Breaking

Wednesday, May 16, 2018

nature photograph 2 for wallpaper

download from here for your best wallpaperand like our photo and comment with facebook


আমাদের সোনার দেশ বাংলাদেশ। আমাদের দেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ফুল ফল গাছ গাছালি। আমরা প্রকৃতির সৌন্দর্য বুঝি না। সৌন্দর্য খুজতে আমরা চলে যায় সুদুর বিদেশে। বিদেশে গিয়েও আমরা কি শান্তু খুজে পাই? পাই না।

কারন বিদেশে আমাদের মা মাটি এসব নাই। যেখানে মা থাকে যেখানে মাটি থাকে সেখানে মানুষের নাড়ির টান থাকে। মানুষ নাড়ির টানে দেশে ফিরে আসে। সৌন্দর্য খুজতে আমরা প্রাকৃতিক অনেক কিছু ছেড়ে কৃত্রিম জিনিস তৈরি করি কিন্তু তাতে আমরা মুগ্ধ হতে পারি না যতটা মুগ্ধ হই আমাদের পাশের মাঠে ফোটা ঘাসফুল দেখে। তাই ঘাসফুল প্র্রকৃতি আমাদের কাছে টানে।
কাছে টানে আমাদের মাটি।

আমরা আমাদের সাইটেসাইটের মাধ্যমে প্রকৃতির কিছু অপুরপ সৌন্দর্য ফুটিয়ে তোলার চেস্টা করেছি আপনাদের কাছে।আশা করি আমাদের ছবিগুলো ভাল লাগলে আপনারা শেয়ার করে সংরক্ষণ করবেন। এবং বন্ধুদের উৎসাহিত করবেন আমাদের সাইট ভিজিট করে আরো আরো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
ধন্যবাদ





এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close