহ-
ক) মঙ্গল
খ) বুধ
গ) শনি
ঘ)শুক্র ★

১৯. বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) মুহম্মদ শহীদুল্লাহ ★
গ) এনামুল হক
ঘ) সুকুমার সেন

২০. যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন - এটি কার উক্তি?
ক) মুসোলিনী
খ) হিটলার ★
গ) সালজার
ঘ) ফ্রাঙ্কো


All Job Suggestionss 2021
All Job Suggestionss 2021


২১. একাদশে বৃহস্পতি, - এর অর্থ কি?
ক) সৌভাগ্যের বিষয় ★
খ) আশার কথা
গ) মজা পাওয়া
ঘ) আনন্দের বিষয়

২২.,ছোটদের অভিনয়, নাটকটি কার রচনা?
ক) সেলিম আল দীন
খ) আলাউদ্দীন আল আজাদ
গ) জিয়া হায়দার
ঘ) আল কামাল আবদুল ওহাব ★

২৩. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
ক) ইউরিয়া ★
খ) টিএসপি
গ) পটাশ
ঘ) ডিএপি

২৪. ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তোলেন?
ক) নেবুচাদনেজার ★
খ) দারিউস
গ) রেমজেজ
ঘ) সাইরাস

২৫. তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
ক) ভিটামিন এ
খ) ভিটামিন সি ★
গ) ভিটামিন বি
ঘ) ভিটামিন ডি

২৬. মেক্সিকো দেশ কোন মহাদেশের অন্তর্গত?
ক) ইউরোপ
খ) এশিয়া
গ) উত্তর আমেরিকা ★
ঘ) দক্ষিণ আমেরিকা

২৭. এক দিনের ক্রিকেট কবে শুরু হয়?
ক) ১৯৯৭
খ) ১৯৭২
গ) ১৯৯৯
ঘ) ১৯৭১ ★

২৮. মালদ্বীপের মুদ্রার নাম কি?
ক) রুপিয়া ★
খ) টাকা
গ) ডলার
ঘ) বাথ

২৯. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
ক) গারো
খ) হাজং
গ) সাঁওতাল ★
ঘ) মগ

৩০. বসন্তকুমারী, কার নাটক ?
ক) মীর মশাররফ হোসোন ★
খ) রবি ঠাকুর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) প্রমথ চৌধুরী

৩১. Franchise, শববদটির Synonym  হচ্ছে -
ক) Utility
খ) Privilege ★
গ) French
ঘ) Frankness

৩২. কোনটি শুদ্ধ বানান?
ক) Mispell
খ) Misspell ★
গ) Mispel
ঘ) Misepel

৩৩. 'Heart' শব্দটির adjective কোনটি?
ক) Heart
খ) Hearten
গ) Heartening ★
ঘ) Heartful

৩৪. দুটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল,সা,গু ১০৫ হলে, গ,সা,গু কত?
ক) ১৪
খ) ৩ ★
গ) ১২
ঘ) ৬

৩৫. ০.০০০১ এর বর্গমুল কত?
ক) ০.১
খ) ০.০১ ★
গ) ০.০০০১
ঘ) ১

৩৬. বাংলাদেশেরর সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
ক) শালবন বিহার ★
খ) আনন্দ বিহার
গ) সোমপুর বিহার
ঘ) সীতাকোট বিহার

৩৭. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক) করতোয়া ★
খ) মহানন্দা
গ) গঙ্গা
ঘ) পদ্মা

৩৮. ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভীদ?
ক) ব্যাকটেরিয়া
খ) শৈবাল
গ) ছত্রাক ★
ঘ) কোনটিই নয়

৩৯. বাংলা নববর্ষ কে পহেলা বৈশাখ চালু করেছিলেন?
ক) বাদশা আকবর ★
খ) বিজয় সেন
গ) লক্ষণ সেন
ঘ) ইলিয়াস

৪০. কুকুরের মুখে দাঁতের সংখ্যা?
ক) ২৮
খ) ৩২
গ) ৪০
ঘ) ৪৪ ★


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close